Advertisment

ভয়ঙ্কর দুর্ঘটনায় বদলে গিয়েছিল কেরিয়ার, KKR-এর নতুন তুর্কি আমন খানের জীবন যেন সিনেমা

২৪ ঘন্টা আগেই রসিক সালামের পরিবর্ত হিসাবে কেকেআর সই করিয়েছে মুম্বইয়ের উঠতি প্রতিভা আমন খানকে। চিনে নিন তাঁকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

শুক্রবার পিঠে চোট পেয়ে ছিটকে গিয়েছিল নাইট রাইডার্সের উঠতি তারকা রসিক সালাম দার। তাঁর পরিবর্ত হিসাবে কেকেআর সই করিয়েছে আমন খানকে।

Advertisment

কে এই আমন খান?
২৫ বছরের আমন একজন হার্ড হিটার ব্যাটসম্যান যিনি প্রয়োজনের মুহূর্তে কার্যকরী মিডিয়াম পেস বোলিংও করতে পারেন। চলতি বছরের মেগা নিলামে আমনকে কেকেআর ২০ লক্ষ টাকার বেস প্রাইসে সই করিয়েছিল।

মুম্বইয়ে বেড়ে ওঠা আমনের বাবাকে দেখে ক্রিকেটার হয়ে ওঠার ইচ্ছা জাগে, যিনি স্থানীয় পর্যায়ে ক্রিকেট খেলতেন। বয়সভিত্তিক ক্রিকেটে বহুবার শ্রেয়স আইয়ারের সঙ্গে খেলেছেন এর আগে। বন্ধু শ্রেয়স আইয়ার এখন আবার কেকেআরের দলনেতা।

আরও পড়ুন: শাহরুখের পরে আইপিএলে এবার সালমান খান-ও, ধোনির সঙ্গে প্ৰথম সাক্ষাতেই মুগ্ধ তারকা

অতীত জীবন: কেকেআর.ইন অনুযায়ী আমন খানের বাবা চেয়েছিলেন পুত্র ফাস্ট বোলার হোক। ফাস্ট বোলার হিসাবেই ক্রিকেটে হাতেখড়ি হয় খুদে আমনের। তবে কেরিয়ারের টার্নিং পয়েন্ট আসে এক পথ দুর্ঘটনায়। পায়ের উরু এবং পাতা- মারাত্মক জখম হয়েছিল দুর্ঘটনায়। সেই চোট নিয়েই স্থানীয় ক্লাব ক্রিকেটে নেমে আমন ৬০ রান করে দেন। সেই ঘটনা চমকৃত করে কোচ প্রবীণ আমরেকে। এরপরে ব্যাটিং অর্ডারে আমনকে নিয়মিতভাবে আরও ওপরে নিয়ে আসেন আমরে।

মুম্বই সিনিয়র দলে নির্বাচন: ২০২০/২১ মরশুমে বিজয় হাজারে ট্রফিতে আমন মুম্বইয়ের সিনিয়র দলে খেলার ডাক পান। সৌরাষ্ট্রের বিরুদ্ধে ব্যাট অথবা বল কোনও কিছু করারই সুযোগ পাননি তিনি। তবে সেমিফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে ১৮ বলে ২৫ করে গিয়েছিলেন তিনি। এর ঠিক তিন দিন পরে উত্তরপ্রদেশকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় মুম্বই। সেই ট্রফিজয়ী দলের সদস্য ছিলেন আমন। তবে ফাইনালে বল হাতে একদম কার্যকরী হতে পারেননি তিনি। ২ ওভারে ২২ রান খরচ করে বসেন। পরে ব্যাট করারও সুযোগ জোটেনি।

আরও পড়ুন: IPL-এ অভিষেকের মুখে ‘ভাই’ অর্জুন! ইঙ্গিত পেয়েই মুম্বই ইন্ডিয়ান্সের পোস্টে কমেন্ট দিদি সারার

২০২০/২১ মরশুমেও আমন টি২০ দলে অভিষেক ঘটান। সৈয়দ মুস্তাক আলিতে পাঁচ ম্যাচে খেলেন মুম্বইয়ের জার্সিতে। বেশিরভাগ সময়েই লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতে হয়েছিল। সবমিলিয়ে ১৪৮.১৪ স্ট্রাইক রেটে ৪০ রান করেছিলেন।

কেকেআরে শিকে ছেঁড়ার আগে একাধিক ফ্র্যাঞ্চাইজির ট্রায়ালে অংশ নিয়েছিলেন আমন। ছয় বছর দীর্ঘ সাধনার পরে অবশেষে কোনও আইপিএল স্কোয়াডের জায়গা পেলেন তিনি।

২০১৮-য় টি২০ মুম্বই লিগে হাফডজন বাউন্ডারি, ওভার বাউন্ডারির সাহায্যে আমন ৪৭ বলে ৮৫ করেছিলেন। দুরন্ত সেই ইনিংস খেলার সময় শ্রেয়স আইয়ারের সঙ্গে ১২৭ রানের পার্টনারশিপও গড়েছিলেন। কেকেআর জার্সিতে সেই কাণ্ডের পুনরাবৃত্তি দেখা যায় কিনা, সেটাই আপাতত দেখার।

KKR Kolkata Knight Riders IPL
Advertisment