Advertisment

IPL 2020: ফ্র্য়াঞ্চাইজিগুলো নিজেদের মধ্য়ে লোনে প্লেয়ার কেনাবেচা করতে পারবে

IPL 2020: আইপিএল মেগা নিলামের মাঝেই জেনে রাখুন খেলোয়াড় কেনাবেচার এই নিয়মের ব্য়াপারে। আসন্ন ১৩ তম সংস্করণে এক ফ্র্য়াঞ্চাইজি অপর ফ্র্য়াঞ্চাইজির কাছ থেকে লোনে প্লেয়ার সই করাতে পারে টুর্নামেন্টের মাঝপথেই।

author-image
IE Bangla Web Desk
New Update
IPL to introduce inter-team loans of capped players from 2020 season

IPL 2020: ফ্র্য়াঞ্চাইজিগুলো নিজেদের মধ্য়ে লোনে প্লেয়ার কেনাবেচা করতে পারবে

IPL 2020: আইপিএল মেগা নিলামের মাঝেই জেনে রাখুন খেলোয়াড় কেনাবেচার এই নিয়মের ব্য়াপারে। আসন্ন ১৩ তম সংস্করণে এক ফ্র্য়াঞ্চাইজি অপর ফ্র্য়াঞ্চাইজির কাছ থেকে লোনে প্লেয়ার সই করাতে পারে টুর্নামেন্টের মাঝপথেই।

Advertisment

এবারই কিন্তু প্রথমবার নয়, গত মরসুমেও ছিল এই ব্য়বস্থা। সেবার শুধুমাত্র আনক্য়াপড প্লেয়ারের ( যে প্লেয়ার কখনও সেই টুর্নামেন্টে খেলেননি) ক্ষেত্রে প্রযোজ্য় ছিল। এবার এক ধাপ এগিয়ে ফ্র্য়াঞ্চাইজিগুলি ক্য়াপড প্লেয়ারদেরও (দেশি ও বিদেশি) নিতে পারবে।

আরও পড়ুন-IPL 2020 Players Auction Live: ৩৩২ জন উঠছেন নিলামে, সবার চোখ কলকাতায়

গত আইপিএলের মাঝ পথে পাঁচ দিনের জন্য় লোনে প্লেয়ার নেওয়ার জন্য় একটা উইন্ডো খোলা হয়েছিল। টুর্নামেন্টের ২৮ তম ম্য়াচের পরেই ঘটেছিল। কোনও একটি প্লেয়ার তার নিজের ফ্র্য়াঞ্চাইজির হয়ে দুই বা তার বেশি ম্য়াচে সুযোগ পায়নি, অথচ লোনে অন্য়ত্র যাওয়ার পরেও তাকে ব্য়বহার করা হয়নি। এবার ক্য়াপড প্লেয়ারদের ক্ষেত্রেও এটা হতে পারে।

লোন ফি-র জন্য় কিন্তু একটি ফ্র্য়াঞ্চাইজিকে মজুত পার্স ব্য়ালান্সের বাইরেই খরচ করতে হয়। অর্থনৈতিক চুক্তির ব্য়াপারে প্লেয়ারকে কোনও তথ্য় দেওয়া হয় না। শুধুমাত্র আইপিএল ম্য়ানেজমেন্ট জানে যে একটি লেনদেন হয়েছে দুই ফ্র্য়াঞ্চাইজির মধ্য়ে। যদিও এখন পর্যন্ত এই মরসুমে লোন বা ট্রান্সফার উইনডোর দিনক্ষণ জানা যায়নি। তবে আইপিএল আয়োজকরা দ্রুত সে ব্য়াপারে সব ফ্র্য়াঞ্চাইজিদের জানিয়ে দেবেন বলেই খবর।

আরও পড়ুন-IPL 2020: কিংবদন্তি ক্রিকেটারের ডাকে সাড়া দিয়ে প্রীতির দলের ব্য়াটিং কোচ হলেন ওয়াসিম জাফর

এবার নিলামে ৯৯৭ জনের নাম নথিভুক্ত করা হয়েছিল প্রথমে। তার মধ্য়ে থেকেই চূড়ান্ত তালিকায় ঠাঁই পেলেন ৩৩২ জন। এই তালিকায় ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে ২৪ জন নতুন প্লেয়ার রয়েছেন। এখন দেখার কে যায় কোন দলে!

IPL
Advertisment