Advertisment

CSK Playing 11: বেঁচে গেল KKR, মুস্তাফিজ নেই ধোনির দলে! রাসেলদের থামাতে এভাবেই 'অস্ত্র জড়ো' করছে চেন্নাই

IPL 2024, csk vs kkr Playing 11 Prediction mustafizur rahman unavailability: সিএসকের হয়ে হায়দরাবাদ ম্যাচে অনুপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান এবং মাথিসা পাথিরানা। মুস্তাফিজুর আসন্ন টি২০ ওয়ার্ল্ড কাপে জাতীয় দলের হয়ে অংশগ্রহণের জন্য ভিসার আবেদন করতে ঢাকায় ফিরে গিয়েছিলেন। অন্যদিকে, পাথিরানা আবার হালকা চোটের কারণে নামতে পারেননি। দুজনের অনুপস্থিতিতে হারের পর কোচ স্টিফেন ফ্লেমিংয়ের গলাতেও আক্ষেপের সুর শোনা গিয়েছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
chennai super kings Playing 11 Prediction, mustafizur rahman

csk Playing 11: কেকেআরের বিপক্ষেও খেলবেন না মুস্তাফিজুর রহমান (টুইটার এবং আইপিএল)

IPL 2024 Match 10, chennai super kings vs Kolkata Knight Riders Playing XI: সোমবার চেন্নাইয়ে সিএসকের মুখোমুখি হচ্ছে কেকেআর। টানা দু-ম্যাচ হেরে চেন্নাই কিছুটা ব্যাকফুটে। নাইটদের বিপক্ষেই জয়ের সরণিতে ফিরতে চায় কেকেআর। সেই জন্য টপ অর্ডারের ছন্দে ফেরার অপেক্ষায় ধোনিরা। জোড়া ম্যাচের হার সিএসকে শিবির এখনও প্যানিক বাটন প্রেস করেনি। তবে কেকেআরের বিপক্ষে হার কিন্তু দলকে ফের দুশ্চিন্তার সরণিতে ঠেলে দেবে।

Advertisment

টপ অর্ডারে সিএসকে চাইবে ক্যাপ্টেন রুতুরাজ যেন নিজের স্বাভাবিক খেলা খেলতে পারেন। সেই সঙ্গে শেষ দুই ম্যাচে রানের দেখা না পাওয়া রচিন রবীন্দ্র যেন বিশ্বকাপের ফর্ম বের করে আনতে পারেন। বর্তমানে সিএসকের সর্বোচ্চ রান সংগ্রাহক শিবম দুবে। ১৬০ প্লাস স্ট্রাইক রেটে যিনি ইতিমধ্যেই ১৪৮ করে ফেলেছেন। যাঁকে এখনই টি২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় জায়গা দেওয়ার জন্য জোরালো সওয়াল উঠে গিয়েছে।

তরুণ সমীর রিজভিকে প্রথম এগারোর ফেরানো হয় কিনা, সেটাও দেখার। নিলামে বড় দাম পাওয়া সমীর নজর কেড়েছিলেন গুজরাটের বিপক্ষে ৬ বলে ১৪ রানের ক্যামিওয়। তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শূন্য করার পরে হায়দরাবাদ ম্যাচে বাইরে পাঠানো হয় সমীরকে। নাইটদের বিপক্ষে তাঁকে প্ৰথম এগারোর ফেরানো হয় কিনা, সেটা দেখার।

আরও পড়ুন: KKR-এর প্রথম ১১-য় বাদ এই তারকা! ধোনিদের হারাতে ইমপ্যাক্ট হিসাবে চমকে দেওয়া প্ল্যানিং নাইটদের, জানুন একাদশ

সিএসকের বোলিং বিভাগ-ও দুই ম্যাচে ব্যর্থ। মুস্তাফিজুর এবং পাথিরানা শেষ ম্যাচে খেলতে পারেননি ভিন্ন ভিন্ন কারণে। এতেই চেন্নাইয়ের আক্রমণ বেআব্রু হয়ে গিয়েছে। দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুকেশ চৌধুরিদের ওপর যেন পেস বিভাগ সামলানোর বাড়তি দায়িত্ব থাকবে, তেমন স্পিন সামলানোর দায়িত্ব বর্তাবে মঈন আলি, রবীন্দ্র জাদেজা, মহেশ থিকসানার ওপর।

কেকেআর ম্যাচে যেখানে বদল হবে সিএসকে একাদশ:
সিএসকের হয়ে হায়দরাবাদ ম্যাচে অনুপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান এবং মাথিসা পাথিরানা। মুস্তাফিজুর আসন্ন টি২০ ওয়ার্ল্ড কাপে জাতীয় দলের হয়ে অংশগ্রহণের জন্য ভিসার আবেদন করতে ঢাকায় ফিরে গিয়েছিলেন। অন্যদিকে, পাথিরানা আবার হালকা চোটের কারণে নামতে পারেননি। দুজনের অনুপস্থিতিতে হারের পর কোচ স্টিফেন ফ্লেমিংয়ের গলাতেও আক্ষেপের সুর শোনা গিয়েছিল।

কেকেআর ম্যাচেও দুজনকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। একাধিক বাংলাদেশি প্রচারমাধ্যমে বলা হয়েছে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে পাসপোর্ট নিয়ে চেন্নাইয়ে রওনা দিতে মুস্তাফিজুরের সোমবার লেগে যাবে যেহেতু রবিবার অভিবাসন সংক্রান্ত কাজকর্ম বন্ধ থাকে। আবার কিছু সংবাদমাধ্যমের দাবি রবিবারই রওনা দেবেন তিনি। দলে যোগ দিয়েই সোমবার সিএসকে জার্সিতে নেমে পড়ার সম্ভবনা বেশ কঠিন। পাথিরানা পাওয়ার সম্ভাব্যতা নিয়েও কোনও আপডেট দেওয়া হয়নি সিএসকের তরফে।

দুই বিদেশির জায়গায় শেষ ম্যাচে সিএসকে জায়গা দিয়েছিল মঈন আলি এবং থিকসানাকে। দুজনকে না পাওয়া গেলে মঈন আলি-থিকসানা রেখেই দল সাজাতে হবে চেন্নাইকে। মুকেশ চৌধুরি ভরসা জোগাতে পারেননি আগের ম্যাচে। ইমপ্যাক্ট তারকা হিসাবে নেমে ১ ওভারেই ২৭ রান খরচ করে বসেন।

কেকেআরের বিপক্ষে সিএসকের সম্ভাব্য প্রথম একাদশ:
রুতুরাজ গায়কোয়াড, রচিন রবীন্দ্র, অজিঙ্কা রাহানে, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, ড্যারেল মিচেল, এমএস ধোনি, মঈন আলি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মহেশ থিকসানা

ইমপ্যাক্ট প্লেয়ার: মুকেশ চৌধুরি

Chennai Super Kings CSK KKR Kolkata Knight Riders IPL Bangladesh Cricket Bangladesh Cricket Team IPL 2024
Advertisment