/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/Jos-buttler-1.jpg)
রাজস্থান রয়্যালস: ১৯৩/৮
মুম্বই ইন্ডিয়ান্স: ১৭০/৮
জস বাটলারের বিধ্বংসী ব্যাটে উড়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স। প্ৰথম ম্যাচে দিল্লির কাছে হারের পরে রোহিতের মুম্বই এবার হার হজম করল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এই নিয়ে লিগের প্ৰথম দুই ম্যাচেই হেরে বসল তারকা খচিত মুম্বই।
শনিবার মুম্বইকে হারানোর নায়ক জস বাটলার। চলতি আইপিএলের প্ৰথম শতরান করে ইংরেজ তারকা ব্যাটসম্যান ৬৮ বলে ১০০ করে দলকে ১৯৩/৮ এ পৌঁছে দিয়েছিলেন। জবাবে ব্যাট করতে নেমে মুম্বই নির্ধারিত ২০ ওভারে ১৭০/৮-এর বেশি করতে পারেনি।
আরও পড়ুন: ছক্কা পেরোল ১০১ মিটার! বাটলারের ব্যাটে এক ওভারে রেকর্ড ২৬, দেখুন বিধ্বংসী ভিডিও
২০০-র কাছাকাছি রান চেজ করতে নেমে শুরুতেই রোহিতকে হারিয়েছিল ইন্ডিয়ান্স ব্রিগেড। পাওয়ার প্লে-র মধ্যেই সাইনি আবার ফিরিয়ে দেন আনমোলপ্রীত সিংকে। ৪০/২ হয়ে যাওয়ার পরে ঈশান কিষান (৪৩ বলে ৫৪) তিলক ভার্মার (৩৩ বলে ৬১) সঙ্গে ৮১ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের গন্ধ এনে দিয়েছিলেন। তবে ঈশান কিষানকে বোল্ট আউট করার পরেই শেষ হয়ে যায় সমস্ত আশা। শেষদিকে কায়রণ পোলার্ডও ২২ বলে ২৪ করে জয়ের হদিশ দিতে পারেননি।
2 wins in a row for @rajasthanroyals as they beat Mumbai Indians by 23 runs 👏👏
Scorecard ➡️ https://t.co/VsJIgyi126#MIvRR#TATAIPLpic.twitter.com/LyxNwkv7ty— IndianPremierLeague (@IPL) April 2, 2022
তার আগে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে প্ৰথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপরেই স্বমহিমায় জস বাটলার। চলতি আইপিএলের প্ৰথম সেঞ্চুরি করে গেলেন তিনি। বুমরার বলে বোল্ড হওয়ার আগে বাটলারের ব্যাট থেকে এল ৬৮ বলে ১০০ রানের ঝকঝকে ইনিংস। হাফসেঞ্চুরি এল মাত্র ৩২ বলে।
শুরুটা অবশ্য ধীর গতিতে করেছিলেন। তবে ইনিংস যত এগোতে থাকে, ততই মারকাটারি অবতারে হাজির হন তিনি। বাসিল থাম্পিকে তুলোধোনা করে যান তিনি। এক ওভারে তোলেন ২৬ রান।তিনটে ছক্কা সহ জোড়া বাউন্ডারি হাঁকিয়ে যান একই ওভারে।
আরও পড়ুন: বড় অভিযোগে বিদ্ধ শোয়েবের পাশে দাঁড়ান সৌরভই, কেকেআরের ঘটনায় মুখ খুললেন আখতার
ম্যাচে জসপ্রীত বুমরা শুরুতেই যশস্বী জয়সোয়ালকে ফিরিয়ে দেন। তারপরে ৭ রানে দেবদূত পাড়িক্কলকে আউট করেন টাইমাল মিলস। এরপরে অধিনায়ক সঞ্জু স্যামসন নিজের দুর্ধর্ষ ফর্ম ধরে ২১ বলে ৩০ করে যান। শেষে কায়রণ পোলার্ড ফেরান তাঁকে। তৃতীয় উইকেটে বাটলার-স্যামসন জুটিতে ওঠে ৮২ রান।
স্যামসন আউট হওয়ার পরে শিমরন হেটমায়ার ১৪ বলে ৩৫ করে যান। বাটলার শেষ পর্যন্ত একাই একশো করে দলকে ১৯৩/৮-এ পৌঁছে দেন।