IPL When Rajasthan Royals' Pravin Tambe stun the world by taking hat-trick in just 2 balls against KKR watch video Sports: মাত্র দু-বলেই KKR-এর বিরুদ্ধে হ্যাটট্রিক! কীভাবে অসাধ্য সাধন করেছিলেন তাম্বে, দেখুন ভিডিওয় | Indian Express Bangla

মাত্র দু-বলেই KKR-এর বিরুদ্ধে হ্যাটট্রিক! কীভাবে অসাধ্য সাধন করেছিলেন তাম্বে, দেখুন ভিডিওয়

শুক্রবার মুক্তি পাচ্ছে প্রবীণ তাম্বের বায়োপিক ‘কৌন হ্যায় প্রবীণ তাম্বে’। ২০১৪ সালে হ্যাটট্রিক নিয়ে শিরোনামে উঠে এসেছিলেন তিনি।

মাত্র দু-বলেই KKR-এর বিরুদ্ধে হ্যাটট্রিক! কীভাবে অসাধ্য সাধন করেছিলেন তাম্বে, দেখুন ভিডিওয়

আইপিএলে অনুপ্রেরণামূলক ঘটনার কমতি নেই। কোটি কোটি টাকার টুর্নামেন্টে বহু প্লেয়াররা যেমন রকেট গতিতে উত্থান ঘটিয়েছে, তেমন পতনের ঘটেছে, এমন ক্রিকেটারদের সংখ্যাও নেহাত কম নয়। কুঁড়েঘর থেকে মেগা এই ক্রিকেট লিগে দুরন্ত পারফরম্যান্স করে সরাসরি রাজপ্রাসাদে পৌঁছে যাওয়ার কাহিনী এখনও সমর্থকদের শিহরিত করে।

সেই অনুপ্রেরণা জাগানিয়া কাহিনীর শীর্ষেই থাকবেন প্রবীণ তাম্বে। ৪১ বছর বয়সে রাজস্থান রয়্যালসের জার্সিতে অভিষেক ঘটেছিল প্রবীণ তাম্বে, ২০১৪-য়। অভিষেক ম্যাচে সোয়াই মানসিংহ স্টেডিয়ামে প্রতিপক্ষ ছিল দিল্লি ক্যাপিটালস।

আরও পড়ুন: পুরো চার ওভারও বোলিং করতে পারছেন না! রাসেলকে নিয়ে তীব্র দুশ্চিন্তায় KKR

যে বয়সে বুটজোড়া তুলে রাখেন ক্রিকেটাররা, সেই বয়সেই তাঁর আত্মপ্রকাশ। এমন ঘটনাও নিঃসন্দেহে ব্যতিক্রমী। লেগস্পিনার হিসাবে প্রতিপক্ষের কাছে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেন তিনি। মিস্ট্রি স্পিনার হিসাবে ভারতীয় ক্রিকেটে পরিচিত হয়ে ওঠেন অচিরেই। তাম্বের কেরিয়ারের উজ্জ্বলতম কৃতিত্ব ২০১৪ আইপিএলেই কেকেআরের বিরুদ্ধে হ্যাটট্রিক। তাও মাত্র ২ বলে।

১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে কেকেআর ম্যাচে রীতিমত জাঁকিয়ে বসেছিল। তবে ১৬তম ওভারে তাম্বে একার হাতে ম্যাচ ঘুরিয়ে দেন। পরপর তিনি তুলে নেন মনীশ পান্ডে, ইউসুফ পাঠান এবং বিগ হিটার রায়ান টেন দুশখাতেকে। এর মধ্যে মনীশ পান্ডে লেগ স্ট্যাম্পে করা ওয়াইড বলে স্ট্যাম্পড হন।

YouTube Poster

যাইহোক, তাম্বে ২০১৫ মরশুম পর্যন্ত রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেন। এরপরে রাজস্থান রয়্যালস দুই বছরের জন্য নির্বাসিত হওয়ায় প্রবীণ তাম্বেকে ২০১৬-র নিলামে কেনে গুজরাট লায়ন্স। ২০১৭-য় তাম্বের ঠিকানা হয় সানরাইজার্স হায়দরাবাদ। ২০২০-তে প্ৰথম ভারতীয় ক্রিকেটার হিসাবে নাম লেখান ক্যারিবিয়ান প্রিমিয়াম লিগে। ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে মাঠে নামেন তিনি।

প্রবীণ তাম্বের এমন অনুপ্রেরণামূলক কাহিনীই এবার তাঁর বায়োপিক হিসাবে মুক্তি পেল শুক্রবার। কৌন’ হ্যায় প্রবীণ তাম্বে’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। অভিনেতা শ্রেয়স তলপাড়ে তাম্বের ভূমিকায় অভিনয় করেছেন।

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl when rajasthan royals pravin tambe stun the world by taking hat trick in just 2 balls against kkr watch video

Next Story
পুরো চার ওভারও বোলিং করতে পারছেন না! রাসেলকে নিয়ে তীব্র দুশ্চিন্তায় KKR