Advertisment

ভাগ্য ফেরাবে অর্জুনই! বিধ্বস্ত মুম্বইয়ে শচীন-পুত্রকে খেলানোর বেনজির আর্জি আজাহারের

অর্জুন তেন্ডুলকরকে আইপিএলে সুযোগ দেওয়া নিয়ে প্রবল আলোচনা চলছে। কবে সুযোগ পাবেন কিংবদন্তি পুত্র।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএলে বেনজিরভাবে বিপর্যস্ত মুম্বই ইন্ডিয়ান্স। টানা ছয় ম্যাচে হেরে প্লে অফের দৌড় থেকে প্রায় ছিটকে গিয়েছে মুম্বই। শনিবারও মুম্বই হর হজম করল লখনৌ সুপার জায়ান্টসের কাছে।

Advertisment

লখনৌ ম্যাচের আগে মুম্বই ইঙ্গিত দিয়েছিল অর্জুন তেন্ডুলকরের অভিষেকের। তবে ম্যাচের দল ঘোষণার পর দেখা গেল অর্জুন নন, ফ্যাবিয়েন এলেনের আত্মপ্রকাশ ঘটল মুম্বইয়ের জার্সিতে। তবে তা কাজে আসেনি। ১৮ রানে হার হজম করতে হয়েছে রোহিতদের।

আরও পড়ুন: শাহরুখের পরে আইপিএলে এবার সালমান খান-ও, ধোনির সঙ্গে প্ৰথম সাক্ষাতেই মুগ্ধ তারকা

নবাগত তারকারা তো বটেই রোহিত, ঈশান কিষান, কায়রণ পোলার্ডের মত তারকারাও নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। সূর্যকুমার যাদব ব্যাট হাতে ফর্মে থাকলেও একক প্রচেষ্টায় ম্যাচ বের করা সম্ভব হচ্ছে না তাঁর পক্ষে।

অনেকেই মনে করছেন মুম্বই চলতি মরশুমে ভাগ্য বিড়ম্বিত। এই দলে ভাগ্য ফেরানোর জন্যই অর্জুন তেন্ডুলকরের অন্তর্ভুক্তি দাবি করে বসলেন এবার মহম্মদ আজাহারউদ্দিন। এছাড়াও ৮.২৫ কোটি টাকায় কেনা টিম ডেভিডকেও সেভাবে সুযোগ দেননি। এই ঘটনাও অবাক করেছে আজহারউদ্দিনকে।

ক্রিকট্র্যাকার-এ আজাহারউদ্দিন বলে দিয়েছেন, "অর্জুনের মত নতুন ক্রিকেটারদের সুযোগ দিতে পারে ওঁরা। অর্জুন তো ভালো খেলে। হয়ত মাঠে তেন্ডুলকর পদবি ওঁদের ভাগ্য ফিরিয়ে দেবে। ডেভিডকে এত বিশাল অর্থ দিয়ে কেনার পরেও বসিয়ে রাখা হচ্ছে। তাহলে তো ওঁকে স্কোয়াডে রাখাই উচিত হয়নি। যদি কোনও প্লেয়ারকে নেওয়া হয়, তাহলে বসিয়ে রাখলে তাঁর প্রতি সেটা অন্যায়।"

আরও পড়ুন: আইপিএলে ফিরছে রংচংয়ে সমাপ্তি অনুষ্ঠান, বড় ঘোষণার পথে সৌরভের BCCI

"যদি কোনও কিছুই পরিকল্পনা মাফিক না হয়, তাহলে নতুনদের সুযোগ দিয়ে দেখা হোক। নতুনদের কোনও ফ্র্যাঞ্চাইজিরই খেলার অভিজ্ঞতা নেই। ওঁরা সফল হতেই পারে।" বলে দিয়েছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

বোলিংয়ে বুমরার মাপের অন্য কোনও বোলার নেই মুম্বইয়ের স্কোয়াডে, সাফ জানিয়ে দিচ্ছেন আজাহার। নিলামে জোফ্রা আর্চারকে নিলেও চলতি মরশুমে মুম্বই পাবে না ইংরেজ পেসারকে।

আজহারউদ্দিন জানিয়েছেন, "ব্যাটিং বোঝাই স্কোয়াড তৈরি করেছে ওঁরা। তবে বোলিংয়ে প্রচুর ফাঁকফোকর রয়েছে। বুমরার ওপর অতিরিক্ত নির্ভরশীল। কোনও বোলারের ওপর এত চাপ থাকা উচিত নয়। বুমরাও মানুষ। কখনও কখনও বুমরার ওভারেও রান উঠে যাচ্ছে। ওঁকে স্রেফ প্ৰথম ওভারে ব্যবহার করা উচিত। টানা ২-৩ ওভার করালে ব্যাটসম্যানরা ওঁর বলে ধাতস্থ হয়ে পড়ছে। শেষ ২ ওভারে হয়ত ২০ রান খরচ করে ফেলছে। এটাই ম্যাচে ফ্যাক্টর হয়ে যাচ্ছে।"

Mumbai Indians Sachin Tendulkar IPL
Advertisment