New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/22/8yuPT6WcrJUgxcxoiK9v.jpg)
KKR-Eden: ইডেনে কেকেআর টিম। (ছবি- আইপিএল)
IPL Season Openers: Matches, Venues, and Winners from 2008 to 2025: আইপিএল মরশুমের উদ্বোধনী ম্যাচগুলি সবসময়ই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করে। ২০০৮ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রতিটি উদ্বোধনী ম্যাচের তথ্য নিচে দেওয়া হল:
Advertisment
বছর | দল ১ | দল ২ | ভেন্যু | ফলাফল |
---|---|---|---|---|
২০০৮ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | কলকাতা নাইট রাইডার্স | এম চিন্নাস্বামী স্টেডিয়াম, ব্যাঙ্গালোর | কেকেআর ১৪০ রানে জয়ী |
২০০৯ | চেন্নাই সুপার কিংস | মুম্বাই ইন্ডিয়ান্স | নিউল্যান্ডস, কেপ টাউন | এমআই ১৯ রানে জয়ী |
২০১০ | ডেকান চার্জার্স | কলকাতা নাইট রাইডার্স | ডিওয়াই পাটিল স্টেডিয়াম, মুম্বাই | কেকেআর ১১ রানে জয়ী |
২০১১ | চেন্নাই সুপার কিংস | কলকাতা নাইট রাইডার্স | এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই | সিএসকে ২ রানে জয়ী |
২০১২ | চেন্নাই সুপার কিংস | মুম্বাই ইন্ডিয়ান্স | এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই | এমআই ৮ উইকেটে জয়ী |
২০১৩ | কলকাতা নাইট রাইডার্স | দিল্লি ডেয়ারডেভিলস | ইডেন গার্ডেন্স, কলকাতা | কেকেআর ৬ উইকেটে জয়ী |
২০১৪ | মুম্বাই ইন্ডিয়ান্স | কলকাতা নাইট রাইডার্স | শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবি | কেকেআর ৪১ রানে জয়ী |
২০১৫ | কলকাতা নাইট রাইডার্স | মুম্বাই ইন্ডিয়ান্স | ইডেন গার্ডেন্স, কলকাতা | কেকেআর ৭ উইকেটে জয়ী |
২০১৬ | মুম্বাই ইন্ডিয়ান্স | রাইজিং পুনে সুপারজায়ান্টস | ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই | আরপিএস ৯ উইকেটে জয়ী |
২০১৭ | সানরাইজার্স হায়দ্রাবাদ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, হায়দ্রাবাদ | এসআরএইচ ৩৫ রানে জয়ী |
২০১৮ | মুম্বাই ইন্ডিয়ান্স | চেন্নাই সুপার কিংস | ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই | সিএসকে ১ উইকেটে জয়ী |
২০১৯ | চেন্নাই সুপার কিংস | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই | সিএসকে ৭ উইকেটে জয়ী |
২০২০ | মুম্বাই ইন্ডিয়ান্স | চেন্নাই সুপার কিংস | শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবি | সিএসকে ৫ উইকেটে জয়ী |
২০২১ | মুম্বাই ইন্ডিয়ান্স | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই | আরসিবি ২ উইকেটে জয়ী |
২০২২ | চেন্নাই সুপার কিংস | কলকাতা নাইট রাইডার্স | ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই | কেকেআর ৬ উইকেটে জয়ী |
২০২৩ | গুজরাট টাইটান্স | চেন্নাই সুপার কিংস | নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ | জিটি ৫ উইকেটে জয়ী |
২০২৪ | চেন্নাই সুপার কিংস | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই | সিএসকে ৬ উইকেটে জয়ী |
২০২৫ | কলকাতা নাইট রাইডার্স | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ইডেন গার্ডেন্স, কলকাতা | - |
আরও পড়ুন- ফ্যান পার্ক ২০২৫: ৫০টি শহরে ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দিতে মরিয়া বিসিসিআই!
Advertisment
এই তালিকা থেকে দেখা যাচ্ছে যে, কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল উদ্বোধনী ম্যাচে একাধিকবার মুখোমুখি হয়েছে। বিশেষ করে, ২০০৮ সালে উদ্বোধনী ম্যাচে কেকেআরের ব্রেন্ডন ম্যাককালামের অপরাজিত ১৫৮ রানের ইনিংসটি আজও স্মরণীয়।