Advertisment

পরের বছর CSK ছাড়ছেন জাদেজা! জল্পনা উস্কে বড় আপডেট প্রাক্তন তারকার

চোট পেয়ে ২৪ ঘন্টা আগেই আইপিএল থেকে বিদায় ঘটেছে জাদেজার। তাঁর ভবিষ্যত নিয়ে জোরালো সংশয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

রবীন্দ্র জাদেজা কি সিএসকে জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন? ৮ ম্যাচের জন্য সিএসকের অধিনায়ক হওয়া তারকা অলরাউন্ডার মাঠের পারফরম্যান্স তো বটেই মাঠের বাইরের ঘটনাতেও শিরোনামে উঠে এসেছেন। হঠাৎ করেই পাঁজরে চোট পেয়ে গোটা মরশুম থেকে ছিটকে যাওয়ার বিষয়টি অন্যভাবে ব্যাখ্যা করছে ক্রিকেট মহল।

Advertisment

যদিও সিএসকে সিইও কাশি বিশ্বনাথন ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ভবিষ্যতেও চেন্নাইয়ের পরিকল্পনার অংশ থাকবেন জাদেজা। তবে অনেকেই বিশ্বাস করেন, জাদেজা-র চেন্নাই-পর্বে ইতি ঘটে গিয়েছে। নেতৃত্ব বদল নিয়ে টানাপোড়েনে জাদেজা সম্ভবত সিএসকেকে বিদায় জানাতে চলেছেন। এমনটাই মনে করছেন আকাশ চোপড়া।

আরও পড়ুন: জাদেজার সঙ্গে সম্পর্ক মোটেই আগের মত নেই, সোশ্যাল মিডিয়ায় বড় ইঙ্গিত ধোনির CSK-র

"জাড্ডু মুম্বই ম্যাচে থাকছেন না। আমার কোথাও মনে হচ্ছে, ও হয়ত পরের বছরেও দলে থাকবে না। চেন্নাইয়ে কোনও ক্রিকেটার হঠাৎ ইনজুরিতে পড়লে অথবা বাদ পড়লে তাঁর কী হয়, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। ২০২১ এ একই জিনিস ঘটেছিল সুরেশ রায়নার ক্ষেত্রে। হঠাৎ করেই কয়েকটা ম্যাচ পরে রায়নাকে বাদ দেওয়া শুরু হয়ে গিয়েছিল।" এমনটাই বলছেন আকাশ চোপড়া।

বৃহস্পতিবার চেন্নাই প্লে অফের আশা জাগিয়ে রাখার ম্যাচে নামছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। সেই ম্যাচে জাদেজা খেলছেন না। বছরের পর বছর ধরে সিএসকের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। চলতি সিজনে সেভাবে ফর্মে না থাকলেও জাদেজার অভাব অনুভূত হবে।

আকাশ চোপড়া নিজের ইউটিউব ভিডিওয় আরও বলেছেন, "প্লে অফে উঠতে হলে চেন্নাইকে জিততেই হবে। অল্প হলেও অঙ্কের বিচারে সামান্য সম্ভবনা রয়েছে ওঁদের। তবে তাঁর জন্য চেন্নাইয়ের জয়ের প্রয়োজন। সমস্ত সমীকরণ শুরু হবে জয় দিয়েই। মুম্বইয়ের বিরুদ্ধে যখনই চেন্নাই খেলতে নেমেছে, তখনই ম্যাচ উত্তেজক হয়েছে। এই ম্যাচে কঠিন লড়াই হয়, তা যথেষ্ট উত্তেজনার রসদ জুগিয়ে যায়।"

লিগের তলানিতে থাকা দুই দলের লড়াই হলেও, এই ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে রয়েছে।

Chennai Super Kings CSK Ravindra Jadeja IPL
Advertisment