IPL, 2008-2025: আইপিএলের উদ্বোধনী ম্যাচ, কোথায় হয়েছে খেলা, জিতেছে কারা, দেখে নিন বিস্তারিত

Explore the complete list of IPL season opener matches from 2008 to 2025, including match details, venues, and winning teams: আইপিএলের উদ্বোধনী ম্যাচগুলির সম্পূর্ণ তালিকা, ম্যাচের বিবরণ, ভেন্যু এবং বিজয়ী দলগুলির তথ্য।

Explore the complete list of IPL season opener matches from 2008 to 2025, including match details, venues, and winning teams: আইপিএলের উদ্বোধনী ম্যাচগুলির সম্পূর্ণ তালিকা, ম্যাচের বিবরণ, ভেন্যু এবং বিজয়ী দলগুলির তথ্য।

author-image
IE Bangla Sports Desk
New Update
KKR-Eden: ইডেনে কেকেআর টিম

KKR-Eden: ইডেনে কেকেআর টিম। (ছবি- আইপিএল)

IPL Season Openers: Matches, Venues, and Winners from 2008 to 2025: আইপিএল মরশুমের উদ্বোধনী ম্যাচগুলি সবসময়ই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করে। ২০০৮ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রতিটি উদ্বোধনী ম্যাচের তথ্য নিচে দেওয়া হল:

Advertisment
বছরদল ১দল ২ভেন্যুফলাফল
২০০৮রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকলকাতা নাইট রাইডার্সএম চিন্নাস্বামী স্টেডিয়াম, ব্যাঙ্গালোরকেকেআর ১৪০ রানে জয়ী
২০০৯চেন্নাই সুপার কিংসমুম্বাই ইন্ডিয়ান্সনিউল্যান্ডস, কেপ টাউনএমআই ১৯ রানে জয়ী
২০১০ডেকান চার্জার্সকলকাতা নাইট রাইডার্সডিওয়াই পাটিল স্টেডিয়াম, মুম্বাইকেকেআর ১১ রানে জয়ী
২০১১চেন্নাই সুপার কিংসকলকাতা নাইট রাইডার্সএমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাইসিএসকে ২ রানে জয়ী
২০১২চেন্নাই সুপার কিংসমুম্বাই ইন্ডিয়ান্সএমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাইএমআই ৮ উইকেটে জয়ী
২০১৩কলকাতা নাইট রাইডার্সদিল্লি ডেয়ারডেভিলসইডেন গার্ডেন্স, কলকাতাকেকেআর ৬ উইকেটে জয়ী
২০১৪মুম্বাই ইন্ডিয়ান্সকলকাতা নাইট রাইডার্সশেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবিকেকেআর ৪১ রানে জয়ী
২০১৫কলকাতা নাইট রাইডার্সমুম্বাই ইন্ডিয়ান্সইডেন গার্ডেন্স, কলকাতাকেকেআর ৭ উইকেটে জয়ী
২০১৬মুম্বাই ইন্ডিয়ান্সরাইজিং পুনে সুপারজায়ান্টসওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাইআরপিএস ৯ উইকেটে জয়ী
২০১৭সানরাইজার্স হায়দ্রাবাদরয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোররাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, হায়দ্রাবাদএসআরএইচ ৩৫ রানে জয়ী
২০১৮মুম্বাই ইন্ডিয়ান্সচেন্নাই সুপার কিংসওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাইসিএসকে ১ উইকেটে জয়ী
২০১৯চেন্নাই সুপার কিংসরয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরএমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাইসিএসকে ৭ উইকেটে জয়ী
২০২০মুম্বাই ইন্ডিয়ান্সচেন্নাই সুপার কিংসশেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবিসিএসকে ৫ উইকেটে জয়ী
২০২১মুম্বাই ইন্ডিয়ান্সরয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরএমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাইআরসিবি ২ উইকেটে জয়ী
২০২২চেন্নাই সুপার কিংসকলকাতা নাইট রাইডার্সওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাইকেকেআর ৬ উইকেটে জয়ী
২০২৩গুজরাট টাইটান্সচেন্নাই সুপার কিংসনরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদজিটি ৫ উইকেটে জয়ী
২০২৪চেন্নাই সুপার কিংসরয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরএমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাইসিএসকে ৬ উইকেটে জয়ী
২০২৫কলকাতা নাইট রাইডার্সরয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরইডেন গার্ডেন্স, কলকাতা-

আরও পড়ুন- ফ্যান পার্ক ২০২৫: ৫০টি শহরে ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দিতে মরিয়া বিসিসিআই!

Advertisment

এই তালিকা থেকে দেখা যাচ্ছে যে, কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল উদ্বোধনী ম্যাচে একাধিকবার মুখোমুখি হয়েছে। বিশেষ করে, ২০০৮ সালে উদ্বোধনী ম্যাচে কেকেআরের ব্রেন্ডন ম্যাককালামের অপরাজিত ১৫৮ রানের ইনিংসটি আজও স্মরণীয়।  

cricket IPL Cricket News Indian Premier League (IPL) Match