IPL Team Owner Sanjiv Goenka's Statement on MS Dhoni's Loyalty: মহেন্দ্র সিং ধোনির প্রতি বিরাট আস্থা লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কর্তা এক সাত বছরের পুরোনো বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। তাঁর দাবি, 'ধোনি ওই বিতর্ক নিয়ে আজ পর্যন্ত কিছু বলেননি। আর ভবিষ্যতেও বলবেন না।' এমএস ধোনি ২০১৭ আইপিএলের সেই বিতর্ককে অনন্তকাল ধরে আড়ালে রাখবেন বলেই তাঁর ধারণা।
এমএস ধোনি আইপিএলের প্রথম থেকেই চেন্নাই সুপার কিংসে খেলছেন। দুটো আইপিএল ধোনি খেলেননি। ওই দুটো আইপিএলে চেন্নাইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ হয়েছিল। কারণ, চেন্নাই কর্তা গুরুনাথ মিয়াপ্পানের বিরুদ্ধে স্পট -ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। সেই দুই বছর, ধোনি রাইজিং পুণে সুপারজায়ান্টে খেলেন। ওটা ছিল নতুন দল। প্রথম মরসুমে, ফ্র্যাঞ্চাইজিটি নীচে দিক থেকে দ্বিতীয় হয়েছিল। পরের বছর আইপিএল রানার্স হয়। কিন্তু, ২০১৭ সালে পুণে ধোনির বদলে স্টিভ স্মিথকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেয়।
স্মিথ দলকে ফাইনালে তুলেছিলেন। ততদিনে ধোনির নেতৃত্বে সিএসকে দু'বার আইপিএল চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। সেই ধোনিকে সরিয়ে স্মিথকে দায়িত্ব দেওয়া নিয়ে ভক্তরা তীব্র প্রতিবাদ জানান। সেই সময় ধোনি এবং পুণের মালিক সঞ্জীব গোয়েঙ্কার মধ্যে বন্ধ দরজার ওপারে নানা কথাবার্তা হয়েছিল। কী কথা হয়েছিল, কেউ জানে না। আজ সাত বছর পরে গোয়েঙ্কা, এখন লখনউ সুপার জায়ান্টসের মালিক। তিনি জানিয়েছেন, সেই কথাবার্তা ধোনি ফাঁস করবেন না। সেই বিশ্বাস আজও তাঁর আছে।
গোয়েঙ্কা তাঁর পডকাস্টে রণবীর এলাহাবাদিয়াকে বলেছেন, 'সেটা অনেক দিন আগের কথা। কিন্তু যাই ঘটুক না কেন, খুব স্পষ্ট কথাবার্তা হয়েছে। আজও এমএস ধোনির সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ ও উষ্ণ সম্পর্ক আছে। সিদ্ধান্ত সঠিক বা ভুল হতেই পারে। সেটা কেবল সময়ই বলতে পারে। তবে, আজকে আবারও বলব, মাহির থেকে আমি অনেক কিছু শিখেছি।'
গোয়েঙ্কা বলেছেন ধোনি কখনও সেই সব কথা নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি। গোয়েঙ্কার এই সব কথা শুনে ভক্তরা ২০১৭ সালের ধোনি এবং ২০২৪ সালের কেএল রাহুলের মধ্যে মিল খুঁজে পেয়েছেন। তবে, ধোনিকে ধরে রাখা হয়েছিল। রাহুলকে কেবল এলএসজি ধরে রাখেনি। তবে আজ অবধি গোয়েঙ্কা 'আরপিএস-এর অধিনায়ক হিসেবে স্টিভ স্মিথকে বেছে নেওয়া' এবং 'ধোনিকে সিদ্ধান্ত জানানোর' সিদ্ধান্ত ঠিক বলেই মনে করেন। সেই সময় ধোনির সঙ্গে তাঁর কথাবার্তা হয়েছিল। গোয়েঙ্কার ধারণা, সেই কথাবার্তা চিরকাল গোপনই থাকবে।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার আগেই বোর্ডের তরফে ছাঁটাই শামি! বড় আপডেটে চরম দুঃসংবাদ টিম ইন্ডিয়ার
এই প্রসঙ্গে গোয়েঙ্কা বলেছেন, 'আমি সম্প্রতি ধোনির সঙ্গে দেখা করেছি। ও আমার ছেলে শাশ্বতকে বলেছে যে ও শাশ্বতর ব্যবসায় সাহায্য করার জন্য ক্রিকেট থেকে যা শিখেছে, সেটা কাজে লাগাবে। এটা মিথ্যা নয়। আমি জানি যে আন্তরিকতা একটা আত্মবিশ্বাস দেয়। আর, সত্যি কোনওদিন গোপন থাকে না। কে গোপন কথা ফাঁস করেছে, আমি জানি না। কিন্তু, এমএস একটিও কথা বলেনি এবং বলবেও না। এটি একটি ব্যক্তিগত সম্পর্ক। যা দুই ব্যক্তির মধ্যে ছিল এবং তারা সেটা বজায় রেখেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমরা এখনও সেই সম্পর্কটা বজায় রাখি।'