Advertisment

আইপিএলের উইন্ডো বাড়ছে পরের মরশুমে, প্রস্তাব শীঘ্রই

সম্প্রচারকারী সংস্থাও একগুচ্ছ পরিকল্পনা, সম্ভবনা নিয়ে হাজির হয়েছে আইপিএলের আয়োজক কমিটির কাছে। আগামী মাসে আইপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি মালিকেরদের সঙ্গে সাধারণ সভায় এই পরিকল্পনা বুঝিয়ে দেওয়া হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
IPL

আইপিএলে আসতে পারে নতুন নিয়ম (টুইটার)

আইপিএলের সময়সীমা হয়তো বাড়ছে পরের মরশুম থেকেই। পাশাপাশি দিনের খেলা কমিয়ে রাতের খেলাও বাড়ানো যায় কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। বিসিসিআই আইপিএলের আমূল পরিবর্তন সাধন করতে চাইছে। তাই আসন্ন আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে একাধিক নতুন পরিকল্পনা প্রস্তাব করতে পারে বিসিসিআই। জানা গিয়েছে এপ্রিল মাসের ১ তারিখ থেকে আইপিএল শুরু হয়ে শেষ হতে পারে মে মাসের ৩০ তারিখে। পুরো ৬০ দিনের উইন্ডোতে বাড়ানো হচ্ছে আইপিএলের পরিসর।

Advertisment

বোর্ড সূত্রে জানা গিয়েছে সম্প্রচারকারী সংস্থাও একগুচ্ছ পরিকল্পনা, সম্ভবনা নিয়ে হাজির হয়েছে আইপিএলের আয়োজক কমিটির কাছে। আগামী মাসে আইপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি মালিকেরদের সঙ্গে সাধারণ সভায় এই পরিকল্পনা বুঝিয়ে দেওয়া হতে পারে। পাশাপাশি বিসিসিআই চাইছে প্রতিটি ম্যাচ যেন সন্ধে ৭টার সময় শুরু করা সম্ভব হয়। এই বিষয়ে ফ্র্যাঞ্চাইজিদের তরফে একপ্রস্থ আলোচনা হতে পারে।

আরও পড়ুন আইপিএলের নিলাম বসছে কলকাতায়, কেনাবেচার দিন ১৯ ডিসেম্বর

গত মরশুমে লিগ ম্যাচের সময় বদলানো না হলেও প্লে অফ ম্যাচগুলির সময় বদলে ফেলা হয়েছিল। ২০১৭ সালে সুনীল গাভাসকার স্বয়ং বেশি রাতে ম্যাচ শেষ হওয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এমনও দেখা গিয়েছে কোনও ম্যাচ শেষ হতে ১.২৭-ও বেজে গিয়েছে। গাভাসকারের এই যুক্তি সমর্থন করেছিলেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল-ও।

সূত্রে জানা গিয়েছে, ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে সাধারণ আলোচনায় একটু তাড়াতাড়িই ম্যাচ শুরু করার বিষয়টি উঠে এসেছে। সমর্থকদের কথা ভেবেই ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে এমনটা জানানো হয়েছিল। অধিকাংশ ক্ষেত্রে খেলা দেখে মাঠ থেকে বাড়ি ফিরতে সমস্যায় পড়েছেন আম দর্শক। অনেক ভেন্যুতেই মাঝরাতে যাতায়াতের সুবন্দোবস্ত নেই।

আরও পড়ুন কেকেআরে না খেলতে পারা, আইপিএল কেরিয়ার নিয়ে আক্ষেপ যুবির

সূত্রের তরফে ইন্ডিয়ান এক্সপ্রস-কে জানানো হয়েছে, দিন বাদ দিয়ে রাতেই বেশিসংখ্য়ক ম্যাচ করার পক্ষপাতী বিসিসিআই। যদি এই প্রস্তাব সমর্থন করা হয়, তাহলে প্রতিটি দলকে মাত্র একটি করে ম্য়াচ দুপুরে খেলতে হবে। শুধুমাত্র ৪৫ দিনে লিগ শেষ করে দেওয়ার পরিবর্তে পুরো ৬০দিন ধরেই লিগ চালানো হতে পারে।

যদিও এই প্রস্তাবে বিসিসিআইয়ের নব নির্বাচিত সদস্যরা একমত হবেন কিনা, তা স্পষ্ট নয়। কারণ, সেক্ষেত্রে আইপিএল খেলে উঠেই দু-সপ্তাহের মধ্যে জাতীয় দলের জার্সিতে খেলতে হতে পারে কোহলিদের। এদিকে, জানা গিয়েছে, মুম্বইয়ের ঐতিহ্যমণ্ডিত ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়াকে বোর্ডের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে আসন্ন আইপিএলের উদ্বোধনের দায়িত্ব নেওয়ার জন্য।

Read the full article in ENGLISH

IPL BCCI IPL 2018
Advertisment