IPL retentions 2025 CSK, Rishabh Pant MS Dhoni: আগামী আইপিএল পর্বে নিজেদের ঢেলে সাজিয়ে নেওয়ার পথে হাঁটতে চলেছে চেন্নাই সুপার কিংস। অতীতে কোর ক্রিকেটারদের ধরে রাখা এবং অন্য ফ্র্যাঞ্চাইজির রিলিজ করা তারকাদের নিলাম থেকে কেনা- এই দুই স্ট্র্যাটেজিতে দল সাজাত সিএসকে।
তবে ধোনিকে এবার আনক্যাপড তারকা হিসাবে ধরে রাখা হচ্ছে তাও আবার তাঁর কেরিয়ারের একদম সায়াহ্নে। এমন অবস্থায় নতুন মুখের সন্ধান করছে চেন্নাই যিনি পরবর্তীতে ধোনির অনুপস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে, সিএসকে চিদাম্বরম স্টেডিয়ামে ঋষভ পন্থকে আনার জন্য বদ্ধপরিকর। পন্থকে আগমনের কেন্দ্র করেই যাবতীয় নিলাম-কৌশল সাজানো হচ্ছে। রিটেনশনের ডেডলাইনের সর্বশেষ অবস্থা অনুযায়ী, সিএসকে ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াডের পাশাপাশি রিটেনশনের তালিকায় রেখেছে পাথিরানা এবং ধোনিকে।
জাদেজাকে রিটেন করা এখনও পুরোপুরি কনফার্ম নয়। পন্থ যদি নিলামের টেবিলে ওঠেন, তাঁর জন্য বিশাল অর্থ, ২০ কোটি টাকারও বেশি বরাদ্দ রাখতে হবে- এটা বুঝেই গিয়েছে চেন্নাই। তাই পন্থকে নেওয়ার জন্য 'পকেট মোটা' করেই নিলামের টেবিলে বসতে চলেছে হলুদ ব্রিগেড।
এই স্ট্র্যাটেজিতে রবীন্দ্র জাদেজাকে রিলিজ করে আবার নিলাম থেকে আরটিএম কার্ড ব্যবহার করার পথে হাঁটতে পারে সিএসকে। আন্তর্জাতিক টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গত টি২০ বিশ্বকাপের পরেই। টি২০ ব্যাটার হিসাবে তাঁর সীমাবদ্ধতা সকলেরই অবগত।
জাদেজাকে আরটিএম কার্ড ব্যবহার করে নিলাম থেকে কিনলে রিটেনশনের থেকে কম অর্থ লাগবে। ২০১৮-এ এই স্ট্র্যাটেজিতেই সিএসকে ডোয়েন ব্র্যাভো এবং ফাফ দু প্লেসিসের জন্য আরটিএম কার্ড ব্যবহার করেছিল। ক্রিকেটীয় সীমাবদ্ধতা থাকলেও দীর্ঘদিন ফ্র্যাঞ্চাইজিতে খেলার সুবাদে জাদেজার সিএসকের নিজস্ব ফ্যান বেস রয়েছে। এছাড়া ফ্র্যাঞ্চাইজির প্রতি দায়বদ্ধতার কথা বিবেচনা করে তারকা অলরাউন্ডারকে 'ঘুরপথে' দলে রাখতে চলেছে সিএসকে। পুরো বিষয়টিতে দেখভাল করছেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি।
জানা যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি সমস্ত অপশন খোলা রাখছে। চারজন প্লেয়ারকে রিটেন করলে এবং দুটো আরটিএম কার্ড ব্যবহার করলে পন্থের জন্য হয়ত বড় অর্থের সংস্থান থাকবে না। তবে নতুন মুখ দলে তুলে ধরতে ফ্র্যাঞ্চাইজি সমস্ত হিসেব নিকেশ সম্ভবনা আগাম কষে রাখতে চাইছে।
READ THE FULL ARTICLE IN ENGLISH