IPL Turns 18: রেকর্ড-ব্রেকিং ছক্কা ও বাড়তি স্ট্রাইক রেট সাম্প্রতিক ট্রেন্ড! এবার আইপিএলেও কি ছক্কার বন্যা বইবে?

IPL’s six-hitting frenzy continues with a record 1260 sixes in 2024. As strike rates soar, what’s in store for IPL 2025? Get insights into the T20 evolution. বাড়ছে স্ট্রাইক রেট! ২০২৪ আইপিএলে রেকর্ড ১,২৬০ ছক্কার বন্যা! কী হতে যাচ্ছে, ২০২৫ আইপিএলে?

IPL’s six-hitting frenzy continues with a record 1260 sixes in 2024. As strike rates soar, what’s in store for IPL 2025? Get insights into the T20 evolution. বাড়ছে স্ট্রাইক রেট! ২০২৪ আইপিএলে রেকর্ড ১,২৬০ ছক্কার বন্যা! কী হতে যাচ্ছে, ২০২৫ আইপিএলে?

author-image
IE Bangla Sports Desk
New Update
RCB: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

RCB: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। (ছবি- আরসিবি)

IPL 2025: Six-Hitting Bonanza and T20 Evolution– What’s Next? টি-২০ ক্রিকেটের বিবর্তনে আইপিএল অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০২৪ মরশুমে রেকর্ড ১,২৬০টি ছক্কা মেরেছেন ব্যাটসম্যানরা। অর্থাৎ, গড়ে প্রতি ১৩ বলে একটি ছক্কা। ১০ দলের ফরম্যাট চালু হওয়ার পর থেকেই ব্যাটিং স্ট্রাইক রেট উর্ধ্বগামী। ২০২২ সালে সেই রেল ছিল ১৩৩.৯৪। সেখান থেকে বেড়ে ২০২৪ সালে তা হয়েছে ১৫০.৫৮।

Advertisment

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ কিংবা দক্ষিণ আফ্রিকার এসএ২০-এর মত অন্যান্য টি-২০ লিগগুলোর তুলনায় আইপিএল, ব্যাটিংয়ে এক নতুন মাত্রা যোগ করেছে। বিশেষত, দিল্লি থেকে বেঙ্গালুরু পর্যন্ত ফ্ল্যাট পিচগুলোর কারণে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস বেড়েছে এবং বড় স্কোর করাটা সাধারণ ব্যাপার হয়ে গেছে।  

২০২৪ সালে রানার্স-আপ সানরাইজার্স হায়দরাবাদ একাই ১৭৮টি ছক্কা মেরে এক নতুন ব্যাটিং বিপ্লবের সূচনা করেছে। ২০০৮ সালে যেখানে প্রতি ২১ বলে একবার ছক্কা দেখা যেত, সেখানে এখন প্রতি ১৩ বলে একবার গ্যালারিতে বল উড়ে যাচ্ছে! ২৫০ রানের গণ্ডি ২০২৪ সালে আটবার অতিক্রান্ত হয়েছে, যা আগের ১৬ বছরে মোটে দুইবার হয়েছিল মাত্র। 

Advertisment

ব্যাটসম্যানদের জন্য এটি যেমন আনন্দের, তেমনি চাপেরও। দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যান ট্রিস্টান স্টাবস বলেন, 'স্কোরবোর্ডের চাপ সত্যিই বড় ব্যাপার। ২৫০ রান তাড়া করাও কঠিন এবং সেটি করতে শিখতে হয়।' দক্ষিণ আফ্রিকার ‘স্পাইসি’ উইকেটের সঙ্গে তুলনা করে তিনি বলেন, 'আইপিএলে উইকেট অনেক শক্ত, তাই ব্যাটসম্যান লেগে থাকতে পারেন।'

পরিসংখ্যানে দেখা গিয়েছে, প্রতি মরশুমে ছক্কা মারা দলগুলোই প্লে-অফ ও ফাইনালে জায়গা করে নিচ্ছে। ২০০৮ বাদে প্রতিটি আইপিএল ফাইনালে অন্তত একটি সবচেয়ে বেশি ছক্কা মারা দলই খেলেছে এবং ২০০৯ থেকে ২০২১ সালের মধ্যে আটবার চ্যাম্পিয়নও হয়েছে এমনই কোনও দল। সুতরাং, ২০২৫ সালে আইপিএলের ব্যাটিং আরও বিস্ফোরক হবে, এবং টি-২০ ক্রিকেটের নতুন সংজ্ঞা নির্ধারণ করবে। এখন প্রশ্ন হল, বড় ছক্কার এই মেলা কী আরও রোমাঞ্চকর হতে চলেছে? সেটা দেখার অপেক্ষা শুধু সময়ের!

আরও পড়ুন- আরসিবির নেতৃত্বে সত্যিই কি কোহলিই ফিরতে চাননি?– চাঞ্চল্যকর মন্তব্য সতীর্থ জিতেশ শর্মার

এই ব্যাপারে ক্রিকেট কর্তাদের একাংশের মত হল, দর্শকরা ব্যাটারদের ছক্কা হাঁকানো দেখতেই মাঠে আসেন। আর, পাশাপাশি, বোলারদের আউট করার ক্ষমতা, দুর্দান্ত ফিল্ডিং এসব দেখতে তাঁরা বেশি পছন্দ করেন। তাই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই আইপিএলকে সাজানো দরকার। এতে আন্তর্জাতিক ক্রিকেটের যাতে কোনও নিয়ম লঙ্ঘন না হয়, সেটা দেখাও জরুরি বলেই ক্রিকেট কর্তাদের অন্য একদল মনে করেন।

cricket Sports News Cricket News Indian Premier League (IPL) IPL