/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/mystery-girl.jpg)
মাঠে রুদ্ধশ্বাস ক্রিকেটীয় লড়াই। আর মাঠের বাইরে ক্যামেরা রহস্যময়ী সুন্দরীকে তাক করতেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রবিবার উমেশ যাদবকে নিজের বলেই দুর্ধর্ষ ক্যাচ তালুবন্দি করলেন কুলদীপ যাদব। তবে দর্শকদের সেদিকে নজর কোথায়! সমস্ত আকর্ষণ কেড়ে নিয়েছেন যে গ্যালারির সুন্দরী।
তারপরে নেটিজেনদের ক্যামেরাম্যানদের কাছে সমবেত আর্জি গিয়ে দাঁড়াল, সুন্দরীকে দেখান আরও একবার। অনেকে আবার ক্রিকেট খেলায় ফোকাস করতে বললেন। অদ্ভুত এমনই টানাপোড়েনের সাক্ষী থাকল ক্রিকেট মহল।
আরও পড়ুন: পাক ক্রিকেটারদের স্ত্রীরা ভারতে এসেছিল নজরদারি করতে! বিষ্ফোরক পিসিবির প্রাক্তন চেয়ারম্যান
এক নেটিজেন লিখলেন, "ক্যামেরা ভাই সাহাব, এই ম্যাডামের থেকে ক্যামেরা সরিয়ে আমাদের ম্যাচও দেখানোর ব্যবস্থা করুন।" অন্য এক নেটিজেনের উচ্ছ্বাস, "আরও একজন ক্রাশ। ক্যামেরাম্যান আপনাকে ধন্যবাদ।"
Viral girl#IPL2022#KKRvDC#girls#DekhoApnaDesh😂
Cameraman kamal dar diya?
Iski id h...Instagram par aartibedi pic.twitter.com/jUr3lmQPxk— jr Bshankar98💯 (@bamshankarkuma4) April 11, 2022
#KKRvsDC#AartiBedi#Aartibedi#TATAIPL#TATAIPL2022#IPL2022
Instagram linkhttps://t.co/922zrrPMs2pic.twitter.com/7jeCJioFgo— F A L C O N (@falcons_237) April 10, 2022
কিন্তু কে এই রহস্যময়ী? সাদা টপ পরিহিতার পরিচয় প্ৰথমে অজ্ঞাতই ছিল। তবে সোশ্যাল মিডিয়ায় নিরন্তর আলোচনার পরে জানা যায়, রহস্যময়ী একজন অভিনেত্রী। একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন। নাম আরতি বেদি। কলকাতা বনাম দিল্লি ম্যাচের মুহূর্ত তিনি নিজের ইন্সটা-হ্যান্ডলেও শেয়ার করেছেন।
আরও পড়ুন: ভেবেছিলাম মুম্বইয়ের নেতৃত্ব ছাড়বে রোহিত! কোহলির প্রসঙ্গ টেনে বিষ্ফোরক তারকা
আরতির সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে জানা যাচ্ছে, তিনি একজন পশুপ্রেমী। তাঁর পোষ্য বিড়ালের নাম 'ফাজ'। যার বিষয়ে তিনি লিখেছেন, 'দ্য কিউটেস্ট মেম্বার অফ দ্য ফ্যামিলি।' ম্যাচের আগে আরতির ইন্সটা-ফলোয়ারের সংখ্যা ছিল ৩০ হাজারের আশেপাশে। তবে আইপিএল-সুন্দরীর তকমা পাওয়ার পরই একলাফে তাঁর ফলোয়ার সংখ্যা বেড়ে গিয়েছে ৭৮ হাজারে।
ম্যাচে কেকেআর অবশ্য হেরে বসেছে দিল্লি ক্যাপিটালসের কাছে। কুলদীপ যাদব এবং খলিল আহমেদের বোলিংয়ে ধসে গিয়েছে কেকেআর। টেবিল টপার নাইটদের ৪৪ রানে বধ করেছে পন্থের দিল্লি।
২০ ওভারে দিল্লি স্কোরবোর্ডে ২১৫/৫ তুলেছিল। ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শয়ের হাফসেঞ্চুরির পরে ঝোড়ো ইনিংস খেলে যান ক্যাপ্টেন ঋষভ পন্থ, শার্দূল ঠাকুর এবং অক্ষর প্যাটেল। সেই রান তাড়া করতে নেমে নাইট রাইডার্স ১৯.৪ ওভারে ১৭১ রানে অলআউট হয়ে যায়। অধিনায়ক শ্রেয়স আইয়ার বাদে কেউই ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি।