Advertisment

Dinesh Karthik-KKR: KKR-এ বিষনজরে ছিলেন জাতীয় দলের এই তারকা! ঝড় তুলে প্রকাশ্যেই স্বীকারোক্তি দীনেশ কার্তিকের

Dinesh Karthik as KKR captain: বোমা ফাটালেন কার্তিক, 'আমাকে ও একদমই পছন্দ করে না...'

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL 2024, Dinesh Karthik

IPL 2024-Dinesh Karthik: কার্তিক এবারের আইপিএল আরসিবির হয়ে খেলছেন। (ছবি- টুইটার)

Dinesh Karthik in IPL: কেকেআরে তিনি বিষনজরে ছিলেন। এবারের আইপিএলে খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-তে। কিন্তু, কেকেআরের দিনগুলোর সেই জঘন্য স্মৃতি আজও ভুলতে পারেননি দীনেশ কার্তিক। আরসিবির উইকেটরক্ষক-ব্যাটার রবিবারই ফাঁস করেছেন, তাঁর সেই সব বিষাক্ত দিনগুলো।

Advertisment

এবারের আইপিএলে ফিনিশার হিসেবে তাঁর পারফরম্যান্স নজরকাড়া। অথচ, এবারের আইপিএলই তাঁর শেষ আইপিএল বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই চারটি ম্যাচ খেলেছেন। স্ট্রাইক রেট ১৭৩-এর বেশি। সব মিলিয়ে ২৪৭টি আইপিএল ম্যাচে কার্তিকের রান ৪,৬০৬। ২০টি অর্ধশতক আছে। এই টুর্নামেন্টের ১০ম সর্বোচ্চ রান সংগ্রাহক।

শুধু কেকেআর নয়। আইপিএলে দীনেশ কার্তিকের বিস্তর অভিজ্ঞতা। ২০১০ সাল পর্যন্ত খেলেছেন দিল্লি ক্যাপিটালসে। ২০১১-য় ডানহাতি এই ব্যাটার যোগ দেন কিংস ইলেভেন পঞ্জাবে। ২০১২-১৩ সালে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে, ২০১৪ সালে আবার দিল্লি, ২০১৫ সালে এসেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে, ২০১৬-১৭ সালে ছিলেন গুজরাট লায়ন্সে, ২০১৮-২১ সাল পর্যন্ত ছিলেন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর)। ২০১৩ সালের আইপিএল জয়ী মুম্বই দলেও ছিলেন। আরসিবিতে আছেন ২০২২ থেকে।

শুধু কেকেআরই নয়। কার্তিকের মনে ব্যথা দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের আচরণও। কারণ, ২০১৩-র আইপিএল জয়ের পরও তাঁকে ধরে রাখেনি মুম্বই। রাখতে হয়তো তিনি আরও ভালো কিছু করতে পারতেন। এমনটাই ধারণা এই ক্রিকেটারের। এছাড়াও তাঁর আরও একটি আক্ষেপ আছে। সেটা হল, তিনি তামিলনাড়ুর ছেলে। আর, আইপিএলে সেখানকার দল চেন্নাই সুপার কিংস বা সিএসকে। কিন্ত, আজও পর্যন্ত তিনি চেন্নাইয়ের হয়ে খেলার সুযোগ পাননি।

তবে টিম ইন্ডিয়ার ডিকে-কে সবচেয়ে বেশি যন্ত্রণা দিয়েছে কেকেআরের বিষাক্ত দিনগুলো। কলকাতা ফ্র্যাঞ্চাইজি টিমে কার্তিক ছিলেন অধিনায়ক। কার্তিক ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত কেকেআরের অধিনায়ক ছিলেন। সেই সময় স্পিনার কুলদীপ যাদবের সঙ্গে কার্তিকের বনিবনা হচ্ছিল না। ২০১৯ সালে, নয় ম্যাচে কুলদীপ মাত্র চার উইকেট নিয়েছিলেন। তারপর থেকে তাঁকে রিজার্ভ বেঞ্চেই কাটাতে হয়েছে। তা নিয়েই কার্তিকের সঙ্গে তাঁর বিরোধ বেধে গিয়েছিল।

আরও পড়ুন- আমার ভুলেই ম্যাচ হারল কেকেআর! চেন্নাই ম্যাচের পরেই বোমা ফাটালেন ক্যাপ্টেন শ্রেয়স

কুলদীপ এখন উন্নতি করেছে। কিন্তু, সেই সময় কুলদীপের পারফরম্যান্স জঘন্য ছিল। আর, সেই কারণেই বিবাদ তৈরি হয়েছিল বলেই জানিয়েছেন আরসিবির এই প্রবীণ ক্রিকেটার। কুলদীপ বর্তমানে দিল্লি ক্যাপিটালসে খেলেন। ২০২২ থেকেই তিনি দিল্লির হয়ে খেলছেন। তবে, কার্তিকের কথাগুলো তাঁকেও কেকেআরের স্মৃতি মনে করিয়ে দিতে বাধ্য।

RCB KKR Kolkata Knight Riders Dinesh Karthik Royal Challengers Bangalore Kuldeep Yadav IPL IPL 2024
Advertisment