scorecardresearch

বড় খবর

রাসেলকে ‘বাঁচাতে’ বাদ জ্যাকসন! পাঞ্জাব ম্যাচে বড় বদল নাইট শিবিরে

IPL 2022: KKR vs PBKS ফিটনেস ইস্যুতে কেকেআর সমস্যায় পড়েছিল আন্দ্রে রাসেলকে নিয়ে। পাঞ্জাব ম্যাচে তাঁকে প্ৰথম একাদশে রাখা হয় কিনা, তা নিয়ে সংশয় ছিল।

রাসেলকে ‘বাঁচাতে’ বাদ জ্যাকসন! পাঞ্জাব ম্যাচে বড় বদল নাইট শিবিরে

আন্দ্রে রাসেল পুরোপুরি ফিট নন। বোলিং করার সময় পুরো চার ওভারও পূর্ণ করতে পারছেন না। তাই রাসেলের ওপর চাপ কমানোর জন্য একজন অতিরিক্ত বোলার খেলানোর সিদ্ধান্ত নিল কেকেআর। শেলডন জ্যাকসনকে বসিয়ে পাঞ্জাব ম্যাচে খেলানো হচ্ছে শিভম মাভিকে।

নাইটদের দুশ্চিন্তা বাড়িয়েছে আন্দ্রে রাসেলের ফিটনেস। কেকেআরের প্ৰথম রিটেনশন ছিলেন তিনি। তবে প্ৰথম দুই ম্যাচে একদমই ফর্মে পাওয়া যায়নি তারকাকে। বিপক্ষ ব্যাটসম্যানরা আক্রমণের জন্য বেছে নিচ্ছেন ক্যারিবিয়ান তারকাকে।

আরও পড়ুন: KKR-এর বিরুদ্ধে মাত্র দু-বলে হ্যাটট্রিক করেন তাম্বে! কীভাবে সম্ভব, দেখে নিন ভিডিওয়

আরসিবির বিরুদ্ধে বুধবার ম্যাচের পরে নাইটদের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানিয়েছেন, রাসেল একশো শতাংশ ফিট নন। তাই তাঁকে কোটার পুরো ৪ ওভার বোলিং করানো হয়নি। ম্যাককালাম আরও জানিয়েছেন, ডান হাতের কাঁধে চোট রয়েছে রাসেলের। শুক্রবার রাসেলকে প্ৰথম একাদশে নামানো নিয়ে সংশয় ছিল। তবে রাসেলের ওপর চাপ কমানোর জন্যই শেলডন জ্যাকসনকে বাইরে বসতে হচ্ছে।

নাইটদের বাকি একাদশ অপরিবর্তিত থাকছে। শুক্রবার টসে জিতে যথারীতি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল কেকেআর। নাইট নেতা শ্রেয়স আইয়ার জানিয়ে দিলেন, অতিরিক্ত শিশিরের কারণে আউটফিল্ড কার্যত ‘সুইমিং পুল’-এ পরিণত হচ্ছে। সেইজন্যই ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্যাটিং করার সিদ্ধান্ত।

নাইট শিবিরের মত প্রত্যাশামতই পাঞ্জাব একাদশে বড়সড় পরিবর্তন ঘটল। কাগিসো রাবাদা খেলবেন সন্দীপ শর্মার বদলে।

কেকেআর প্ৰথম একাদশ:
অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, স্যাম বিলিংস, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম সাউদি, শিভম মাভি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2022 shivam mavi replaces sheldon jackson in kkr playing xi against punjab kings