Advertisment

KKR vs MI: ১৫০ কিমির কাশ্মীরি পেসারকে নামিয়ে দিল নাইটরা! মুম্বই দলেও বিরাট চমক

প্যাট কামিন্স কেকেআর দলে এবং মুম্বইয়ে সূর্যকুমার যাদবকে নিয়ে আলোচনা তুঙ্গে ছিল। এমসিএ স্টেডিয়ামে ব্লকবাস্টার ম্যাচে রোহিতরা সাম্প্রতিক ফর্মের বিচারে বেশ পিছিয়েই ছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

জোড়া অভিষেকের সাক্ষী থাকল কেকেআর বনাম মুম্বইয়ের হেভিওয়েট ম্যাচ। পুণের এমসিএ স্টেডিয়ামে কেকেআরের জার্সিতে আইপিএলে প্ৰথমবার খেলতে নামছেন কাশ্মীরি স্পিড সেনসেশন রসিক সালাম দার। নিয়মিত ঘন্টায় ১৫০ কিমি ভয়াল গতিতে যিনি ব্যাটসম্যানদের আতঙ্কে ফেলতে পারেন।

Advertisment

সবমিলিয়ে জোড়া বদল ঘটল নাইটদের একাদশে। রসিক সালাম দার খেলবেন শিভম মাভির জায়গায়। প্যাট কামিন্স নামছেন টিম সাউদির পরিবর্তে।

আরও পড়ুন: ১৫০ কিমি গতিতে আগুন ছোটান কাশ্মীরি এই পেসার! মাত্র ২০ লাখে কিনে চমক KKR-এর

অন্যদিকে, মুম্বইয়ের জার্সিতে নামছেন প্রোটিয়াজ ওয়ান্ডার কিড দেওয়াল্ড ব্রেভিস। যাঁকে আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়া চেনে 'বেবি এবি' নামে। তাঁকে নেওয়া হয়েছে টিম ডেভিডের জায়গায়। এছাড়াও চোট সারিয়ে মুম্বই একাদশে বুধবার প্রত্যাবর্তন ঘটল সূর্যকুমার যাদবের।

মুম্বই ম্যাচে কেকেআর ৯ জন বোলিং অপশন নিয়ে খেলতে নামল। রাহানে এবং বিলিংস বাদে বাকি সকলেই বোলিং করতে পারেন। আইপিএলে প্ৰথম ম্যাচে খেলতে নেমে প্যাট কামিন্স জানিয়ে দিলেন, "১০ দিন আগে জাতীয় দলের হয়ে শেষ টেস্ট ম্যাচে খেলেছি। নিজের দায়িত্ব পালন করতে পেরে আমি খুশি। আইপিএলে আশা করি অবদান রাখতে পারব। কেকেআরের স্কোয়াড যথেষ্ট শক্তিশালী। শ্রেয়স দারুণভাবে দলকে পরিচালনা করতে পারে। নিজের সাধ্যমত দলকে সাহায্য করতে আমি প্রস্তুত।"

কেকেআর প্ৰথম একাদশ:
অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, রসিক সালাম দার

মুম্বই ইন্ডিয়ান্স প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কায়রণ পোলার্ড, দেওয়াল্ড ব্রেভিস, ড্যানিয়েল স্যামস, মুরুগান অশ্বিন, টাইমাল মিলস, বাসিল থাম্পি, জসপ্রীত বুমরা

IPL KKR Mumbai Indians Kolkata Knight Riders
Advertisment