Advertisment

Harshit Rana on Starc: শেষ ওভারে হারিয়েই দিয়েছিলেন কেকেআরকে, শেষমেশ স্টার্ককে নিয়ে মুখ খুললেন হর্ষিত রানা

Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru: খেলা শেষে সাংবাদিক বৈঠকে বলতে গিয়ে, মিচেল স্টার্কের পাশে দাঁড়িয়েছেন তাঁর কেকেআর সতীর্থ হর্ষিত রানা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mitchell Starc, Harshit Rana

Mitchell Starc-Harshit Rana: স্টার্কের জন্যই জয়ের দোরগোড়ায় চলে আসে আরসিবি। (ছবি- টুইটার)

Michael Starc poor performance: এবারের আইপিএল নিলামে প্রায় ২৫ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনে তারা যে ঠকে গিয়েছে, ইতিমধ্যেই তা উপলব্ধি করতে পেরেছে কেকেআর। প্রায় প্রতি ম্যাচেই স্টার্কের দেদার রান দেওয়া, আর উইকেট না পাওয়া, একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফর্মের সঙ্গে কোনওমতেই মেলে না। রবিবার, ২১ এপ্রিল, ফের আরেকটা বাজে পারফরম্যান্স উপহার দিলেন এই অস্ট্রেলীয়। যা কলকাতার ইডেন গার্ডেনে আরসিবিকে প্রায় জয়ের কাছাকাছি এনে ফেলেছিল। শেষ পর্যন্ত মাত্র ১ রানের ব্যবধানে জয়ী হয়েছে কেকেআর।

Advertisment

অস্ট্রেলিয়ান পেসার মাত্র তিন ওভারে ৫৫ রান দিয়েছেন। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন। আর, ১৫ রান দেন এই বাঁহাতি। পাওয়ারপ্লে-র শেষ ওভারে বল করতে আসেন। তখন আবার উইল জ্যাকস তাঁকে তিনটি ছক্কা মেরে ২২ রান করেন। এরপর বেশ কিছুক্ষণ স্টার্ককে বল করতে ডাকার সাহস পাননি শ্রেয়স। পেলে এবারের আইপিএলে আরসিবি তাদের দ্বিতীয় জয়টা হাসিল করে নিত, সেনিয়ে কারও সন্দেহ নেই।

শেষের দিকে আরসিবির তখন জয়ের জন্য ২১ রান তুলতে হবে। হাতে দুই উইকেট। টুর্নামেন্টে সবচেয়ে বেশি দামী ক্রিকেটার। ২৫ কোটির বোলার। দলের একনম্বর পেস। শ্রেয়স বল দেন। আর, স্টার্ককে তিন বলে তিনটি ছয় মেরে কিম শর্মা কেকেআরের কার্যত মরণশ্বাস তুলে দেন। সেই সময় জয়ের জন্য আরসিবির প্রয়োজন ছিল ২ বলে তিন রান। ওভারের পঞ্চম বলে অবশ্য স্টার্কই ফলো-থ্রুতে দুর্দান্ত ক্যাচ নিয়ে করণ শর্মাকে আউট করেন। তাঁর শেষ বলে দ্বিতীয় রান করতে গিয়ে রান আউট হন লকি ফার্গুসন।

স্টার্কের পাশে দাঁড়িয়েছেন হর্ষিত রানা
খেলা শেষে সাংবাদিক বৈঠকে বলতে গিয়ে, মিচেল স্টার্কের পাশে দাঁড়িয়েছেন তাঁর কেকেআর সতীর্থ হর্ষিত রানা। ডানহাতি পেসার বলেছেন যে দল স্টার্কের পারফরম্যান্স নিয়ে মোটেও চিন্তিত নয়। আর, স্টার্ক আগামিদিনে কেকেআরকে জয়ের রাস্তা দেখাবে বলেই নাইট শিবির বিশ্বাস করে। এই ব্যাপারে ম্যাচ শেষের পর সাংবাদিক বৈঠকে রানা বলেন, 'স্টার্কের একটা নিজস্ব পরিকল্পনা আছে। প্রত্যেক বোলার নিজের মত পরিকল্পনা করেই মাঠে নামেন। তাছাড়া স্টার্ক একজন শীর্ষস্থানীয় বোলার। তিনি নিশ্চয়ই আমাদের ম্যাচ জেতাবেন। তাঁর প্রতি আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে। আমরা তাঁকে নিয়ে চিন্তিত নই।'

আরও পড়ুন- কিউইদের স্কুল টিমের কাছেও শোচনীয় হার পাকিস্তানের! চাপম্যানের ঝড়ে ঝরে গেলেন আফ্রিদি-বাবররা

আইপিএল ২০২৪-এ মিচেল স্টার্ক
কেকেআর এবারের আইপিএল নিলামে স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় কিনেছে। যা স্টার্ককে আইপিএলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় বানিয়েছে। কিন্তু, বাঁহাতি পেসার এখনও তাঁর এই মূল্যের ন্যায্যতা প্রমাণ করতে পারেনি।
তিনি শুধু রানই দিয়ে গিয়েছেন। ভালো ইকোনমি-রেট বজায় রাখতেও পারেননি। এখনও পর্যন্ত সাত ম্যাচের চারটিতে উইকেট পাননি। সব মিলিয়ে ১১.৪৮ ইকোনমি রেটে, সাত ম্যাচে ছয় উইকেট নিয়েছেন।

RCB KKR Kolkata Knight Riders Royal Challengers Bangalore IPL IPL 2024
Advertisment