বছরের পর বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ধারাবাহিকভাবে পারফর্ম করে এসেছেন কায়রণ পোলার্ড। শুধুমাত্র নির্ভরযোগ্য অলরাউন্ডারই নন, ফ্র্যাঞ্চাইজির লিডারশিপ গ্রুপেরও অন্যতম তিনি। একাধিকবার রোহিত শর্মার অনুপস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন।
নিলামের আগে পোলার্ডকে রিটেন করেই স্কোয়াড গড়েছিল মুম্বই। প্রত্যাশা ছিল আগের মত ধারাবাহিক পারফরম্যান্স উপহার দেবেন তিনি। তবে সেই প্রত্যাশার বিন্দুমাত্রও পূরণ করতে পারেননি ক্যারিবীয় তারকা। ১০ ম্যাচে পোলার্ডের রান ১২৯। গড় ১৪.৩৩, স্ট্রাইক রেট ১০৯.৩২। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দ্বিতীয় জয় পাওয়ার পরও পোলার্ডের শোচনীয় ফর্ম নজর এড়াচ্ছে না। এমন অবস্থায় আকাশ চোপড়া বলে দিচ্ছেন, এটাই হয়ত মুম্বইয়ের জার্সিতে পোলার্ডের শেষ মরশুম হতে চলেছে।
আরও পড়ুন: অমিত শাহের অনুষ্ঠানে নৃত্যশিল্পী সৌরভের স্ত্রী ডোনা! শাহী সমীকরণে জল্পনা তুঙ্গে
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলে দিয়েছেন, "কায়রণ পোলার্ড আউট হওয়ার আগে তিলক ভার্মা রান আউট হয়ে যান। মনে হচ্ছে না, কায়রণ পোলার্ড মুম্বইয়ের জার্সিতে চলতি মরশুমে আর কোনও ম্যাচে খেলবেন। ওঁরা ওঁকে আর খেলাবে না। কারণ দেওয়াল্ড ব্রেভিস বাইরে বসে রয়েছেন। টিম ডেভিডও ভালো পারফর্ম করছেন।"
গুজরাটের বিরুদ্ধে ব্যাট হাতে ঝলসে উঠেছেন টিম ডেভিড। ২১ বলে ৪৪ রানের বিষ্ফোরক ইনিংস উপহার দিয়েছিলেন। দেওয়াল্ড ব্রেভিস রিজার্ভ বেঞ্চে বসে থাকায় পরের ম্যাচেই হয়ত পোলার্ডকে বাদ দিয়ে ফেরানো হতে পারে প্রোটিয়াজ উঠতি তারকাকে।
আকাশ চোপড়া বলেছেন, "কেন ওঁরা টিম ডেভিডকে আগে খেলায়নি জানিনা। দীর্ঘদিন ধরে ছক্কা হাঁকানোর মেশিনকে বাইরে বসিয়ে রেখেছিল মুম্বই। এখন ওঁরা বুঝতে পারছে আরও আগে থেকে ডেভিডকে খেলানো উচিত ছিল। সুযোগ পেয়ে ডেভিড কিন্তু হতাশ করেনি। শেষ পর্যন্ত ম্যাচ জেতানো ইনিংস এল।"
প্লে অফের সম্ভবনা আগেই শেষ হয়ে গিয়েছে। এমন অবস্থায় রিজার্ভের সমস্ত ক্রিকেটারদের খেলিয়ে পরখ করে নিতে চাইছে ভবিষ্যতের কথা ভেবে। ব্রেভিস এবং টিম ডেভিড দুজনেই মুম্বইয়ের লম্বা সময়ের জন্য সম্পদ হয়ে উঠতে পারেন। নিয়েদের যোগ্যতা প্রমাণ করেছেন দুজনেই।