Advertisment

IPL Retentions: IPL টিম ছাড়ছেন একের পর এক ভারতীয়! ক্ল্যাসেনের ২৩ কোটি চুক্তির পরেই তছনছ নিলাম মার্কেট

IPL auction news: আইপিএল নিলামের আগে রিটেনশনের তালিকা জমা দেওয়ার শেষ দিন ৩১ অক্টোবর। তার আগেই ক্ল্যাসেনকে নিয়ে বড় আপডেট।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
IPL retentions

IPL retentions: আইপিএলের আগে নিলামের বাজার তুঙ্গে (এক্সপ্রেস)

IPL retentions auction updates: রিটেনশনের আগে সানরাইজার্স হায়দরাবাদের প্ল্যানিং অন্য ফ্র্যাঞ্চাইজির পরিকল্পনা কার্যত কেঁচে কেঁচে গণ্ডুষ করতে বাধ্য করছে। হায়দরাবাদ ২৩ কোটিতে হেনিরিখ ক্ল্যাসেন, ১৮ কোটিতে প্যাট কামিন্স এবং ১৪ কোটিতে অভিষেক শর্মাকে রিটেন করার সিদ্ধান্ত নিয়েছে। এতেই আইপিএল ট্রান্সফারের দর কষাকষি জমে গিয়েছে।

Advertisment

ঘটনা হচ্ছে ক্ল্যাসেনকে রাখার জন্য হায়দরাবাদ ২৩ কোটি টাকা খরচ করার পর বহু ভারতীয় তারকা নিজেদের ফ্র্যাঞ্চাইজির কাছে সম পরিমাণ অর্থ দাবি করছেন। এই কারণেই অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি নিজেদের রিটেনশন তালিকা চূড়ান্ত করতে পারেনি এখনও পর্যন্ত।

রিটেনশন জমা দেওয়ার সময়সীমা এখন শেষ সপ্তাহে পৌঁছেছে। ৩১ অক্টোবরের মধ্যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে রিটেনশন তালিকা জমা দিতে হবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের ঐক্যমত্যে পৌঁছনো সম্ভব হয়নি। নামি ভারতীয় তারকারা দল ছেড়ে নিলামের টেবিলে উঠতে চাইছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক ফ্র্যাঞ্চাইজির কার্যনির্বাহী কর্তা বলেছেন, "ক্ল্যাসেনকে ২৩ কোটিতে হায়দরাবাদ রিটেন করছে, এমন খবর জানাজানি হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে তারকা ভারতীয়দের দর কষাকষির জায়গায় এনে দিয়েছে। বেতন কাঠামো অনুসরণ করার কোনও বাধ্যবাধকতা নেই। তাই অনেক ভাবনা চিন্তা করে এগোনো হচ্ছে। ভারতীয় তারকারা রিটেনশনের চুক্তিতে সই করার আগে যাচাই করে নিচ্ছেন নিজেদের বাজার-মূল্য।"

আরও পড়ুন: ফুলটসেও এবার আউট কোহলি! সোজা বলে হঠাৎ মাথা ব্যোমকে দলকে চরম বিপদে ফেললেন মহাতারকা, দেখুন

"নিলামে তাঁদের জন্য ভালো পরিমাণ অর্থ বরাদ্দ থাকতে পারে, সেটা বুঝে গিয়েছেন তারকা ভারতীয়রা। অন্য ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছে নিজেদের বিষয়ে উৎসাহ রয়েছে কিনা, তা মেপে নেওয়ার জন্য। দুটো ফ্র্যাঞ্চাইজিই যদি সেই ক্রিকেটারের জন্য আগ্রহী হয়, তাহলে রিটেনশনের জন্য বর্তমান ফ্র্যাঞ্চাইজির কাছে অধিক অর্থ দাবি করছেন সেই ক্রিকেটাররা।"

এছাড়াও অন্য ফ্যাক্টরও রয়েছে। পাঞ্জাব কিংস, আরসিবি, লখনৌ সুপার জায়ান্টস এখনও নিজেদের ক্যাপ্টেন চূড়ান্ত করেনি। অন্য এক ফ্র্যাঞ্চাইজি কর্তা বলেছেন, "যদি শীর্ষ পর্যায়ের ভারতীয় ক্রিকেটারদের তালিকা তৈরি করা যায়, যাঁদের ব্র্যান্ড ভ্যালু রয়েছে- সেই সংখ্যা অল্পই হবে। নিলামে আরও কম সংখ্যক সেই ভারতীয়দের দেখা যাবে। তাই নামি এই ক্রিকেটারদের অনেকেই যদি নিলামের টেবিলে যান, তাহলে বর্তমান মূল্যের তুলনায় প্রায় সকলেই বেশি পরিমাণ অর্থ পাবেন। হয়ত সকলের ক্ষেত্রে হবে না, তবে কয়েকজনের ক্ষেত্রে তো বটেই।"

কেএল রাহুলের যেমন লখনৌ ছেড়ে দেওয়া প্রায় পাকা। গত সিজনে মাঠেই যেভাবে মালিক সঞ্জীব গোয়েঙ্কা সবক শিখিয়েছিলেন রাহুলকে, ভাবা হয়েছিল হয়ত অব্যবহিত পরেই নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি।

একইভাবে কেকেআরকে গত সিজনে খেতাব জেতালেও শ্রেয়স আইয়ার দল ছাড়তে চলেছেন এই সিজনে। কারণ সুনীল নারিন, আন্দ্রে রাসেলকে বিশাল অর্থে কেকেআর রিটেন করতে চলেছে। কেকেআর অবশ্যই শ্রেয়সকে রিটেন করতে চায়, তবে তিনি সেই প্রস্তাবে সম্মত হন কিনা, সেটাই দেখার।

সবথেকে বড় রহস্য নিয়ে হাজির হয়েছেন ঋষভ পন্থ। টুইটারে কয়েকদিন আগেই পন্থ বোমা ফাটিয়ে পোস্ট করেছিলেন, "যদি আমি নিলামে উঠি, তাহলে কত টাকায় বিক্রি হব?"এরপরে পন্থের দিল্লি ত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়েছে। আইপিএলে যেভাবে ম্যাচে রুদ্ধশ্বাস ওঠানামা দেখা যায়, রিটেনশনের বাজার-ও সেই রোমাঞ্চ নিয়ে হাজির হয়েছে।

READ THE FULL ARTICLE IN ENGLISH

RCB KKR Sunrisers Hyderabad Kolkata Knight Riders Royal Challengers Bangalore IPL Delhi Capitals
Advertisment