আইপিএলের রিটেনশন লিস্ট অবশেষে সামনে এল। ৩০ তারিখই ছিল রিটেন করা তারকাদের তালিকা বোর্ডের কাছে জমা করার ডেডলাইন। প্রত্যেক দলের কাছেই সুযোগ ছিল সর্বোচ্চ চারজনকে ধরে রাখার। ডেডলাইনের দিনেই সামনে এল কোন ফ্র্যাঞ্চাইজি কোন কোন ক্রিকেটারকে রিটেন করল।
রিটেন করার পরে বাকি ক্রিকেটারদের রিলিজ করে দিতে হবে বর্তমানের ৮ ফ্র্যাঞ্চাইজিকে। রিলিজ করা সেই ক্রিকেটারদের পুল থেকে তিনজন করে ক্রিকেটার নিলামের আগেই বাছাই করার অপশন রয়েছে দুই নতুন ফ্র্যাঞ্চাইজি- লখনৌ এবং আহমেদাবাদের।
আরও পড়ুন: IPL থেকে নিষিদ্ধ হওয়ার মুখে রশিদ-রাহুল! বেনজির খবরে তোলপাড় দুনিয়া
দেখা যাক, কোন ফ্র্যাঞ্চাইজি কোন ক্রিকেটারদের বাছল-
মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (১৬ কোটি), জসপ্রীত বুমরা (১২ কোটি), কায়রণ পোলার্ড (৬ কোটি) এবং সূর্যকুমার যাদব (৮ কোটি)।
নিলামের জন্য হাতে রয়েছে এখনও ৪৮ কোটি
চেন্নাই সুপার কিংস: রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, রুতুরাজ গায়কোয়াড এবং মঈন আলি।
কলকাতা নাইট রাইডার্স: সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী এবং ভেঙ্কটেশ আইয়ার।
আরসিবি: বিরাট কোহলি (১৫ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি) এবং মহম্মদ সিরাজ (৭ কোটি)
নিলামের জন্য হাতে রয়েছে এখনও ৫৭ কোটি
দিল্লি ক্যাপিটালস: ঋষভ পন্থ, পৃথ্বী শ , অক্ষর প্যাটেল এবং আনরিখ নর্জে
রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন, জস বাটলার এবং যশস্বী জয়সোয়াল
সানরাইজার্স হায়দরাবাদ: কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ এবং উমরান মালিক
নিলামের জন্য হাতে রয়েছে এখনও ৬৮ কোটি
পাঞ্জাব কিংস: মায়াঙ্ক আগারওয়াল (১২ কোটি), অর্শদীপ সিং (৪ কোটি)
নিলামের জন্য হাতে রয়েছে এখনও ৭২ কোটি
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন