Advertisment

Mumbai Indians IPL 2025 retention: মুম্বইয়ের রিটেনশনে 'মারাত্মক অপমান' রোহিতকে! সেরা তিন থেকে বাদ পড়তেই মুখ খুললেন হিটম্যান

MI retention list 2025: মুম্বইয়ের শীর্ষ তিন রিটেনশন থেকে বাদ পড়তেই কী বললেন রোহিত, বিতর্ক আরও বাড়ল। মোট পাঁচ জন খেলোয়াড়কে রিটেনশনে রাখল এমআই।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Mumbai Indians, IPL, মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল,

Mumbai Indians-IPL: মুম্বই ইন্ডিয়ান্স আসন্ন আইপিএল মরশুমে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া-সহ পাঁচ খেলোয়াড়কে ধরে রাখল। পান্ডিয়া ২০২৪ মরশুমে এমআইয়ের নেতৃত্ব দিয়েছেন। (ছবি: মুম্বই ইন্ডিয়ান্সের টুইটার অ্যাকাউন্ট)

Mumbai Indians IPL 2025 retention: ২০২৪ আইপিএল ছিল দলের কাছে দুঃস্বপ্নের মরশুম। পাঁচবারের চ্যাম্পিয়নরা তালিকার শেষে দৌড়ে শেষ করেছে। এই পরিস্থিতিতে আগামী মরশুমের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের রিটেনশন তালিকার দিকে সকলেরই নজর ছিল। নজর রাখার বিশেষ কারণ, আগামী মরশুমে কলকাতা, দিল্লি, লখনউ, বেঙ্গালুরু- অধিনায়ক বদলের পথে হেঁটেছে। এই অবস্থায় মুম্বই কিন্তু, অধিনায়ক বদলের কথা ভাবলেও শেষ পর্যন্ত পাঁচ জন খেলোয়াড়কে ধরে রাখারই সিদ্ধান্ত নিল। তার মধ্যে ২০২৪ আইপিএলে দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়াও আছেন।

Advertisment

সূত্রের খবর, এমআই তাদের নেতৃত্ব পরিবর্তন নিয়ে গত কয়েক মাস ধরে লাগাতার আলোচনা করেছে। হার্দিককে সরিয়ে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব ও জসপ্রিত বুমরাকে তারা চাইলেই অধিনায়ক করতে পারত। সেসব নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী তারা রিটেনশনের তালিকা তৈরি করেছে। সেই তালিকা অনুযায়ী মুম্বই জসপ্রিত বুমরাকে ১৮ কোটি টাকা দিয়ে দলে রাখল। অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে দলে রাখল ১৬.৩৫ কোটি টাকা দিয়ে। পান্ডিয়ার সমান টাকা দিয়েই দলে ধরে রাখল সূর্যকুমার যাদবকে। রোহিত শর্মাকে তারা এবার দেবে ১৬.৩০ কোটি টাকা। আর, তিলক ভার্মাকে রাখল চার কোটি টাকা দিয়ে। অর্থাৎ মুম্বইয়ের শীর্ষ তিন রিটেনশনে জায়গা হল না রোহিত শর্মার।

বুমরাকে বেশি টাকা দেওয়ার কারণ, বুমরা স্পেশালিস্ট বোলার। বিশ্বের অন্যতম সেরা বোলার বুমরাকে সব দলই রাখতে চায়। হার্দিক আইপিএলে দলের অধিনায়ক। আর, সূর্যকুমার টি২০ জাতীয় দলের অধিনায়ক। রোহিতের নেতৃত্বে এবছরই ভারত টি২০ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। রোহিত আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিলেও আইপিএল চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন। সূত্রের খবর, রোহিত নিজেই নাকি ফ্র্যাঞ্চাইজি কর্তাদের 'বলেছিলেন যে বুমরাহ, হার্দিক আর সূর্যকে দলে দরকার। রিটেনশন তালিকায় তাঁদের প্রথম তিনে রাখা উচিত।' অন্য একটি সূত্রের খবর, 'টিমে বুমরার সম্মান আর দলে তাঁর গুরুত্বের কথাও রিটেনশনের সময় মাথায় রাখা হয়েছে।' 

তবে, রিটেনশন নিয়ে মুম্বইয়ের সিদ্ধান্ত যতটা সহজে হয়েছে, অধিনায়কত্ব নিয়ে তাদের সিদ্ধান্ত নেওয়াটা তত সহজ হয়নি। কারণ, গত বছর রোহিতের নেতৃত্বে ভারত একদিনের বিশ্বকাপে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল। শেষ পর্যন্ত অবশ্য ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স হয়। এরপরই দেখা যায়, আইপিএলে বরোদার অলরাউন্ডার হার্দিককে গুজরাট থেকে এনে মুম্বইয়ের অধিনায়ক করে দেওয়া হয়েছে। তাতে ক্ষুব্ধ মুম্বই সমর্থকরা হার্দিককে মাঠে রীতিমতো টোন-টিটকিরিও দেন। 

তারপরও অবশ্য দীর্ঘ আলোচনার পর মুম্বইয়ের কোর গ্রুপ সিদ্ধান্ত নিয়েছে, হার্দিককেই আগামী মরশুমে মুম্বইয়ের অধিনায়ক রাখা হবে। এই ব্যাপারে এমআইয়ের এক সূত্র বলেছেন, 'আমাদের কাছে এতজন বিশেষজ্ঞ খেলোয়াড় আছেন যে চাইলে তিন বছরে তিন জন আলাদা ব্যক্তিকে অধিনায়ক করতে পারি। কিন্তু, আমাদের ধারণা যে তাতে কোনও লাভ হবে না।' 

আরও পড়ুন- জিততে চায় এমন তারকাদেরই রাখা হয়েছে! রাহুলকে ছেড়ে দিয়েই আগুন জ্বালানো মন্তব্য সঞ্জীব গোয়েঙ্কার

অন্যান্য দলগুলো ভেবেছিল যে সূর্যকুমার যাদবকে মুম্বই ছেড়ে দিতে পারে। তারা সূর্যকে একথা ভেবে আগেভাগে অফারও দিয়ে রেখেছিল। কিন্তু মুম্বই কর্তাদের দাবি, সূর্য তার বদলে তাঁদের বলেছেন, 'ড্রেসিংরুমের পরিবেশটা শান্তিপূর্ণ রাখতে তিনি সাহায্য করবেন। দীর্ঘদিন তাঁরা একসঙ্গে খেলছেন। এতে তাঁর কোনও সমস্যা হবে না।' আর রোহিত তাঁর বিবৃতিতে বলেছেন, 'আমি এখানে অনেক ক্রিকেট খেলেছি। এখানেই আমার ক্রিকেট কেরিয়ার শুরু হয়েছিল। মুম্বই সেই কারণেই আমার কাছে বিশেষ শহর। এখানে ফের থাকতে পেরে আমি খুশি।'

READ THE FULL ARTICLE IN ENGLISH

Mumbai Indians Hardik Pandya Rohit Sharma IPL Jasprit Bumrah ipl auction Suryakumar Yadav
Advertisment