Advertisment

CSK vs RCB Head To Head Records: চেন্নাই বনাম বেঙ্গালুরু! দেখে নিন দুই দলের সাক্ষাতের ফলাফল

Chennai Super Kings vs Royal Challengers Bengaluru Head To Head Stats: আরসিবির বিরুদ্ধে চেন্নাইয়ের হয়ে একটি ম্যাচে সবচেয়ে বেশি রান করেছেন মুরলী বিজয়। তিনি ২০১১ সালের ২৮ মে ৯৫ রান করেন চিপক স্টেডিয়ামে। আর, ২০২২ সালের ১২ এপ্রিল সেই রান স্পর্শ করেন শিবম দুবে। তিনি চেন্নাইয়ের হয়ে আরসিবির বিরুদ্ধে ৪৬ বলে অপরাজিত ৯৫ রান করেন নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Chennai Super Kings vs Royal Challengers Bengaluru Head To Head Stats: চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

CSK vs RCB Stats & Records in IPL: চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০০৮ সালে প্রথম আইপিএলেও উদ্বোধনী ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছিল। (ছবি সৌজন্য- টুইটার)

IPL Flashback CSK vs RCB: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), ২০২৪-এ শুক্রবার উদ্বোধনী ম্যাচে দুটি শক্তিশালী দলের লড়াইয়ের সাক্ষী থাকবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম। একদিকে পাঁচবার আইপিএল জয়ী রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংস (সিএসকে)। প্রতিপক্ষ ফাফ ডু প্লেসিসের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। পরিসংখ্যান বলছে-

Advertisment

চেন্নাই-বেঙ্গালুরুর সাক্ষাতের ফল: CSK vs RCB Match Results
কী হবে খেলার ফল, তা নিয়ে চলছে নানা জল্পনা। এই পরিস্থিতিতে অতীতের পরিসংখ্যান একবার দেখে নেওয়া যেতে পারে। পরিসংখ্যান বলছে পাল্লাভারী চেন্নাইয়ের দিকে। চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলে মোট ৩১ বার মুখোমুখি হয়েছে। মোট ১৭টি আইপিএলে চেন্নাই ২০ ম্যাচে জিতেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে ১০ ম্যাচে। শেষ পাঁচবার সাক্ষাতের সিএসকে জিতেছে চারবার। আর, আরসিবি জিতেছে একবার।

চিপকে চেন্নাই বনাম বেঙ্গালুরু: Home Ground Results
চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০০৮ সালে প্রথম আইপিএলেও উদ্বোধনী ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচও হয়েছিল এবারের মত চিপকের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেখানেও চেন্নাই ১৩ রানে ব্যাঙ্গালোরকে হারিয়েছিল। এদিন সিএসকে এবং আরসিবি ৩২তম বারের জন্য আইপিএলে পরস্পরের মুখোমুখি হতে চলেছে। এর আগে, চিপকের এই স্টেডিয়ামে দুই দল মোট আটবার পরস্পরের মুখোমুখি হয়েছিল। তার মধ্যে সাতবার জিতেছিল চেন্নাই। আর, আরসিবি জিতেছে মাত্র একবার। আরসিবি যে ম্যাচটাতে জিতেছিল, সেটা হয়েছিল ২০০৮ সালের ২১ মে। ওই ম্যাচে আরসিবি ১৪ রানে জয়ী হয়।

দুই দলের সাক্ষাতে সর্বোচ্চ রান সংগ্রাহক
আরসিবির বিরুদ্ধে চেন্নাইয়ের হয়ে একটি ম্যাচে সবচেয়ে বেশি রান করেছেন মুরলী বিজয়। তিনি ২০১১ সালের ২৮ মে ৯৫ রান করেন চিপক স্টেডিয়ামে। আর, ২০২২ সালের ১২ এপ্রিল সেই রান স্পর্শ করেন শিবম দুবে। তিনি চেন্নাইয়ের হয়ে আরসিবির বিরুদ্ধে ৪৬ বলে অপরাজিত ৯৫ রান করেন নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।

আরও পড়ুন- বৃষ্টিতেই কি পণ্ড হবে আইপিএলের উদ্বোধনী ম্যাচ, কী বলছে আবহাওয়া দফতর?

টিকিট বুকিং
সিএসকে বনাম আরসিবির উদ্বোধনী ম্যাচের টিকিটের অনলাইন সেল ১৮ মার্চ থেকে শুরু হয়েছে। ভক্তরা Paytm অ্যাপ বা Insider.in ওয়েবসাইটের মাধ্যমে এই ম্যাচের টিকিট বুক করতে পারছেন। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, টিকিটের দাম ১,৭০০ টাকা থেকে শুরু করে ৭,৫০০ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে।

Royal Challengers Bangalore BCCI Chennai Super Kings IPL 2024
Advertisment