Advertisment

ছক্কা পেরোল ১০১ মিটার! বাটলারের ব্যাটে এক ওভারে রেকর্ড ২৬, দেখুন বিধ্বংসী ভিডিও

মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান ম্যাচে ব্যাটে আগুন ঝড়ালেন জস বাটলার। ছক্কায় ছক্কায় মুম্বই বোলিংকে তুলোধোনা করলেন ইংরেজ তারকা।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

নভি মুম্বইয়ে বিধ্বংসী ফর্মে জস বাটলার। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে প্ৰথম থেকেই ভিন্টেজ ফর্মে ধরা দিলেন ইংরেজ তারকা। মুম্বই অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে প্ৰথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপরেই স্বমহিমায় জস বাটলার। চলতি আইপিএলের প্ৰথম সেঞ্চুরি করে গেলেন তিনি। বুমরার বলে বোল্ড হওয়ার আগে বাটলারের ব্যাট থেকে এল ৬৮ বলে ১০০ রানের ঝকঝকে ইনিংস। হাফসেঞ্চুরি এল মাত্র ৩২ বলে।

Advertisment

শুরুটা অবশ্য ধীর গতিতে করেছিলেন। তবে ইনিংস যত এগোতে থাকে, ততই মারকাটারি অবতারে হাজির হন তিনি। বাসিল থাম্পিকে তুলোধোনা করে যান তিনি। এক ওভারে তোলেন ২৬ রান।তিনটে ছক্কা সহ জোড়া বাউন্ডারি হাঁকিয়ে যান একই ওভারে।

এর মধ্যেই একটা ছয় সরাসরি স্টেডিয়ামে আছড়ে পড়ে। রেকর্ড ১০১ দূরত্ব অতিক্রম করে দর্শকদের বিনোদন এনে দেয় বাটলারের হাঁকানো ছক্কা। এটাই চলতি আইপিএলের সর্বোচ্চ দূরত্বের ছক্কা। অক্ষর প্যাটেলকে হাঁকানো ঈশান কিষানের ৯৮ মিটারের ছক্কার রেকর্ড ভেঙে দেন বাটলার। গত সপ্তাহেই মুম্বই বনাম দিল্লি ম্যাচে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে এই কান্ড ঘটেছিল।

বাটলারের ১০০ মিটার টপকে যাওয়া ছক্কা আসে থামপির ওভারের দ্বিতীয় বলে। সেই ওভারের বাকি দুই ছক্কার দূরত্ব যথাক্রমে ৯০ এবং ৯৫ মিটার।

আরও পড়ুন: বড় অভিযোগে বিদ্ধ শোয়েবের পাশে দাঁড়ান সৌরভই, কেকেআরের ঘটনায় মুখ খুললেন আখতার

ম্যাচে জসপ্রীত বুমরা শুরুতেই যশস্বী জয়সোয়ালকে ফিরিয়ে দেন। তারপরে ৭ রানে দেবদূত পাড়িক্কলকে আউট করেন টাইমাল মিলস। এরপরে অধিনায়ক সঞ্জু স্যামসন নিজের দুর্ধর্ষ ফর্ম ধরে ২১ বলে ৩০ করে যান। শেষে কায়রণ পোলার্ড ফেরান তাঁকে। তৃতীয় উইকেটে বাটলার-স্যামসন জুটিতে ওঠে ৮২ রান।

স্যামসন আউট হওয়ার পরে শিমরন হেটমায়ার ১৪ বলে ৩৫ করে যান। বাটলার শেষ পর্যন্ত একাই একশো করে দলকে ১৯৩/৮-এ পৌঁছে দেন।

IPL Rajasthan Royals Mumbai Indians Jos Buttler
Advertisment