Advertisment

টানা ৭ ম্যাচে হার, এখনও প্লে অফে যেতে পারে মুম্বই! কীভাবে সম্ভব, জানুন অঙ্কের হিসাব

আইপিএলের ইতিহাসে এর আগে কোনও দল শুরুর সাত ম্যাচে হারেনি। সেই লজ্জার কীর্তিই গড়ে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএলে নিজেদের ইতিহাসে নিকৃষ্টতম সূচনা করেছে মুম্বই ইন্ডিয়ান্স। মরশুম শুরুর পর থেকেই টানা সাত ম্যাচ হেরে বসেছে রোহিত শর্মার দল। এই প্ৰথমবার আইপিএলের ইতিহাসে কোনও দল টানা সাত ম্যাচ হেরে বসল।

Advertisment

২০১৪-য় এর আগে মুম্বই ইন্ডিয়ান্স টানা পাঁচ ম্যাচে হেরেও প্লে অফে উঠেছিল। তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম। সিএসকের বিরুদ্ধে বৃহস্পতিবার শেষ বলে পরাজয় মুম্বইয়ের প্লে অফে ওঠার আশায় বিরাট ধাক্কা দিয়েছে।

আরও পড়ুন: ধোনির শেষ ওভারে রুদ্ধশ্বাস ফিনিশিং, চার-ছক্কায় কীভাবে উঠল ১৭ রান! দেখুন ভিডিও

এবার প্রতিটি ম্যাচ লিগ পর্বে মোট ১৪টি ম্যাচ খেলবে। অর্থাৎ মুম্বই ইতিমধ্যেই অর্ধেক গ্রুপ পর্বের ম্যাচ খেলে ফেলেছে। এই মুহূর্তে মুম্বই সর্বোচ্চ টানা সাত ম্যাচ জিততে পারে। তাতেও কি প্লে অফের দরজা খুলবে?

publive-image

অঙ্ক বলছে, প্লে অফে ওঠার জন্য একটি দলকে নূন্যতম ১৪ পয়েন্ট সংগ্রহ করতেই হবে। তবে এই পয়েন্টই শেষ নয়। ১৬ পয়েন্টে যে কোনও দল প্লে অফের দরজায় নিশ্চিন্তে পা রাখতে পারে। তবে ১৪ পয়েন্টেও যে কোনও দল শেষ চারে পৌঁছতে পারে। সেক্ষেত্রে নেট রান রেট বাকি দলগুলোর থেকে উন্নত হতে হবে।

মুম্বইয়ের বর্তমান নেট রানরেট -০.৮৯২। এখন মুম্বই যদি বাকি সমস্ত ম্যাচই জেতে, তাহলেও বড়সড় মার্জিনে জয় হাসিল করতে হবে। যাতে নেট রান রেট উন্নত হওয়ার সুযোগ থাকে। এখনও খাতায় কলমে মুম্বইয়ের প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অঙ্কের বিচারে তা সম্ভব হলেও, বাস্তবে তা ভীষণই কঠিন।

আরও পড়ুন: ভিন্টেজ ধোনির ফিনিশিংয়ে মাথা ঝুঁকল জাদেজার, নমস্কার রায়ডুর! দেখুন মন মাতানো ভিডিও

মুম্বইয়ের বাকি ম্যাচ কবে, কোথায়:
এপ্রিল ২৪ বনাম লখনৌ সুপার জায়ান্টস, সন্ধে ৭.৩০, ওয়াংখেড়েতে

এপ্রিল ৩০ বনাম রাজস্থান রয়্যালস, সন্ধে ৭.৩০, ডিওয়াই পাতিল স্টেডিয়াম

মে ৬ বনাম গুজরাট টাইটান্স, সন্ধে ৭.৩০, ব্র্যাবোর্ন স্টেডিয়াম

মে ৯ বনাম কেকেআর, সন্ধে ৭.৩০, ডিওয়াই পাতিল স্টেডিয়াম

মে ১২ বনাম সিএসকে, সন্ধে ৭.৩০, ওয়াংখেড়ে স্টেডিয়াম

মে ১৭ বনাম সানরাইজার্স হায়দরাবাদ, সন্ধে ৭.৩০, ওয়াংখেড়ে স্টেডিয়াম

মে ২১ বনাম দিল্লি ক্যাপিটালস, সন্ধে ৭.৩০, ওয়াংখেড়ে স্টেডিয়াম

Mumbai Indians IPL
Advertisment