Chennai Super Kings vs Rajasthan Royals: রবিবার আইপিএলে রাজস্থানের সঙ্গে ম্যাচে বিরল নিয়মে আউট হলেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এই ম্যাচ জাদেজার দল জিতলেও তাঁর আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। চিপকের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাটিং নিয়েছিল রাজস্থান রয়্যালস। ৫ উইকেটে তারা তোলে ১৪১ রান।
জবাবে ভালোই ব্যাটিং করছিল চেন্নাই। ১৬ ওভারের মাথায় আভেশ খানের বল থার্ড ম্যানে পাঠান জাদেজা। তিনি দ্বিতীয় রান নেওয়ার চেষ্টা করেন। কিন্তু, ততক্ষণে থার্ড ম্যান থেকে ফিল্ডার বল ছুড়ে দিয়েছিলেন রাজস্থানের উইকেটরক্ষক সঞ্জু স্যামসনকে। সেই জন্য চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় দ্বিতীয় রান নিতে চাননি।
ততক্ষণে জাজেদা অর্ধেক ক্রিজ পর্যন্ত চলে এসেছিলেন। তিনি ফিরে যাওয়ার চেষ্টা করেন। সঞ্জু স্যামসন তার মধ্যেই উইকেট লক্ষ্য করে বল ছুড়ে দেন। সেই বল জাদেজার শরীরে গিয়ে লাগে। পালটা জাদেজার বিরুদ্ধে 'অবস্ট্রাকটিং দ্য ফিল্ড' বা ফিল্ডিংয়ে বাধা দেওয়ার অভিযোগ জানান রাজস্থানের ক্রিকেটাররা। তাঁরা অভিযোগ করেন, ওই বল বাধা না দিয়ে জাদেজা আউট হয়ে যেতেন। সিদ্ধান্ত নেওয়ার ভার যায় তৃতীয় আম্পায়ার অনিল চৌধুরির কাছে। তিনি রিপ্লে দেখে আউট দেন।
নিয়ম অনুযায়ী, কোনও ফিল্ডার ইচ্ছাকৃতভাবে ফিল্ডিংয়ে বাধা দিলে, তা আউট দেওয়া যায়। এমসিসি ধারা ৩৭.১.৪ অনুযায়ী, কোনও ব্যাটার ক্রিজের মধ্যে দিয়ে দৌড়নোর সময় যদিও উল্লেখযোগ্য কোনও কারণ ছাড়াই একজন ফিল্ডারকে বাধা দেন তবে, ফিল্ডারদের আবেদনের ভিত্তিতে তাঁকে আউট দেওয়া উচিত।
কিন্তু, তারপরও প্রশ্ন রয়েছে। কারণ, জাদেজা এক্ষেত্রে নিজের প্রান্তে পৌঁছনোর জন্য দৌড়চ্ছিলেন। তাঁর বাধা দেওয়ার লক্ষ্যই ছিল না। পিছন থেকে সঞ্জু স্যামসন উইকেট লক্ষ্য করে বল ছুড়ছেন, সেটা দেখার জন্যও জাদেজা মুখ ঘোরাননি। এনিয়ে আম্পায়ারের কাছে আউট হওয়ার পর নিজের বক্তব্যও জানান জাদেজা।
আরও পড়ুন- ঘরের মাঠে রাজস্থানকে ৫ উইকেটে হারাল চেন্নাই, রুতুরাজ গায়কোয়াড় অপরাজিত ৪২
এর আগে ২০১৩ সালে ইউসুফ পাঠান কেকেআর বনাম পিডব্লিউআইয়ের ম্যাচে এবং ২০১৯ সালে অমিত মিশ্র, ডিসি বনাম এসআরএইচ ম্যাচে এই নিয়মের শিকার হয়েছিলেন। সেই হিসেবে জাদেজা আইপিএলে এই নিয়মের তৃতীয় বলি।