/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/CSK-1.jpeg)
নেতৃত্বের তাজ ফের ধোনির হাতেই। জাদেজার নেতৃত্বে একের পর এক হার হজম করে লিগ তালিকায় নয় নম্বরে সিএসকে। এমন অবস্থায় অধিনায়কত্বের তাজ জাদেজা ফিরিয়ে দিলেন ক্যাপ্টেন কুলের হাতে। ফের একবার আইপিএলে অধিনায়কত্ব করতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে।
মরসুমের শুরুতেই চেন্নাইয়ের তরফে ঘোষণা করা হয়েছিল, নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন ধোনি। নতুন অধিনায়ক হিসেবে জাদেজার নাম ঘোষণা করা হয়। তবে পুরো মরশুম অধিনায়ক হিসেবে থাকতে পারলেন না জাদেজা।
📢 Official announcement!
Read More: 👇#WhistlePodu#Yellove 🦁💛 @msdhoni@imjadeja— Chennai Super Kings (@ChennaiIPL) April 30, 2022
শনিবার বড়সড় আপডেট দিয়ে সিএসকে ঘোষণা করে দেয়, "নিজের খেলায় আরও মনোনিবেশ করার জন্য জাদেজা নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ধোনিকে নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন। দলের স্বার্থে এই প্রস্তাবে রাজি হয়েছেন ধোনি। জাদেজা আপাতত নিজের খেলায় ফোকাস করবেন।"
৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সিএসকে আপাতত নবম স্থানে রয়েছে। রবিবার সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে নামছে সিএসকে। সেই ম্যাচে ফের টস করতে দেখা যাবে ধোনিকে।
বিস্তারিত আসছে…