/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/Rohit-Hardik-Irfan.jpg)
Rohit-Hardik-Irfan: অধিনায়ক হার্দিকের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন পাঠান। (ফাইল ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস)
Mumbai Indians in Indian Premiere League: দলের একের পর এক ম্যাচে হার। তা নিয়ে আগেই মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের রোষের মুখে পড়েছেন হার্দিক পান্ডিয়া। এবার হার্দিকের সমালোচকদের তালিকায় নতুন করে ঢুকে পড়লেন জাতীয় দলের প্রাক্তন তারকা ইরফান পাঠান। তিনি জানিয়েছেন, রোহিত-সূর্য-ঈশানরা অধিনায়ক হিসেবে হার্দিককে মোটেও সম্মান করবে না। কারণ, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে হার্দিক কিছু করে দেখাতে পারেননি।
ভারতীয় জাতীয় ক্রিকেট, একসময় পাঠান ভাই ইরফান-ইউসুফের দাপটের সাক্ষী থেকেছে। ছোট ভাই ইউসুফ এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে বহরমপুর কেন্দ্রে প্রার্থী। সেই ইরফান পাঠান বোঝাতে চেয়েছেন, অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া মোটেও সম্মানের যোগ্য নন। শুধুমাত্র, সেই কারণেই তিনি মুম্বইয়ের খেলোয়াড়দের কাছ থেকে যথোচিত সম্মানও পাচ্ছেন না।
ইতিমধ্যেই পান্ডিয়ার নেতৃত্বে মুম্বই টানা তিনটি ম্যাচে হেরেছে। তার মধ্যে দুর্বল দল রাজস্থানের বিরুদ্ধেও ছয় উইকেটে হেরেছে। অথচ, এই অলরাউন্ডার হার্দিকের নেতৃত্বেই গুজরাট রীতিমতো কামাল করে দেখিয়েছিল। একবার চ্যাম্পিয়ন হয়েছে। আরেকবার আইপিএলে রানার্স হয়েছে। সেই সাফল্য দেখেই হার্দিককে ধরে এনে রাতারাতি মুম্বইয়ের অধিনায়ক বানিয়ে দেন ফ্র্যাঞ্চাইজি দলের মালিক অম্বানিরা। তা নিয়ে বিরাট বিতর্ক হয়েছে। কারণ, রোহিত শর্মা এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের তথা আইপিএলের অন্যতম সেরা সফল অধিনায়ক। দলকে পাঁচবার আইপিএল জিতিয়েছেন।
আর, সেই কারণেই রোহিত অপসারণে মু্ম্বই সমর্থকরা যতটা ক্ষিপ্ত হয়েছিলেন, দল এবারের টুর্নামেন্টে পরপর হারায়, তার কয়েকগুণ বেশি হতাশা তাঁদের মধ্যে জন্মেছে। আর, সেটা হওয়ারই কথা। কারণ, ঘরের মাঠ ওয়াংখেড়ে। রাজস্থান, মোটে তেমন আহামরি দল না। সেইরকম দলের বিরুদ্ধে নিজের দলের পরাজয় মানা যে কোনও সমর্থকের কাছেই দুঃসাধ্য ব্যাপার।
আর, সেই কারণেই পাঠান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ গিয়ে মুম্বইয়ের হারের পর নিজের ক্ষোভ উগরে দিয়েছেন ইরফানও। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যদি পান্ডিয়া ভালো কিছু করে দেখাতে না-ই পারেন, তবে তিনি সতীর্থদের থেকে সম্মান পাবেন কী করে? ইরফান নিজে ফাস্ট বোলার। সেই কারণে তিনি আরও চটেছেন, পান্ডিয়া বুমরাহকে পরে বোলিং করানোয়।
রীতিমতো ক্ষুব্ধ ইরফান বলেছেন, 'এটা তো কোনও রকেট সায়েন্সের মত কঠিন কিছু ব্যাপার না। সেরা বোলারকে প্রথমেই আনা উচিত। কিন্তু, বুমরাহকে নতুন বলের সময় ডাকা হল।' ওয়াংখেড়ের ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে মুম্বই ৯ উইকেটে তুলেছিল ১২৫ রান। লক্ষ্য সামান্য থাকায়, ছয় উইকেট আর ২৭ বল বাকি থাকতেই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয় রাজার বাহিনী।
আরও পড়ুন- আম্বানিদের জন্যই মুম্বইয়ের এই কুৎসিত পারফরম্যান্স! মেজাজ হারিয়ে মুখ খুললেন পাক সুপারস্টার
পরের পর ম্যাচে হারের জেরে মুম্বই সমর্থকরা এতটাই চটেছেন, যে হার্দিককে যেখানেই পাচ্ছেন টিটকিরি দিচ্ছেন। আহমেদাবাদের ম্যাচ দিয়ে এই টিটকিরি দেওয়া শুরু হয়েছিল। সেখানে আবার, গুজরাট টাইটান্সের সমর্থকরাও ছিলেন। দু'বার দলকে ভালো খেলিয়ে মুম্বইয়ে কেটে পড়া হার্দিককে তাঁরা ব্যঙ্গ-বিদ্রূপে ভরিয়ে দিয়েছিলেন। আর, সেই বিদ্রূপের পরিবেশ পুরোপুরি বজায় ছিল হায়দরাবাদ আর মুম্বইতেও। সেখানে যদিও গুজরাটের সমর্থকরা ছিলেন না। কিন্তু, হার্দিককে অশান্ত করে তুলতে গ্যালারিতে ভিড় করে থাকা মুম্বই সমর্থকরাই ছিলেন যথেষ্ট।