Advertisment

IPL 2025 Retention: ৮ বছর পর দিল্লি ছাড়লেন পন্থ, ঈশানও নেই মুম্বইয়ে! সেরার সেরা যে তারকারা এবার নিলামের টেবিলে

IPL 2025 Retention: সেরার সেরা যে ভারতীয় তারকারা এবার আইপিএল নিলামে থাকছেন, জেনে নিন। দুর্ঘটনার পর পন্থ ক্রিকেট দুনিয়ায় ফিরতে পারবেন কি না, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছিল।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Ishan Kishan, Rishabh Pant, ঈশান কিষাণ, ঋষভ পন্থ,

Ishan Kishan-Rishabh Pant: বৃহস্পতিবার স্পষ্ট হয়ে গেল, আইপিএল ২০২৫ নিলামে উঠছেন দুই সদ্য প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থ ও কেএল রাহুল। (ছবি- বিসিসিআই)

IPL 2025 Retention: আইপিএল ২০২৫-এর মেগা নিলামে বেশ কয়েকজন ভারতীয় খেলোয়াড় উঠতে চলেছেন। তাঁদের মধ্যে ২০২৪ সালের বিভিন্ন আইপিএল দলের অধিনায়করাও আছেন। তাঁরা হলেন- ঋষভ পন্থ, কেএল রাহুল ও শ্রেয়স আইয়ার। এর মধ্যে পন্থ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন। কেএল রাহুল ছিলেন লখনউ সুপার জায়ান্টের অধিনায়ক। আর, শ্রেয়স আইয়ার ২০২৪ আইপিএল জয়ী কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ছিলেন।

Advertisment

বৃহস্পতিবারই আসন্ন আইপিএল মরশুমের রিটেনশন তালিকা জমা দেওয়ার শেষ তারিখ ছিল। তারপরই স্পষ্ট হয়ে গিয়েছে যে কোন খেলোয়াড় কোন দলে থাকবেন। আর, কারাই বা নিলামে উঠতে চলেছেন। তার মধ্যে পন্থ, রাহুল আর শ্রেয়সের নাম নিয়েই বেশি জল্পনা ছড়িয়েছে। কারণ, পন্থ দিল্লি ক্যাপিটালসের হয়ে শতাধিক ম্যাচ খেলেছেন। কেএল রাহুল আবার ২০২২ থেকে তিন সিজনে লখনউয়ের অধিনায়ক ছিলেন।

আইপিএল ২০১৬ নিলামে দিল্লি পন্তকে ১.৯ কোটি টাকা দিয়েছিল। তখন থেকেই ফ্র্যাঞ্চাইজি তাঁকে ধরে রেখেছে। ক্যাপিটালসের হয়ে ১১১ ম্যাচে পন্থ একটি সেঞ্চুরি এবং ১৮টি হাফ সেঞ্চুরি-সহ ৩,২৮৪ রান করেছেন। গাড়ি দুর্ঘটনায় ২০২৩ সালে তিনি আইপিএল খেলতে পারেননি। তারপরও দিল্লি ক্যাপিটালস তাঁকে দলে রেখেছিল। আইপিএল ২০২৪-এ তিনি দিল্লির অধিনায়ক হিসেবে দলে ফেরেন। ৪৪৬ রান করেছেন। কিন্তু, ক্যাপিটালস প্লে অফে উঠতে পারেনি। পন্থের জায়গায় ক্যাপিটালস সম্ভবত শ্রেয়স আইয়ারকে নেবে। শ্রেয়স ২০২২ সালে দিল্লির নেতৃত্ব দিয়েছিলেন। সেবার দিল্লি আইপিএল ফাইনালে উঠেছিল।

কেএল রাহুল ২০১৮ সালের পর প্রথমবারের মতো আইপিএল নিলামে ফিরছেন। কর্ণাটক ব্যাটারকে পাঞ্জাব কিংস ওই বছর ১১ কোটি টাকায় কিনেছিল। রাহুল পরবর্তীতে ২০২২ সালে আইপিএল মেগা-নিলামের আগেই এলএসজিতে যোগ দেন। এলএসজির হয়ে তিন মরশুমে ১,৪০০ রান করেন। দল তাঁর জমানায় দু'বার প্লে অফে উঠেছে।

আরও পড়ুন- ওয়াশিংটনের 'হ্যাটট্রিক'! সিরিজে কিউই তারকার বিরুদ্ধে আগুন রেকর্ডে ঝড়, সুন্দর-কীর্তি এবার মুম্বইয়েও

এবার সিএসকে পন্থকে টার্গেট করেছে। রাহুলকে চাইছে আরসিবি। শেষ পর্যন্ত এই দুই খেলোয়াড় কোথায় যান, সেটাই দেখার। রাহুলের স্ট্রাইক রেট নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। তবুও অনেক দলই তাঁকে চাইছেন। সেই তালিকায় আছে বেঙ্গালুরু। তারা স্থানীয় একজনের মুখ চাইছে। যাতে দলের ফ্যানবেস বাড়ে। রাহুল স্থানীয় ছেলে। তাছাড়া বেঙ্গালুরুর উইকেটরক্ষক-ব্যাটারও দরকার। পাশাপাশি, রাহুল দরকারে মিডল অর্ডারেও ব্যাট করতে পারেন।

আইপিএল ২০২৫ রিটেনশনের তালিকা ও মেগা নিলামে উঠতে চলা সেরা ভারতীয় খেলোয়াড়রা হলেন-

মুম্বাই ইন্ডিয়ান্স - ইশান কিষাণ, পীযূষ চাওলা।
দিল্লি ক্যাপিটালস- ঋষভ পন্থ, পৃথ্বী শ, খলিল আহমেদ, মুকেশ কুমার, ইশান্ত শর্মা,।
লখনউ সুপার জায়ান্টস- কেএল রাহুল, দেবদত্ত পারিক্কল, দীপক হুডা, ক্রুনাল পান্ডিয়া, শিবম মাভি।
কলকাতা নাইট রাইডার্স- শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, কেএস ভরত, নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়ার।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – মহম্মদ সিরাজ, আকাশ দীপ।
পাঞ্জাব কিংস- আরশদীপ সিং, জিতেশ শর্মা, রাহুল চাহার।
রাজস্থান রয়্যালস - আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, আভেশ খান, প্রসিধ কৃষ্ণা।
চেন্নাই সুপার কিংস- দীপক চাহার, অজিঙ্কা রাহানে, শার্দুল ঠাকুর।
সানরাইজার্স হায়দরাবাদ – ভুবনেশ্বর কুমার, আবদুল সামাদ, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি, ওয়াশিংটন সুন্দর, উমরান মালিক, টি নটরাজন।
গুজরাট টাইটানস- মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Rishabh Pant IPL KL Rahul Mohammed Siraj ipl auction Shreyas Iyer Ishan Kishan
Advertisment