KKR-এ বাতিলের খাতায় ভেঙ্কটেশ! বদলের পর বদল ঘটিয়ে রাজস্থান ম্যাচে নামল নাইটরা

মাস্ট উইন ম্যাচে কেকেআর মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালসের বিরূদ্ধে। গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন দল সাজায় কেকেআর, সেটাই ছিল দেখার।

মাস্ট উইন ম্যাচে কেকেআর মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালসের বিরূদ্ধে। গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন দল সাজায় কেকেআর, সেটাই ছিল দেখার।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ফের বদল। কেকেআর একাদশে। এত আলোচনার পরেও বদলের ট্র্যাডিশনে কমতি নেই নাইটদের একাদশে। আগের ম্যাচের একাদশ থেকে ফের জোড়া বদল ঘটিয়ে রাজস্থান ম্যাচে খেলতে নামছে কেকেআর।

Advertisment

এবার বাদ পড়লেন ভেঙ্কটেশ আইয়ার। সেই সঙ্গে আগের ম্যাচেই অভিষেক ঘটানো হর্ষিত রানাকে বাইরে রেখে ফেরানো হল শিভম মাভিকে। ভেঙ্কটেশ আইয়ারের জায়গায় দলে এবার সুযোগ দেওয়া হল অনুকূল রায়কে। অর্থাৎ চলতি মরশুমে যে চারজনকে রিটেন করেছিল কেকেআর, তাঁদের মধ্যে দুজনকে বাদ দিয়ে দল সাজাল নাইটরা। বরুণ চক্রবর্তী আগেই বাদ পড়েছিলেন। এবার বাতিলের খাতায় ভেঙ্কটেশ আইয়ারও।

পরিসংখ্যান বলছে চলতি মরশুমে সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে প্ৰথম একাদশে সবথেকে বেশি অদল বদল ঘটিয়েছে কেকেআর- ২০ বার। সেই ট্র্যাডিশনই বজায় থাকল রাজস্থান ম্যাচে। সেই সঙ্গে ফের একবার ওপেনিং জুটিতে পরিবর্তন। ফিঞ্চ-নারিন, বিলিংস-নারিন, ফিঞ্চ-আইয়ার, বিলিংস-আইয়ারের পরে এবার রাজস্থান ম্যাচে সম্ভবত নাইটদের ইনিংসের গোড়াপত্তন করবেন ফিঞ্চ-অনুকূল রায় জুটি।

Advertisment

আরও পড়ুন: ক্যাপ্টেনশিপ চামচ দিয়ে খাইয়ে দেওয়া যায় না! জাদেজার কাছ থেকে নেতৃত্ব নিয়েই বিষ্ফোরক ধোনি

যাইহোক, টসে জিতে প্ৰথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। রাজস্থান একাদশে ড্যারেল মিচেলের জায়গায় খেলছেন করুন নায়ার।

কেকেআর প্ৰথম একাদশ: ফিঞ্চ, অনুকূল রায়, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার, বাবা ইন্দ্রজিৎ, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, উমেশ যাদব, টিম সাউদি, শিভম মাভি

KKR Rajasthan Royals Kolkata Knight Riders IPL