IPL vs PSL: পাকিস্তানের মুখে চুনকালি! PSL চলাকালীন স্টেডিয়ামে বসে মোবাইলে IPL দেখছেন ফ্যান, ভিডিও ভাইরাল হতেই হইচই

PSL fan watches IPL: পাকিস্তান সুপার লিগ (PSL) যতই আইপিএলকে (IPL) টেক্কা দেওয়ার দাবি করুক, বাস্তবে সেই চিত্রটা ভিন্ন। সম্প্রতি একটি PSL ম্যাচ চলাকালীন, এক দর্শককে স্টেডিয়ামের গ্যালারিতে বসে মোবাইলে IPL ম্যাচ উপভোগ করতে দেখা যায়, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

PSL fan watches IPL: পাকিস্তান সুপার লিগ (PSL) যতই আইপিএলকে (IPL) টেক্কা দেওয়ার দাবি করুক, বাস্তবে সেই চিত্রটা ভিন্ন। সম্প্রতি একটি PSL ম্যাচ চলাকালীন, এক দর্শককে স্টেডিয়ামের গ্যালারিতে বসে মোবাইলে IPL ম্যাচ উপভোগ করতে দেখা যায়, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
PSL fan watches IPL: পাকিস্তানের মাঠে বসে আইপিএল দেখছেন দর্শক

PSL fan watches IPL: পাকিস্তানের মাঠে বসে আইপিএল দেখছেন দর্শক

PSL vs IPL comparison: পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) BCCI-এর মতো T20 লিগ চালু করলেও IPL-কে টেক্কা দিতে পারেনি। পাকিস্তান, যারা ধারাবাহিকভাবে আইপিএলকে টেক্কা দেওয়ার দাবি করে আসছে, আবার তার নিজের দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে খোরাক হচ্ছে। এক যুবককে পাকিস্তান সুপার লিগের ম্যাচের সময় স্টেডিয়ামের স্ট্যান্ডে বসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ দেখতে দেখা গেছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে।

Advertisment

ওই দর্শককে মোবাইলে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দেখতে দেখা গেছে। মজার বিষয়, তিনি পাকিস্তান সুপার লিগের ম্যাচ দেখতে স্টেডিয়ামের গ্যালারিতে বসেছিলেন, যখন খেলা চলছিল, তখন তিনি মোবাইলে আইপিএল উপভোগ করছিলেন। কয়েক দিন আগেই পাকিস্তানের পেসার হাসান আলি বলেছিলেন যে, যদি পাকিস্তান সুপার লিগে ক্রিকেটের মান উন্নত হয়, তাহলে PSL-এ দর্শক সংখ্যা বাড়বে এবং দর্শকরা আইপিএল ছেড়ে পিএসএল দেখতে শুরু করবেন।

আরও পড়ুন PSL-এ তুমুল অশান্তি, বাবরের ভয়ঙ্কর কাণ্ড এল সামনে, এই জন্যই তাড়িয়ে দেন মালিক

Advertisment

হাসান টুর্নামেন্টের সিজন ওপেনের আগে বলেছিলেন, "ফ্যানরা সেই টুর্নামেন্ট দেখে যেখানে ভাল ক্রিকেট এবং বিনোদন থাকে। যদি আমরা PSL-এ ভাল খেলি, তাহলে দর্শকরা আইপিএল ছেড়ে আমাদের দেখতে আসবেন।"

আরও পড়ুন IPL-কে বিরাট সার্টিফিকেট দিলেন PSL তারকা! জবাব শুনে লজ্জায় মুখ ঢাকল পাক সাংবাদিকের

২০২৫ সালে পাকিস্তান সুপার লিগে এখন পর্যন্ত ৯টি ম্যাচ হয়েছে, যেখানে মোট ৬টি দল তিনটি করে ম্যাচ খেলেছে। সম্প্রতি ইংল্যান্ডের ব্যাটসম্যান স্যাম বিলিংস আইপিএলকে বিশ্বের একনম্বর T20 টুর্নামেন্ট বলে অভিহিত করেছেন এবং একে পিএসএল-সহ অন্যান্য সমস্ত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের উপরে রেখেছেন।

বিলিংস একটি প্রেস কনফারেন্সের সময় বলেন, "আপনারা আমাকে অযৌক্তিক কিছু বলতে চান। আইপিএলকে বিশ্বের একনম্বর টুর্নামেন্ট হিসাবে দেখা কঠিন নয়; এটা স্পষ্ট যে বাকি সব টুর্নামেন্ট এর পিছনে রয়েছে। ইংল্যান্ডে (টি২০ ব্লাস্ট এবং দ্য হান্ড্রেড), আমরা পিএসএলের মতো দ্বিতীয় সেরা টুর্নামেন্ট হিসাবে কাজ করার চেষ্টা করছি।"

আরও পড়ুন গজব বেইজ্জতি PSL-এ! সেঞ্চুরির পুরস্কার হেয়ার ড্রায়ার? ছিঃ ছিঃ করছে নেটপাড়া

Pakistan Cricket Board (PCB) IPL 2025 PSL