MS Dhoni Rishabh Pant in CSK: আগামী বছরও চেন্নাই সুপার কিংস দলে খেলতে পারেন মহেন্দ্র সিং ধোনি। তিনি এমনটাই ইঙ্গিত দিয়েছেন। এই পরিস্থিতিতে চেন্নাই ঋষভ পন্থকেও দলে নিতে পারে বলে শোনা যাচ্ছে। সামনেই আইপিএল মেগা নিলাম। তার আগে ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনি জানিয়েছেন যে তিনি আরও কয়েক বছর খেলা চালাতে চান। কারণ চেন্নাই অর্থাৎ সিএসকে তাঁকে আনক্যাপড খেলোয়াড় হিসেবে দলে রাখতে চায়।
চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্টের সঙ্গে এক পূর্বনির্ধারিত বৈঠকের আগে, ধোনি তাঁর এই খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। তাতে আইপিএলের আগামী সংস্করণে প্রাক্তন ভারতীয় অধিনায়কের খেলার সম্ভাবনা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এর মধ্যেই আনক্যাপড খেলোয়াড় ধরে রাখার ঘোষণার সময়সীমাও এগিয়ে এসেছে। তার মধ্যেই ধোনির ইঙ্গিতে স্পষ্ট যে, ফ্র্যাঞ্চাইজি তাঁকে একজন আনক্যাপড খেলোয়াড় হিসেবে নিলামের আগে ধরে রাখতে চায়।
গোয়ায় এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে ধোনি বলেছেন, 'গত কয়েক বছরে আমি যা খেলছি এবার সেটা উপভোগ করতে চাই। যখন কেউ পেশাদার ক্রিকেট খেলে, তখন খেলা হিসেবে তাকে উপভোগ করা কঠিন হয়ে পড়ে। কিন্তু, এবার এটাই আমি করতে চাই। তবে, সেটা সহজ নয়।'
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত আইপিএলে সিএসকে (CSK)-এর শেষ লিগ ম্যাচ খেলার পর থেকে, ধোনি একজন খেলোয়াড় হিসেবে তাঁর ভবিষ্যৎ সম্পর্কে নীরব ছিলেন। ২০২৪ মরশুমের আগে অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর পর, আইপিএল মেগা নিলামের আগে ধোনি যেন অপেক্ষায় ছিলেন।
এই সম্পর্কে ধোনি বলেছেন, 'আবেগ আসবেই, প্রতিশ্রুতিও থাকে। আমি আগামী কয়েক বছর (ক্রিকেট) খেলা উপভোগ করতে চাই। আমাকে নয় মাস নিজেকে ফিট রাখতে হবে। যাতে আমি আড়াই মাস আইপিএল খেলতে পারি। এজন্য পরিকল্পনা করতে হবে। একইসঙ্গে কিছুটা শান্তও থাকতে হবে।'
একইসঙ্গে অবশ্য ধোনি জানিয়েছেন যে তিনি ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে এই ব্যাপারে কথা বলেননি। এই ব্যাপারে সিএসকে কর্তা কাশী বিশ্বনাথন বলেন, 'একটা অনুষ্ঠানে উনি যা বলেছেন, আমরা দেখেছি। আর, উনিই যখন প্রস্তুত, তখন আমাদের আর কী চাই? আমরা শীঘ্রই ওঁর সঙ্গে একটা বৈঠক করব। তারপরে আমাদের (খেলোয়াড়) ধরে রাখার ব্যাপারে ছবিটা পরিষ্কার হবে।'
সিএসকে ম্যানেজমেন্ট, ধোনি, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং আগামী কয়েক দিনের মধ্যে ধরে রাখার বিষয়টি চূড়ান্ত করার জন্য একটি ভার্চুয়াল বৈঠক করবেন বলে জানিয়েছেন। গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা ও মাথিশা পাথিরানাকে ধোনির সঙ্গেই দলে ধরে রাখা হবে। অবশ্য যদি ধোনি খেলতে চান, তবে।
এর পাশাপাশি, ফ্র্যাঞ্চাইজি আরটিএম নিয়েও ভাবনাচিন্তা করছে। ধোনি খেলুন বা না খেলুন, ফ্র্যাঞ্চাইজি একজন উইকেটরক্ষক খুঁজছে বলেই জানা গিয়েছে। এমনিতে, সিএসকে ভবিষ্যতের কথা ভেবে বড় পরিবর্তনেরও চিন্তাভাবনা করছে। যদি তারা ঋষভ পন্থকে দলে নেয়, তবে তাদের উইকেটকিপারের অভাবও দূর হতে পারে। ধোনি খেলুক বা না খেলুন, আগামীর কথা ভেবে এখন থেকেই একজন তারকা কিপারের সন্ধান করছে সিএসকে। পন্থকে পেলে তো পোয়াবারো হলুদ ফ্র্যাঞ্চাইজির।
READ THE FULL ARTICLE IN ENGLISH