গত সপ্তাহে কার্যত বিস্ফোরণ ঘটিয়েছেন শ্রেয়স আইয়ার। দল নির্বাচনে সিইও-র ভূমিকার কথা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছিলেন তারকা ব্যাটসম্যান। তারপর ক্রিকেট মহলে ঝড় বয়ে যায়।
বর্তমানে কেকেআরের প্লে অফের ওঠার সম্ভবনা কার্যত ক্ষীণ। সরু সুতোর ওপর ঝুলছে কেকেআরের ভাগ্য। ১৩ ম্যাচে কেকেআর আপাতত ১২ পয়েন্টে। বাকি মাত্র একটা ম্যাচ। ছয়টা জয় এবং সাতটা হার সমেত লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে নাইট রাইডার্স।
কেকেআর শিবিরের এমন মহা-টেনশনের আবহেই পাকিস্তানের প্রাক্তন তারকা সালমান বাট একহাত নিয়েছেন কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাককালামকে। তাঁর কোচিংয়ের ধরনকেও 'নির্বোধ' বলে দিয়েছেন তিনি। সম্মানের সঙ্গেই যে ক্যাপ্টেন আইয়ারকে দল পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত তা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: দিল্লির জয়ে প্রায় বিদায় RCB-র! নাইটদের সামনে হঠাৎই মস্ত সুযোগ, জানুন অঙ্ক
"ম্যাককালামের বেশ কিছু সমস্যা রয়েছে। পিচের কন্ডিশন কেমন, কোন ভেন্যুতে কত রান করা যেতে পারে, কোনও বিশেষ প্রতিপক্ষের বিরুদ্ধে টিম কম্বিনেশন কেমন হবে- সবকিছুই উনি একমুখী দৃষ্টিতে দেখেন। ওঁর একটাই বক্তব্য- খোলামনে খেল, দ্রুত রান তোলো। নির্ভীক ক্রিকেটের নামে ও অনেকসময় নির্বোধ ক্রিকেট খেলে।"
"দলকে মাঝেমাঝে স্বাধীনতা দিতে হবে। কাউকে ক্যাপ্টেন করা হলে, সে ভুল করতেই পারে। ক্যাপ্টেন স্রেফ তোমার পিওন নয়। যে কেবলমাত্র তোমার সমস্ত আদেশ মেনে চলবে।" বলেছেন ম্যাককালাম।
কেকেআর কোচের প্রতি নিজের সমালোচনার যথার্থতা বোঝানোর জন্য সালমান বাট পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্ডার্স দলের উদাহরণ টেনেছেন, "লাহোর কালান্ডার্স দলে এরকম অবস্থা ছিল। ম্যাককালামের নির্ভীক ক্রিকেটের অর্থ বোধবুদ্ধি হারিয়ে ফেলে স্রেফ ব্যাট হাতে চোখ-কান বুজে হাঁকিয়ে যাওয়া। ১৫ ওভার বাকি থাকতেও যদি দল ৭ উইকেট হারিয়ে ফেলে, ও এরকম আগ্রাসী ক্রিকেট খেলতে বলবে।"
আরও পড়ুন: বল যেন বারুদ! জাতীয় দলে এই তারকাকেই চাইছেন সৌরভ, করলেন জোরালো সওয়াল
"লাহোর ওঁকে অনেক সুযোগ দিয়েছিল। তবে ওঁর স্ট্র্যাটেজি কাজে আসেনি। ভালো পিচে এক ট্যাকটিক্স চলতে পারে। তবে সমস্ত কন্ডিশনে এই।ক্রিকেট চলবে না। কোচ হিসেবে সমস্ত কন্ডিশনে খেলার উপযোগী রণকৌশল তৈরি করতে হবে।"
২০২২ আইপিএলের পরেই কেকেআর কোচের দায়িত্ব ছাড়ছেন ম্যাককালাম। সম্প্রতি তিনি ইংল্যান্ডের টেস্ট দলের কোচ কোচ হয়েছেন। অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে নতুন পার্টনারশিপ শুরু করবেন ব্ল্যাক ক্যাপ তারকা।