IPL retention 2025 list: আইপিএল রিটেনশনে উঠতি তারকা মায়াঙ্ক যাদব, ধ্রুব জুরেল ও রিংকু সিংদের দাম বাড়ল। রাজস্থান রয়্যালস ধ্রুব জুরেলকে ১৪ কোটি টাকায় ধরে রাখল। যা তাঁর আইপিএল ২০২৪-এর আয়ের চেয়ে ৭০ গুণ বেশি। বৃহস্পতিবার ঘোষিত আইপিএল রিটেনশনের তালিকা ফ্র্যাঞ্চাইজিদের উঠতি তারকাদের প্রতি আগ্রহকে স্পষ্ট করেছে।
রিটেনশনে যাঁরা সবচেয়ে বেশি লাভবান হলেন, তাঁরা হলেন:-
ধ্রুব জুরেল (রাজস্থান রয়্যালস)
২০২৫ বেতন: ১৪ কোটি টাকা
২০২৪ বেতন: ২০ লক্ষ টাকা
রিটেনশনে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন ধ্রুব জুরেল। তাঁকে রাজস্থান রয়্যালস ১৪ কোটি টাকায় ধরে রাখল। জুরেলকে রাজস্থান রয়্যালস গত মেগা নিলামে নিয়েছিল। তিনি আইপিএল ২০২২-এ ভালো খেলে আলোচনায় উঠে আসেন। ১৭২.৭৩ স্ট্রাইক রেটে ১৫২ রান করেন। উইকেটরক্ষক-ব্যাটার পরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো খেলেন। রাঁচি টেস্ট-এর প্রথম ইনিংসে ম্যাচ জেতানো ৯০ রান করেন। আইপিএল ২০২৩-এ, জুরেল ফিনিশার হিসেবে ১৩৮.৩০ স্ট্রাইক রেটে ১৯৫ রান করেছেন।
মাথিশা পাথিরানা (চেন্নাই সুপার কিংস)
২০২৫ বেতন: ১৩ কোটি টাকা
২০২৪ বেতন: 20 লক্ষ টাকা
চেন্নাই সুপার কিংস (সিএসকে/CSK) শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে ১৩ কোটি টাকায় ধরে রাখল। পাথিরানা সিএসকের হয়ে আইপিএল ২০২৩-এ ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ৭.৬৮ ইকোনমি রেটে ১৯ উইকেট নিয়েছিলেন।
রজত পাতিদার (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
২০২৫ বেতন: ১১ কোটি টাকা
২০২৪ বেতন: ২০ লক্ষ টাকা
রজত পাতিদার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি/RCB) দলে ২০২৩-এ বদলি খেলোয়াড় হিসেবে যোগ দেন। তিনি ১৫২.৫০ স্ট্রাইক রেটে আট ইনিংসে ৩৩৩ রান করেছেন। এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫৪ বলে ১১২ রান করেছেন। আইপিএল ২০২৪-এ, ধীরগতিতে শুরু করলেও শেষ পর্যন্ত পাঁচটি হাফ সেঞ্চুরি-সহ ১৭৭.১৩ স্ট্রাইক রেটে ৩৯৫ রান করেন।
মায়াঙ্ক যাদব (লখনউ সুপার জায়ান্টস)
২০২৫ বেতন: ১১ কোটি টাকা
২০২৪ বেতন: ২০ লক্ষ টাকা
পেস সেনসেশন মায়াঙ্ক যাদবকে ১১ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) ধরে রাখল। তিনি সিনিয়র দলে ইতিমধ্যেই স্থান করে নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে মায়াঙ্কের টি-২০ অভিষেকও হয়েছে। আইপিএলে মাত্র ১২.১ ওভার বোলিং করলেও তিনি ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করেছেন।
সাই সুদর্শন (গুজরাট টাইটানস)
২০২৫ বেতন: ৮.৫০ কোটি টাকা
২০২৪ বেতন: ২০ লক্ষ টাকা
সাই সুদর্শনকে প্রাথমিকভাবে গুজরাট টাইটানস ২০২২ সালে তাদের বেস প্রাইস ২০ লক্ষ টাকায় নিয়েছিল। তিন মৌসুমে, তাঁর দাম যথেষ্ট বেড়েছে। বাঁ-হাতি তাঁর ২৫তম আইপিএল ইনিংসে ১,০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। তেণ্ডুলকর ও গায়কোয়াড় ওই পরিমাণ রান ৩১ ইনিংসে সংগ্রহ করেছেন। সেখানে সুদর্শন তাঁদের চেয়ে এগিয়ে।
শশাঙ্ক সিং (পাঞ্জাব কিংস)
২০২৫ বেতন: ৫.৫০ কোটি
২০২৪ বেতন: ২০ লক্ষ টাকা
শশাঙ্ক সিং, একজন মিডল-অর্ডার ব্যাটার। নিলামে ২০২৪ আইপিএলে পাঞ্জাব কিংসে যোগ দেন। তিনি ১৬৪.৬৫ স্ট্রাইক রেটে ৩৫৪ রান করেছেন।
আরও পড়ুন- ৮ বছর পর দিল্লি ছাড়লেন পন্থ, ঈশানও নেই মুম্বইয়ে! সেরার সেরা যে তারকারা এবার নিলামের টেবিলে
রিংকু সিং (কলকাতা নাইট রাইডার্স)
২০২৫ বেতন: ১৩ কোটি টাকা
২০২৪ বেতন: ৫৫ লক্ষ টাকা
২০২৫ সালের আইপিএল মেগা নিলামের আগে রিংকু সিংকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর/KKR) ১৩ কোটি টাকায় ধরে রাখল। গত মরশুমে তাঁর দাম ছিল ৫৫ লক্ষ টাকা। সেটাই বাড়ল প্রায় ২৪ গুণ। এই বিপুল অঙ্ক বাড়িয়েও কেকেআর রিংকুকে ধরে রাখারই সিদ্ধান্ত নিল।
READ THE FULL ARTICLE IN ENGLISH