DC vs CSK, IPL 2024: মারাত্মক দুর্ঘটনা থেকে ফিরে এসে ঋষভ পন্থ অবশেষে ফিফটির দেখা পেয়েছেন। বিশাখাপত্তনমে পন্থের ইনিংস ফর্মে ফেরার বার্তা দিয়েছে। মাথিসা পাথিরানাকে জোরালো শটে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হওয়ার আগে পন্থ ৩০ বলে ৫১ রানের দুরন্ত ইনিংস খেলে যান। পন্থের ক্যাচ দারুণ দক্ষতায় তালুবন্দি করেন রুতুরাজ গায়কোয়াড।
আউট হওয়ার আগে ভাইজ্যাগের মাঠ মাতিয়ে দিয়েছেন। পাথিরানার টানা তিনটে বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন তিনি। প্রথম শটই ছিল লং অনের ওপর দিয়ে বিশাল ছক্কা। পরের বলে একই নিশানায় বাউন্ডারি। আর পরের বলেই পন্থ হাফসেঞ্চুরি পূর্ণ করে যান পয়েন্টে দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে।
আরও পড়ুন: এই ৪ দৃশ্যেই ধোনি-পন্থের ব্লকবাস্টার হল স্মরণীয়, একের পর এক রূপকথা! মিলিয়ে নিয়ে দেখে নিন পরপর
১৫ মাস পরে ক্রিকেটের প্রত্যাবর্তনে যেভাবে পন্থ বিধ্বংসী মেজাজে ধরা দিলেন তাতেই আপ্লুত দিল্লি ক্যাপিটালস মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইটারে মহারাজ লিখে দেন, "দারুণ খেলেছ ঋষভ পন্থ। আজীবন তুমি এই ইনিংসের স্মৃতি স্মরণে রেখে দেবে। তুমি অতীতে অনেক দুরন্ত ইনিংস খেলেছ। ভবিষ্যতেও হয়ত খেলবে। তবে এটা আজীবনের জন্য রয়ে যাবে।"
পন্থ এবং ডেভিড ওয়ার্নারের জোড়া হাফসেঞ্চুরি এবং পৃথ্বী শয়ের ঝোড়ো ইনিংসের সৌজন্যে দিল্লি স্কোরবোর্ডে ১৯১ তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে ধোনি এবং অজিঙ্কা রাহানে জ্বলে উঠলেও কাজের কাজ হয়নি। ২০ রান দূরেই থেমে গিয়েছে সিএসকে ইনিংস।
পন্থের ইনিংসে মুগ্ধ দিল্লির ব্যাটিং কোচ শ্যেন ওয়াটসন-ও। তিনি বলেছেন, "এই দৃশ্য ক্লান্ত চোখের জন্য বেশ আরামদায়ক। প্রথম দিকে কয়েকটা বল ও থিতু হতে নিল। এই স্কিল ওঁর মধ্যে সবসময় রয়েছে। জীবনে যত দুরন্ত সমস্ত শট খেলেছে ও, সবই যেন আজ ফুটে উঠছিল ওঁর ব্যাটে। নিজের সেরা ছন্দে ছিল। নিজের সেরা ছন্দে থাকার সময় যে শট ও খেলে, সেগুলোই ও এদিন খেলল। শুধু ভারত-ই গোটা বিশ্ব ক্রিকেটই ওঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিল। ওই যে শেষ ১৫ বল, নিজের চূড়ান্ত সক্ষমতার পরিচয় দিল ও।"