Advertisment

শনিবারের আইপিএলে এবার চমক, সূচি প্রকাশ করে জানিয়ে দেওয়া হল

আট দলই গ্রুপ পর্বে পরপস্পরের মুখোমুখি হবে। রাজস্থান রয়্যালস বাদে বাকি ফ্র্যাঞ্চাইজিরা নিজেদের হোম ম্যাচ ঘরের মাঠে খেলবে। রাজস্থান রয়্যালসের দ্বিতীয় ভেন্যু গুয়াহাটি।

author-image
IE Bangla Web Desk
New Update
IPL trophy

মার্চেই শুরু আইপিএল (আইপিএল ওয়েবসাইট)

অবশেষে আইপিএলের সূচি ঘোষণা করে দিল বিসিসিআই। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ২৯ মার্চ আইপিএল শুরু হচ্ছে। সেই ঘোষণা মতোই আইপিএলের শুরুর দিনেই মুখোমুখি ধোনির চেন্নাই বনাম রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স। গতবারের দুই ফাইনালিস্ট দল পরস্পরের মুখোমুখি হচ্ছে টুর্নামেন্ট শুরুর দিনে।

Advertisment

ক্রিকবাজের এক প্রতিবেদন অনুযায়ী, ক্রোড়পতি লিগে এবার ডাবল হেডারের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে দেওয়া হয়েছে। শনিবারে কোনও ডাবল হেডার থাকছে না। কেবলমাত্র রবিবারে দুটো করে ম্যাচ খেলা হবে।

আরও পড়ুন নতুন লোগো প্রকাশেও স্বস্তি নেই! কোহলিদের ‘আক্রমণ’ পলাতক বসের

আট দলই গ্রুপ পর্বে পরপস্পরের মুখোমুখি হবে। রাজস্থান রয়্যালস বাদে বাকি ফ্র্যাঞ্চাইজিরা নিজেদের হোম ম্যাচ ঘরের মাঠে খেলবে। রাজস্থান রয়্যালস আগেই জানিয়েছিল সম্ভাব্য দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে থাকছে গুয়াহাটি।

আরও পড়ুন আইপিএলে কোন কোন দিনে খেলবে কেকেআর, সূচি দেখে মিলিয়ে নিন

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি যদিও এখনও প্রকাশিত হয়নি। কেবলমাত্র তিনটে ফ্র্যাঞ্চাইজি নিজেদের সূচি প্রকাশ করেছে। তা-ও আবার টুইটারে। এপ্রিলের ১ তারিখে হায়দরাবাদ মুম্বইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে টুর্নামেন্ট অভিযান শুরু করছে। ঠিক তার আগের দিনেই কেকেআর নিজেদের হোমম্যাচ খেলবে আরসিবির বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের দশদিন পর শুরু হচ্ছে আইপিএল।

কেকেআরের আইপিএল সূচি-

৩১ মার্চ: (অ্যাওয়ে) টুর্নামেন্টে শুরুর ম্যাচেই কেকেআরের সামনে বেঙ্গালুরু।

৩ এপ্রিল: (হোম) দ্বিতীয় ম্যাচেই ঘরের মাঠে খেলবে কেকেআর। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।

৬ এপ্রিল: (অ্যাওয়ে) ইডেন গার্ডেন্সে কেকেআর তৃতীয় ম্যাচে খেলবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে।

৯ এপ্রিল: (অ্যাওয়ে) রাজস্থান রয়্যালসের বিপক্ষে দীনেশ কার্তিকের দল অ্যাওয়ে ম্য়াচে খেলবে। তবে ভেন্যু এখনও চূড়ান্ত নয়। জয়পুর কিংবা গুয়াহাটি যেকোনও একটি ভেন্য়ুতে খেলা হতে পারে।

১২ এপ্রিল: (হোম) মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি শাহরুখ খানের দল।

১৬ এপ্রিল: (অ্যাওয়ে) হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে খেলবে সানরাইজার্সের বিপক্ষে।

১৯ এপ্রিল: (হোম) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচে ফিরতি ম্যাচে খেলবে কলকাতা নাইট রাইডার্স।

২৩ এপ্রিল: (হোম) ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব।

২৬ এপ্রিল: (অ্যাওয়ে) ঠিক তার পরের ম্যাচেই ফিরতি পর্বে খেলবে কিংসদের বিপক্ষে দু-দিনের ব্যবধানে।

২৮ এপ্রিল: (অ্যাওয়ে) মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে কেকেআর মুখোমুখি হবে ওয়াংখেড়েতে।

২ মে: (হোম) হোম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবেন দীনেশ কার্তিকরা।

৭ মে: (অ্যাওয়ে) ফিরতি পর্বে সিএসকের বিরুদ্ধে খেলার আগে পাঁচ দিনের ব্রেক পাবে কেকেআর।

১০ মে: (হোম) আরসিবির বিরুদ্ধে খেলতে হবে মাত্র ২ দিনের ব্যবধানে।

১৫ মে: (হোম) ঘরের মাঠে গ্রুপ পর্বের অভিযান কেকেআর শেষ করবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।

Read the full article in ENGLISH

IPL Chennai Super Kings Mumbai Indians
Advertisment