CSK Tushar Deshpande Mocks RCB: আইপিএলে ট্রফি জয়ের হাতছানি থেকে দূরে সরে যাওয়ার রেকর্ড এবারও বহাল রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরবিসি)। বহু কষ্টে প্লে অফ পর্বে উঠলেও, সেখান থেকেই তাদের প্রস্থান ঘটেছে। বুধবারই রাজস্থান রয়্যালসের কাছে এলিমিনেটরে আরসিবি চার উইকেটে হেরেছে। যাতে স্বপ্ন ভঙ্গ হয়েছে বেঙ্গালুরুর দলের।
প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু ২০ ওভারে ৮ উইকেটে ১৭২ করেছিল। কোহলি ২৪ বলে ৩৩ করেন। রজত পাতিদার ২২ বলে ৩৪। আরসিবির মহম্মদ সিরাজ দুই উইকেট নেন। ১৭৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে নেমে রয়্যালস বাহিনী ২০ ওভার ৬ উইকেটেই ১৭৪ রান তুলে নেয়। যশস্বী জয়সওয়াল ৩০ বলে ৪৫ রান করেন। রিয়ান পরাগের স্কোর ছিল ২৬ বলে ৩৬। রাজস্থানের আভেশ খান তিন উইকেট নেন। অশ্বিন নেন দুটি উইকেট।
প্লে অফ পর্বে ওঠার আগে আরসিবি ২৭ রানে হারিয়েছিল চেন্নাই সুপার কিংস (সিএসকে)-কে। আরসিবির হারের পর সিএসকে (CSK) পেসার তুষার দেশপাণ্ডে মধুর প্রতিশোধ নিয়েছেন। ইনস্টাগ্রাম (Instagram) স্টোরিতে একটি মিম দিয়ে তিনি আরসিবিকে ট্রল করেছেন। ইনস্টাগ্রামে বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের একটি ছবি দিয়ে দেশপাণ্ডে লিখেছেন, 'বেঙ্গালুরু ক্যান্ট।' পরে, এনিয়ে বিতর্ক ছড়ালে তিনি ওই স্টোরিটি মুছে দেন।
দেশপাণ্ডের এই ইনস্টাগ্রাম স্টোরি যে প্লে-অফ পর্বের আগে পরাজয়ের জ্বালার ফল, সেটা বুঝতে অবশ্য কারও কোনও অসুবিধা হয়নি। ওই ম্যাচে আরসিবির কাছে হারের জেরে সিএসকে প্লেঅফ পর্বে পৌঁছতে পারেনি। পঞ্চম স্থান পেয়েছে। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২১৯ করেছিল আরসিবি। জবাবে সিএসকে ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১৯১ রানেই থেমে যায়। ওই ম্যাচে আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৫৪ করেছিলেন। সিএসকে-র হয়ে দুটি উইকেট নেন শার্দুল ঠাকুর। চেন্নাইয়ের হয়ে ৬১ রান করেছিলেন রাচিন রবীন্দ্র। আরসিবির যশ দয়াল ৪২ রানে ২ উইকেট নেন।
বুধবারের ম্যাচ হারার পর আরসিবি অধিনায়ক ডু প্লেসিস বলেছেন, 'শিশির পড়ার সঙ্গে সঙ্গেই আমাদের রান ওঠার গতি কমে আসে। আমরা ২০ রান পর্যন্ত তুলতে পারছিলাম না। যাইহোক, ছেলেরা শেষ পর্যন্ত চেষ্টা করেছে। পিচ খুব স্লো হয়ে গিয়েছিল। যার জন্যই রান তোলাটা কঠিন হয়ে যায়।'