/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/03/kkr.jpeg)
টসে জিতে প্ৰথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। নিজের পুরোনো দলের বিরুদ্ধে মান রক্ষার লড়াইয়ে নামছেন শ্রেয়স। এমন ম্যাচে অপরিবর্তিত প্ৰথম এগারো রেখেই দল সাজাল নাইট রাইডার্স। নীতিশ রানা এবং অজিঙ্কা রাহানের ফর্ম নিয়ে আলোচনা চললেও দুই তারকাকে রেখে দল গড়া হয়েছে।
দিল্লি একাদশে একটি বদল ঘটেছে। আনরিখ নর্জেকে বসানো হয়েছে। বদলে খেলছেন খলিল আহমেদ।
আরও পড়ুন: ধোনির ওপরেও মেজাজ হারান শাস্ত্রী! পাকিস্তান ম্যাচের পুরোনো ঘটনায় হইচই ফেললেন নিজেই
ব্র্যাবোর্ন স্টেডিয়ামে দুপুরের ম্যাচ। শিশির সেরকম ফ্যাক্টর হবে না। তা স্বত্ত্বেও কেন ফিল্ডিং? নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার জানালেন, "সারফেস বেশ শক্ত।" পন্থ জানালেন, শিশির পড়বে না, এটা ভেবেই স্বস্তি বোলারদের।
🚨 Team News 🚨@KKRiders remain unchanged. @DelhiCapitals make 1⃣ change as Khaleel Ahmed is named in the team.
Follow the match ▶️ https://t.co/4vNW3LXMWM#TATAIPL | #KKRvDC
A look at the Playing XIs 🔽 pic.twitter.com/AoIeiV4OD0— IndianPremierLeague (@IPL) April 10, 2022
কেকেআর প্ৰথম একাদশ:
অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, রসিক সালাম দার
দিল্লি ক্যাপিটালস প্ৰথম একাদশ:
পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, রভম্যান পাওয়েল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, খলিল আহমেদ