Kaif on MS Dhoni IPL Career: আইপিএলের নিয়ম বদল ইস্যুতে ধোনির প্রসঙ্গ টানলেন মহম্মদ কাইফ। লাইভ চলাকালীন কাইফ বলেছেন, 'যতদিন এমএস ধোনি খেলবে, ততদিন আইপিএলের নিয়মও বদলাতে থাকবে।' ধোনিকে এবারের আইপিএলে অধিনায়কের পদ থেকে অব্যাহতি দিয়েছে তাঁর দল চেন্নাই সুপার কিংস বা সিএসকে। কিন্তু, আনক্যাপড প্লেয়ারের নিয়মে ধোনিকে ফের অধিনায়ক হিসেবে আইপিএলে ফিরতে দেখা যেতে পারে। বিসিসিআই ইতিমধ্যেই আগামী বছরের আইপিএলের নিয়মাবলি ঘোষণা করেছে। তাতে আনক্যাপড প্লেয়ারের নিয়ম সবার নজর কেড়েছে। নিয়মে বলা হয়েছে, যে সমস্ত ভারতীয় খেলোয়াড় যারা হয় অবসর নিয়েছেন বা গত পাঁচ বা তার বেশি সময় ধরে ভারতের প্রতিনিধিত্ব করেননি, তাঁদের আনক্যাপড বলে ধরা যেতে পারে।
চেন্নাই সুপার কিংস তথা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি ২০১৯ একদিনের বিশ্বকাপে ভারতের হয়ে শেষবার খেলেছিলেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু আইপিএলে এখনও খেলে যাচ্ছেন। আনক্যাপড প্লেয়ারের নিয়মে সিএসকে তাঁকে ৪ কোটি টাকায় দলে রাখার সুযোগ পাবে। এর ফলে চেন্নাইয়ের টাকা কিছুটা বেঁচে যাবে। সেই টাকা চেন্নাই অন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পিছনে ব্যয় করতে পারবে। ধোনি এখনও আইপিএলে তাঁর ভবিষ্যৎ নিয়ে মুখ খোলেননি। এই পরিস্থিতিতে আইপিএলের নতুন নিয়ম তাঁকে দলে ধরে রাখার সুযোগ দিল চেন্নাইকে।
ভারতীয় দলে ধোনির শুরুর দিকে তাঁর সঙ্গে খেলেছেন মহম্মদ কাইফ। পরবর্তীতে ধোনি একদিনের বিশ্বকাপ এবং টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক হয়েছেন। আইপিএলে চেন্নাইকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন। সেই কারণে আইপিএলে ধোনির গুরুত্বও অপরিসীম। এই ব্যাপারে বলতে গিয়ে কাইফ বলেছেন, 'আমরা এমএস ধোনিকে আবার খেলতে দেখতে পাব। ও ফিট, আক্রমণাত্মক ব্যাটিং করছে। ভালো উইকেটকিপিং করছে। ও যতক্ষণ খেলতে চায়, নিয়মও বদলাতে থাকবে। ধোনি খেলতে চাইলে নিয়ম বদলাতেই হবে। সিএসকের কাছে ধোনি শুধুমাত্র একজন খেলোয়াড়ই না। ও একজন ম্যাচ জেতানো খেলোয়াড়।'
আরও পড়ুন- হার্দিকের ওপর চরম অসন্তুষ্ট বোলিং কোচ মর্কেল! বাংলাদেশ সিরিজের আগে গৃহযুদ্ধ টিম ইন্ডিয়ায়
এতেই থামেননি। কাইফ আরও বলেছেন, 'সবাই জানে ওর জন্যই নিয়ম বদলেছে। আর হবে নাই বা কেন? ধোনি সেরকমই খেলোয়াড়। ও যদি ফিট থাকে, ভালো খেলতে পারে, তাহলে খেলবে না-ই বা কেন? দরকারে নিয়ম বদলাবে। ধোনি নিজেই বলেছে, ওর টাকার দরকার নেই। টিম ম্যানেজমেন্ট যা বলবে, ও তাই করবে। শুনতে অদ্ভুত লাগলেও সিএসকে তাই ওকে চার কোটি টাকায় পেয়ে গেল।'