কেকেআরের অন্যতম চালিকা শক্তি শাহরুখ খান। বহু বছর ধরে। বৃহস্পতিবার কেকেআর টুর্নামেন্টের ৪১ তম ম্যাচে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালসর বিরুদ্ধে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কেকেআর দুরন্ত শুরু করেছিল। তবে ক্রমশই টানা হারে লিগ তালিকায় অষ্টম স্থানে ছিটকে গিয়েছে।
ঘটনাচক্রে আগের একাধিক সংস্করণেও কেকেআর স্লো স্টার্টার ছিল। আগেও কেকেআর সহজ সরল টার্গেট তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়েছিল। গত সংস্করণে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই যেমন। রোহিতদের ১৫৪ রান তাড়া করতে নেমে কেকেআর ১০৪/২ থেকে আশ্চর্যজনকভাবে ধসে পড়ে ১৪২/৭-এ। হাইভোল্টেজ সেই ম্যাচে মুম্বইয়ের হয়ে ৪ উইকেট নিয়ে যান রাহুল চাহার। মুম্বইয়ের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েও শেষ রক্ষা করতে পারেননি রাসেল।
আরও পড়ুন: মরণ বাঁচন দিল্লি ম্যাচে কে বাদ, কে দলে! KKR একাদশ নিয়ে জল্পনা তুঙ্গে
মুম্বই ম্যাচে সেই হারের পরে শাহরুখ খান ক্ষমা চেয়েছিলেন কেকেআর সমর্থকদের কাছে। মুম্বইয়ের কাছে সেই হার এতটাই হতাশাজনক ছিল যে স্বয়ং কিং খান-ও টুইটারে এসে লিখে দেন, "হতাশাজনক পারফরম্যান্স। কেকেআর সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী।"
যাইহোক, গত সংস্করণে এরকম পারফরম্যান্স সত্ত্বেও শেষমেশ ফাইনালে পৌঁছেছিল কেকেআর। একই পরিস্থিতিতে নাইট মালিক দলের তারকাদের কাছে আরও উন্নত পারফরম্যান্স আশা করছেন। লিগ তালিকায় কেকেআর এই মুহূর্তে স্রেফ মুম্বই ইন্ডিয়ান্স এবং সিএসকের আগে রয়েছে। ৮ ম্যাচে কেকেআরের নামের পাশে মাত্র ৬ পয়েন্ট।