Advertisment

Hardik Pandya captaincy: হার্দিকের বিরুদ্ধে ভয়ঙ্কর সরব রোহিত! সূর্যকুমার-বুমরাকে নিয়ে সরাসরি বিদ্রোহে হিটম্যান, কেঁপে গেল মুম্বই ড্রেসিংরুম

Rohit Sharma leadership vs Hardik Pandya: ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দলের একাধিক ক্রিকেটার কোচিং স্টাফের কাছে হার্দিকের নেতৃত্বে দলের পরিচালন ব্যবস্থা নিয়ে উদ্বেগের কথা ব্যক্ত করেছেন।

IE Bangla Web Desk এবং Subhasish Hazra
New Update
Hardik Pandya captaincy, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা

IPL 2024 Mumbai Indians issues: মুম্বই ইন্ডিয়ান্সে সিনিয়র তারকারা চরম অসন্তুষ্ট (টুইটার)

Mumbai Indians struggles: আইপিএলে হতাশাজনক পারফর্ম করেছে মুম্বই ইন্ডিয়ান্স। এরপরেই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দলের পরিচালন দক্ষতা নিয়ে প্ৰশ্ন করতে শুরু করেছেন মুম্বই ইন্ডিয়ান্স-এর একাধিক সিনিয়র তারকা। দশ দলের লিগে আপাতত নয় নম্বরে মুম্বই। হায়দরাবাদের হাতে লখনৌ পর্যুদস্ত হওয়ার সঙ্গেসঙ্গেই মুম্বই প্ৰথম দল হিসেবে আইপিএলের প্লে অফ থেকে ছিটকে যাওয়া নিশ্চিত করে ফেলেছে।

Advertisment

রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করার সিদ্ধান্ত মোটেই জনপ্রিয় ছিল না সমর্থকদের কাছে। মাঠে নামলেই এই কারণে হার্দিককে টিটকিরি হজম করতে হয়েছে সমর্থকদের কাছ থেকে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দলের একাধিক ক্রিকেটার কোচিং স্টাফের কাছে হার্দিকের নেতৃত্বে দলের পরিচালন ব্যবস্থা নিয়ে উদ্বেগের কথা ব্যক্ত করেছেন।

মুম্বই ইন্ডিয়ান্স-এর এক আধিকারিক বলেছেন, নেতৃত্ব সংকট নয়। তবে দল গত ১০ বছর ধরে রোহিতের নেতৃত্বে খেলতে অভ্যস্ত হয়ে পড়েছিল। সেই পরিবর্তন নিয়েই আলোচনা হয়েছে। বিষয়টি হালকা করে তিনি বলেছেন, "এগুলো খুব সাধারণ ঘটনা। কোনও দলের নেতৃত্ব পরিবর্তন হলে এরকম ঘটনা ক্রীড়া দুনিয়ায় হামেশাই হয়ে থাকে।"

তবে বিষয়টি সম্পর্কে অবহিত থাকা ব্যক্তিরা জানিয়েছেন, কয়েকদিন আগেই দলের কোচিং স্টাফ এবং ক্রিকেটারদের মধ্যে এক বৈঠক হয়। সেই বৈঠকে যে সমস্ত ভারতীয় তারকারা ছিলেন তাঁরা হলেন পাঁচবারের কাপজয়ী ক্যাপ্টেন-মহাতারকা রোহিত শর্মা, জসপ্রীত বুমরা এবং সূর্যকুমার যাদব। আহার করতে করতেই সেই ক্রিকেটাররা দলের পারফরম্যান্স ভালো না হওয়ার কারণ জানান। পরে জানা গিয়েছে, টিম ম্যানেজমেন্টের প্রতিনিধিদের সঙ্গে সিনিয়র তারকাদের ওয়ান টু ওয়ান বৈঠক-ও হয়।

গোটা ঘটনার সূত্রপাত দিল্লি ক্যাপিটালসের কাছে হার-পরবর্তী ঘটনা। সেই সময় হারের জন্য সরাসরি তিলক ভার্মার দিকে আঙ্গুল তুলেছিলেন ক্যাপ্টেন হার্দিক। ম্যাচের পরই রাখঢাক না করে পান্ডিয়া সম্প্রচারকারী টিভিকে বলে দেন, “অক্ষর যখন তিলকের মত একজন বাঁ হাতিকে বল করছিল, সেই সময় উচিত ছিল অক্ষরকে আক্রমণ করা। আমার মনে হয় আমাদের মধ্যে ম্যাচ চলাকালীন সচেতনতার সামান্য অভাব রয়েছে। দিনের শেষে এটাই ম্যাচে তফাৎ হয়ে গেল।”

দলের হারের জন্য একজনের ওপর দায় চাপিয়ে দেওয়া মোটেই ভালভাবে নেয়নি মুম্বই ড্রেসিংরুম। বিশেষজ্ঞরাও মুম্বইয়ের অন্তর্দ্বন্দ্ব নিয়ে ইঙ্গিত করেছেন। একধাপ এগিয়ে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান মাইকেল ক্লার্ক সরাসরি বলেছেন, মুম্বই ইন্ডিয়ান্স বহু শিবিরে ভাগ হয়ে গিয়েছে। "আমার মনে হয় দলে একাধিক গোষ্ঠী, একাধিক ভাগ রয়েছে। কোনও একটা বিষয়ে সমস্যা হচ্ছে। দল হিসেবে ওঁরা মোটেই খেলতে পারছে না।"

মুম্বই আধিকারিকরা জানিয়েছেন, চলতি সিজনের মূল্যায়ন করা হবে। এমন প্রয়োজন হলে গুরুত্বপূর্ণ রদবদল করতেও তাঁরা পিছপা হবেন না।

Hardik Pandya Rohit Sharma IPL Jasprit Bumrah Suryakumar Yadav IPL 2024
Advertisment