/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/dhoni-jadeja.jpg)
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুর্ধর্ষ জয়ে প্লে অফ নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। তবে সেও ম্যাচের পরেই বিতর্কিত দৃশ্য দেখা গিয়েছিল। মাঠের মধ্যেই শান্ত স্বভাবের ধোনিকে দেখা গিয়েছিল জাদেজার সঙ্গে উত্তপ্তভাবে বাক্য বিনিময় করতে। যাতে ফের একবার দুই তারকার ব্যক্তিত্বের সংঘাত জোরালো হয়েছিল।
এবার সেই ঘটনার আবহেই নতুন করে টুইটারে সংঘাতের ইন্ধন যোগালেন স্বয়ং জাদেজা। সিএসকের কোয়ালিফায়ার খেলা নিশ্চিত হওয়ার পরই জাদেজা টুইটারে লিখে দেন, "কর্মফল পেতেই হবে। খুব শীঘ্রই অথবা বিলম্বে।" সেই পোস্টেই জাদেজা ক্যাপশনে থাম্বস আপ ইমোজি দিয়ে লেখেন, "অবশ্যই"। যা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
Definitely 👍 pic.twitter.com/JXZNrMjVvC
— Ravindrasinh jadeja (@imjadeja) May 21, 2023
কয়েকদিন আগে একইভাবে সোশ্যাল মিডিয়ায় ধোনি-বিরোধী পোস্টে লাইক করে আলোচনায় উঠে এসেছিলেন জাদেজা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জাদেজা চেন্নাইতে যে একদমই খুশি নন, সেই বিষয়ে একটি পোস্ট করা হয়েছিল। ধোনি এবং সিএসকে বিরোধী সেই টুইট-ই লাইক করেছেন জাদেজা। এতেই ধোনি-জাদেজার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে রহস্যের বাতাবরণ।
টুইটে লেখা হয়েছিল, “জাড্ডু হাসি মুখে কথা বলছেন। তবে হৃদয়ে অনেক যন্ত্রণা রয়েছে। বিশ্বাস করুন ও ট্রমার মধ্যে রয়েছে। স্রেফ ভাবো নিজের দলের সমর্থকরা তোমার উইকেট চাইছে। তিনটে ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার পরও ও সমালোচনার শিকার হচ্ছে।” ধোনি এবং সিএসকের অন্দরমহলের এই চিড় ধরার পোস্টেই লাইক করেছেন জাদেজা। যাতে জন্ম দিয়েছিল একরাশ প্রশ্নের।
— Out Of Context Cricket (@GemsOfCricket) May 11, 2023
ব্যাট হাতে কয়েকটা ইনিংসে সেভাবে মেলে ধরতে পারছিলেন না জাদেজা। তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭ বলে ২০ রানের ক্যামিও ইনিংসে নিজের জাত বুঝিয়েছিলেন তারকা অলরাউন্ডার। যদিও বল হাতে সেভাবে নজর কাড়তে পারেননি তিনি। নিজের কোটায় ৫০ রান খরচ করে বসেন তিনি।
গত বছর রবীন্দ্র জাদেজাকে হঠাৎ করেই মরশুমের মাঝপথে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সিএসকেতে জাদেজাকে ধোনির উত্তরসূরি হিসাবে ভাবা হচ্ছিল। তবে টানা হারের পর মরশুমের মাঝপথে ফ্র্যাঞ্চাইজির তরফে তাঁকে যেভাবে ছাঁটাই করা হয়েছিল, তা মোটেই ভালভাবে মেনে নিতে পারেননি তিনি। জাদেজার সিএসকে ছাড়া নিয়েও জল্পনা ছড়িয়েছিল।
এই বছর অবশ্য ছন্দেই রয়েছেন জাদেজা। ১৪ ম্যাচে ১৭ উইকেট তুলে নিয়েছেন। ইকোনমি রেট ৭.৬৫। তিনবার ম্যাচ সেরাও হয়েছেন চলতি সিজনে।
জাদেজা যে পজিশনে ব্যাট করেন, ঠিক তারপরেই ব্যাট করেন ধোনি। যখনই জাদেজা ব্যাট করতে নামেন। তখনই সমর্থকরা তাঁর আউট হওয়ার প্রার্থনা করেন, যাতে ধোনিকে ব্যাট হাতে দেখা যায়। এই অস্বস্তিকর মুহূর্ত প্রকাশ্যে স্বীকারও করে নিয়েছেন জাদেজা। দিল্লি ম্যাচের পরেই হালকা ছলে জাদেজা বলে দেন, “ব্যাট করতে নামলে মাহি ভাইয়ের নামে সমর্থকদের আকুতি শুনতে পাই। যদি ধোনির আগে ব্যাট করি, তাহলে সমর্থকরা আমার আউটের প্রতীক্ষা করছেন। যতদিন দল জিতছে, আমি খুশি।”
অভিমান যেন উথলে পড়ছিল জাদেজার গলায়। সেই বিবৃতির পরেই এবার টুইট লাইক পর্ব। জাদেজা-ধোনির সম্পর্ক যে আগের মত নেই, হলফ করে বলাই যায়।
Read the full article in ENGLISH