Mohammed Shami's Border Gavaskar Trophy Snub: মহম্মদ শামি বর্ডার-গাভাসকার ট্রফি (বিজিটি)-তে খেলছেন না। ম্যাচ ফিটনেস প্রমাণ করা সত্ত্বেও তাঁকে নিয়ে অচলাবস্থা অব্যাহত। সৈয়দ মুশতাক আলি ট্রফি থেকে বাংলা ছিটকে গিয়েছে। শামিও বিশেষ কিছু করে দেখাতে পারেননি। তার ফলেই তাঁর অস্ট্রেলিয়া সফর নিয়ে প্রশ্ন উঠে গেল বলেই মনে করা হচ্ছে। ২০২৪ সালের সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বাংলা দল বেঙ্গালুরুতে কোয়ার্টার ফাইনালে বরোদার কাছে হেরেছে। যার ফলে, ছিটকে গেল বাংলা। গ্রুপ পর্বে অবশ্য বাংলা ভালো খেলেছে। কিন্তু, কোয়ার্টার ফাইনালে বাংলার এই হারের পাশাপাশি ম্যাচে শামির পারফরম্যান্সও ছিল হতাশাজনক। যার ফলে, তাঁর ভারতীয় দলে ফেরার রাস্তা কার্যত বন্ধ হয়ে গেল।
২০২৩ একদিনের বিশ্বকাপের পর শামির অস্ত্রোপচার হয়। তারপর তিনি একবছরেরও বেশি সময় প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে। তাঁর অনুরাগীরা জাতীয় দলে শামির প্রত্যাবর্তনের আশায় ছিলেন। আশা করা হচ্ছিল যে, চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে তিনি জাতীয় দলে ফিরতে পারেন। তারপরও শামির জাতীয় দলে প্রত্যাবর্তনের নামগন্ধ নেই। সম্প্রতি, রঞ্জি ট্রফি দিয়ে শামি প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন। রঞ্জিতে ভালো খেলেছিলেন তিনি। বরোদা ম্যাচে শামির পারফরম্যান্সের প্রতি যথারীতি অনুরাগীদের নজর ছিল। কিন্তু, তিনি হতাশ করেছেন। ৪ ওভারে ৪৩ রান দিয়েছেন। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে এই নিয়ে তৃতীয়বার শামির ইকোনমি রেট ১০ পেরিয়ে গেল। যা স্পষ্ট করে দিয়েছে, তিনি সম্ভবত এখনও তাঁর সেরা ফর্মে ফিরতে পারেননি।
তবে সামগ্রিকভাবে, শামির পারফরম্যান্স একেবারেই উড়িয়ে দেওয়ার মত না। ৯ ম্যাচে ৭.৮৫ ইকোনমি রেটে তিনি ১১ উইকেট নিয়েছেন। স্ট্রাইক রেট ১৯.৩৬। যা রীতিমতো উদ্বেগজনক। কারণ, এমনিতে শামির স্ট্রাইক রেট অনেক বেশি থাকে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় না গেলে শামিকে বিজয় হাজারে ট্রফিতে খেলতে হবে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কাছে শামি ফিটনেস টেস্ট দিয়েছেন। অ্যাকাডেমির বিশেষজ্ঞরা শামির সুস্থতা নিয়ে শতভাগ নিশ্চিত হলেই তাঁকে জাতীয় দলে ফেরানো হবে। এই পরিস্থিতিতে শামিকে বিজয় হাজারে ট্রফিতে রাখা হচ্ছে। একদিনের ম্যাচের ফরম্যাটের বিজয় হাজারে ট্রফি ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে শুরু হবে। একই সময়ে চলছে বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজও। ফলে, শামির অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগ কম।
আরও পড়ুন- অলিম্পিক আয়োজকদের সঙ্গে বিরাট বৈঠকে জয় শাহ! ক্রিকেট নিয়ে যুগান্তকারী পরিকল্পনা
এই পরিস্থিতিতে ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শামি জাতীয় দলে ফিরতে পারেন। শামি আশাবাদী, তিনি জাতীয় দলে ফিরলে ভালো কিছু করে দেখাবেন। এর মধ্যেই ১৪ ডিসেম্বর শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া, বিজিটি ট্রফির তৃতীয় ম্যাচ। গাব্বায় সেই ম্যাচে জসপ্রীত বুমরা খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কারণ, বুমরার ফিটনেস নিয়েও সন্দেহ রয়েছে।