Advertisment

খেলা শেষেই প্রায় হাতাহাতি হর্ষল-পরাগের! আগুন হল IPL, দেখুন ভিডিও

ব্যাট হাতে দুরন্ত হাফসেঞ্চুরিতে দলকে উদ্ধার করলেন রাজস্থানের রিয়ান পরাগ। মাঠ ছাড়ার সময় তর্ক জুড়ে দিলেন হর্ষল প্যাটেলের সঙ্গেও।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

রাজস্থান রয়্যালস বনাম আরসিবি ম্যাচে মাঠের মধ্যেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন হর্ষল প্যাটেল এবং রিয়ান পরাগ। রাজস্থান ইনিংসে শেষদিকে সঞ্জু স্যামসন কিছুটা রান করেন। তবে আসল রক্ষাকর্তা হয়ে দাঁড়ান রিয়ান পরাগ। হাফসেঞ্চুরি করে দলকে টানেন তিনি। ইনিংসের শেষ বলেও ছক্কা হাঁকিয়ে যান রিয়ান পরাগ।

Advertisment

আর রাজস্থানের ব্যাটিংয়ের সময় শেষ ওভারে বল করছিলেন হর্ষল প্যাটেল। তাঁর ওভারেই ছক্কা হাঁকিয়ে যান রিয়ান। শেষমেশ ৩১ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি। দলকে শেষমেশ চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেওয়ার পরে রিয়ান পরাগ মাঠ ছাড়ার সময় উত্তপ্ত বাক্য বিনিময় করে বসেন হর্ষল প্যাটেলের সঙ্গে। নেটিজেনদের ক্যামেরায় ধরা পড়ে যায় সেই দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করার পরেই তা রীতিমত আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন: KKR, CSK কিম্বা অন্য ফ্র্যাঞ্চাইজি নয়, সেরার মুকুট মুম্বইয়েরই! স্বীকৃতি মিলল বিশ্বের

কী কারণে এই ঝামেলার সূত্রপাত, তা জানা যায়নি। তবে শেষ ওভারে রিয়ান পরাগ ১৮ রান তোলার পরে কিছু একটা বলেন। এতেই বিরতিতে ডাগ আউটে যাওয়ার সময় দুই তারকা মুখোমুখি লেগে পড়েন। শেষ পর্যন্ত দুই তারকাকে আলাদা করতে হয় রাজস্থান ফিল্ডিং কোচ দিশান্ত যাগ্নিক।

আরসিবি ইনিংসে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন হর্ষল প্যাটেল। ম্যাচ শেষে সৌজন্যমূলক করমর্দনের সময় দুজনে হাত মেলাতে অস্বীকার করেন। যা নিয়ে একপ্রস্থ আলোচনা চলল।

যাইহোক, ম্যাচের শেষ ওভারে ১৮ রান তুলে রিয়ান পরাগ দলকে মোটামুটি ভদ্রস্থ ১৪৪-এ পৌঁছে দেন। রিয়ান পরাগের দুরন্ত হাফসেঞ্চুরির সঙ্গে ক্যাপ্টেন সঞ্জু স্যামসন ২১ বলে ২৭ রানের ইনিংসেও অবদান রাখেন। মহম্মদ সিরাজ এবং জস হ্যাজেলউড দুজনে দারুণ বোলিং করে রাজস্থানকে অল্প রানে আটকে রাখলেও শেষমেশ কার্যসিদ্ধি হয়নি।

দেড়শোর কম রান তাড়া করতে নেমে আরও একবার আরসিবি ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে। অধিনায়ক ফাফ ডুপ্লেসিস (), বিরাট কোহলি (৯), রজত পতিদার (১৬), গ্লেন ম্যাক্সওয়েল (০), শাহবাজ আহমেদ (১৭), দীনেশ কার্তিক (৬)। ৩.৩ ওভারে ২০ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন পেসার কুলদীপ সেন।

রাজস্থানের মিডল অর্ডার ব্যাটসম্যান রিয়ান পরাগকে ম্যাচের সেরা বাছা হয়। ২৯ রানের জয়ে রাজস্থান গুজরাট টাইটান্সের কাছ থেকে পুনরায় লিগ টেবিলের শীর্ষ স্থান ছিনিয়ে নিয়েছে মঙ্গলবার রাতে।

RCB Rajasthan Royals Royal Challengers Bangalore IPL
Advertisment