/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/hardik-rohit.webp)
Hardik-Rohit: রোহিতের সঙ্গে হার্দিকের এই ব্যবহার আলোচনায় উঠে এসেছে (টুইটার)
IPL 2024 Gujarat Titans vs Mumbai Indians, Hardik Pandya, Rohit Sharma discussion: সূচনাটা মোটেই ভালো হল না। হার্দিক পান্ডিয়ার মুম্বইয়ের নেতা হিসেবে অভিষেক লগ্ন সুখের হল না। একে তো নিজের পুরোনো দল গুজরাট টাইটান্স-এর কাছে হার। দ্বিতীয় ব্যাপার হল, রোহিতের সঙ্গে তাঁর সম্পর্ক যে সত্যি সত্যি চিড় খেয়েছে, তা প্রমাণ হয়ে গিয়েছে প্রকাশ্যে। নেতা বদলে এবার রোহিতকে সরিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। ভবিষ্যতের বাজি হিসাবে হার্দিকের হাতে নেতার আর্মব্যান্ড পরিয়েছে টিম ম্যানেজমেন্ট।
নতুন নেতা হেভিওয়েট ফ্র্যাঞ্চাইজির নেতা হিসেবে নিজেকে কীভাবে মানিয়ে নিতে পারেন, সেদিকে নজর ছিল সকলের। আর 'নজর' রাখাতেই উঠে এসেছে একের পর এক দলীয় কোন্দলের বিষয়। রোহিতের সঙ্গে দুর্বিনীত আচরণ করলেন হার্দিক। শেষ ওভারে রোহিতকে ফিল্ডিং করতে পাঠিয়ে দিলেন সোজা ডিপে।
জীবনে রোহিত খুব কম বার-ই বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করেছেন। তবে নেতা হয়ে রোহিতের ফিল্ডিং পজিশন বদলে দিতে দ্বিধা করেননি হার্দিক। এই ঘটনায় যে রোহিত খুব সন্তুষ্ট, তা মোটেই বলা যাবে না। বৃত্তের মধ্যে থেকে বাউন্ডারি লাইনের ধারে যাওয়ার সময় রোহিতকে গজরাতে দেখা গিয়েছে।
Hardik was a slum kid in baroda. Rohit's mumbai indians bought him in 10 lakhs in 2015. Rohit Sharma kept giving him opportunity with both the bat and ball. He was fast tracked in Team India and became a superstar. This is how Hardik Pandya repaid the trust and faith 💔😭💔💔 pic.twitter.com/JAAlrpJdiI
— Aman (@CricketSatire) March 25, 2024
দ্বিতীয়ত, যে কোনও দলে নেতা বদল হলেও পূর্বতন ক্যাপ্টেনের সঙ্গে শলা-পরামর্শ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। হার্দিক এক্ষেত্রেও রোহিতের সঙ্গে ম্যাচের কোনও কৌশল আলোচনা করতে রাজি হননি। গুজরাটের ব্যাটিং চলার সময় হার্দিক পান্ডিয়া দলের প্রিমিয়ার পেসার জসপ্রীত বুমরার সঙ্গে উত্তেজিত হয়ে আলোচনা করছিলেন। সেই সময়েই নিজের মতামত দেওয়ার জন্য হাজির হন রোহিত।
আরও পড়ুন: রশিদ খানের ভয়ে ব্যাটিংয়ে নামতে দেরি! মুম্বই হারতেই হার্দিককে নিয়ে বোমা পাঠানের
তবে অকারণে ঔদ্ধত্য দেখিয়ে রোহিতের সঙ্গে ম্যাচ সংক্রান্ত কোনও বিষয়ে আলোচনা করতেই রাজি হননি হার্দিক। সরাসরি সরে যান আলোচনার জায়গা থেকে। এমন ঘটনায় বিব্রত হয়ে পড়েন রোহিত নিজেও। এমনকি অবাক হতে দেখা যায় বুমরাকেও।
Mumbai Indians team is no more #ONEFAMILY
This team has completely broken.
Nothing looking good Between Hardik Pandya, Rohit Sharma and Jasprit Bumrah in this. pic.twitter.com/BslDBSo8cs— Satya Prakash (@Satya_Prakash08) March 24, 2024
হার্দিক-রোহিতের সম্পর্কের রসায়ন নিয়ে এমনিতে বিস্তর আলোচনা চলছে বহুদিন ধরে। রোহিতের স্ত্রী রীতিকা সাজদে মুম্বই কোচের পডকাস্টের তলায় কমেন্ট করে জানিয়েছিলেন কোনওকিছুই ঠিক নেই।
রোহিত বনাম হার্দিক ইস্যুতে নতুন বিষয় যোগ করে দিল রবিবারের হাইভোল্টেজ ম্যাচ। হার্দিক-রোহিত মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যে আপাতত দুই মেরুতে, তা একাধিক ঘটনার ঘাত প্রতিঘাতে স্পষ্ট হয়ে গিয়েছে।