TATA IPL Fan Parks 2025: Expanding the Cricket Festival to 50 Cities Across India: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League (IPL) ২০২৫-এ ক্রিকেট ভক্তদের জন্য দারুণ খবর! বিসিসিআই (BCCI) ঘোষণা করেছে যে, এই বছর TATA IPL ফ্যান পার্ক ৫০টি শহরে আয়োজন করা হবে, যা ২৩টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে হবে।
২০২৫ সালের IPL ফ্যান পার্ক – কী থাকছে নতুন?
শুরু: ২২ মার্চ ২০২৫
শেষ: ২৫ মে ২০২৫
লোকেশন: উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম – ভারতজুড়ে ৫০টি শহর
Cricket News: এই বছর প্রথমবারের মতো ফ্যান পার্ক আয়োজন করা হবে কাকিনাডা (অন্ধ্রপ্রদেশ), দিমাপুর (নাগাল্যান্ড), কারাইকাল (পুদুচেরি), মানভূম ও পুরুলিয়া (পশ্চিমবঙ্গ), রোহতক (হরিয়ানা) এবং তিনসুকিয়া (অসম)-তে।
কী থাকছে TATA IPL ফ্যান পার্কে?
লাইভ ম্যাচ স্ক্রিনিং
সাংস্কৃতিক ও সঙ্গীত বিনোদন
ফুড কোর্ট ও কিডস প্লে জোন
ব্যাটিং ও বোলিং জোন
ফেস পেইন্টিং, চিয়ার-ও-মিটার, ৩৬০ ডিগ্রি ফটো বুথ
বিসিসিআই-এর প্রতিক্রিয়া
IPL চেয়ারম্যান অরুণ সিং ধুমাল বলেছেন: 'IPL ফ্যান পার্ক আয়োজনের মূল লক্ষ্যই হল, ভারতের প্রতিটি শহরে ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দেওয়া। স্টেডিয়ামের উন্মাদনা এখন সরাসরি ভক্তদের কাছে পৌঁছে যাবে।'
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন: '২০১৫ সালে এই উদ্যোগ শুরু হওয়ার পর থেকে এটি লক্ষ লক্ষ ভক্তের কাছে IPL-এর আনন্দ পৌঁছে দিয়েছে। এবার আরও বড় পরিসরে এই ফ্যান পার্কের আয়োজন করা হচ্ছে, যাতে দেশের প্রত্যেক কোণে ক্রিকেটের উন্মাদনা ছড়িয়ে দেওয়া যায়।'
প্রথম সপ্তাহের ফ্যান পার্ক শহর:
রোহতক (হরিয়ানা)
বিকানের (রাজস্থান)
গ্যাংটক (সিকিম)
কোচি (কেরালা)
কোয়েম্বাটুর (তামিলনাড়ু)
এরপর ধীরে ধীরে অন্যান্য শহরেও ফ্যান পার্কের আয়োজন দেখা যাবে। ভারতে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয়। এদেশে ক্রিকেটের সাফল্যে দেশবাসী যেমন শিশুর মত উচ্ছ্বসিত হয়ে ওঠে। তেমনই ব্যর্থতায় মুষড়ে পড়ে এক্কেবারে শিশুদের মতই। সেসব কথা মাথায় রেখেই ক্রিকেটের সঙ্গে দেশবাসীকে আরও বৃহত্তর পরিসরে যুক্ত করতে চায় ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা।
আরও পড়ুন- বাকি ৩টি! তারপরই আইপিএলে ছক্কার সেঞ্চুরি কেকেআর তারকা সুনীলের, ২ উইকেট নিলেই ছোঁবেন ২০০-র মাইলফলক
এদেশে আইপিএল চালুর পর থেকে যেভাবে স্থানীয় ক্রিকেট নিয়ে উন্মাদনা বেড়েছে, তাতে খুশি বিসিসিআই। আর, সেই কারণেই আইপিএলের সময়েই ফ্যান পার্কের আয়োজন। এই সময় দর্শক এবং ফ্যানদের ঢল নাম স্টেডিয়ামে। সেই ঢলকে আরও বেশি ক্রিকেটমুখী করতে চায় বিসিসিআই।