Kolkata Knight Riders vs Rajasthan Royals Royals 31st Match Highlights: মঙ্গলবার ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হলেন দর্শকরা। কেকেআরের বিরুদ্ধে ২ উইকেটে জয়ী হল রাজস্থান। প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ২২৩ রান তোলে কেকেআর। ইডেনের ম্যাচের আগে ৬ ম্যাচের ৫টিতে জয়ী হয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এক নম্বর দল ছিল রাজস্থান। আর, ছয় ম্যাচের মধ্যে দুটিতে হেরে ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ছিল কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার কেকেআরকে হারানোয় লিগ টেবিলে রাজস্থান আরও এগিয়ে গেল। ম্যাচে ৫৫ বলে শতরান করেন জোস বাটলার। শেষ পর্যন্ত তিনি ৬০ বলে ১০৭ রান করেন।
KKR vs RR IPL 31st Match Report 2024
রাজস্থানের হয়ে ওপেন করতে নামেন জোস বাটলার। কুলদীপের বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয় বাটলারকে। কেকেআর আবার রিংকু সিংয়ের বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামায় বৈভব অরোরাকে। কেকেআরের হয়ে বোলিংয়ের সূচনা করেন এবারের আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ক। বৈভব আরোরার বলে ১.৫ ওভারে বেঙ্কটেশ আইয়ারের হাতে ধরা পড়েন যশস্বী জয়সওয়াল। রাজস্থান ২২ রানে ১ উইকেট হারায়। সঞ্জু স্যামসনের ক্যাচ ছাড়েন বরুণ চক্রবর্তী। পঞ্চম ওভারে সঞ্জু স্যামসনকে ফেরান হর্ষিত রানা। ৭.৫ ওভারে হর্ষিতের বলে আন্দ্রে রাসেলের হাতে ধরা পড়েন রিয়ান পরাগ। ৮.৪ ওভারে ৪ বলে ২ রান করে সুনীল নারিনের বলে এলবিডব্লিউ হন ধ্রুব জুরেল। আম্পায়ার প্রথমে জুরেলকে আউট দেননি। কলকাতা রিভিউ চাইলে দেখা যায়, জুরেল আউট। বরুণ চক্রবর্তীর বলে ১১ বলে ৮ রান করে ফিরে যান রবিচন্দ্রন অশ্বিন। ধরা পড়েন আঙ্কৃশ রঘুবংশীর হাতে। বরুণ চক্রবর্তীর বলেই বিনা রানে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়েন শিমরন হেটমায়ার। এসবের মধ্যেই ৩৬ বলে হাফ সেঞ্চুরি করেন জোস বাটলার। ১৩ বলে ২৬ রান করে সুনীল নারিনের বলে এলবিডব্লিউ হন রভম্যান পাওয়েল। রান আউট হন ট্রেন্ট বোল্ট।
এর আগে, ১৭তম ওভারে ব্যক্তিগত ১৩ রানের মাথায় আউট হন আন্দ্রে রাসেল। ১৭.৩ ওভারে ট্রেন্ট বোল্টের ইয়র্কারে বোল্ড হন সুনীল নারিন। তিনি ১৩টি চার ও ৬টি ছক্কা-সহ ৫৬ বলে ১০৯ রান করেন। ১৯তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপটায় কেকেআর। ১৯.২ ওভারে কুলদীপের বলে ধ্রুব জুরেলের হাতে ৬ বলে ৮ রান করে ধরা পড়েন বেঙ্কটেশ আইয়ার। রিংকু সিং করেন ২০ রান। সব মিলিয়ে ছয় উইকেটে ২২৩ রান তোলে কেকেআর।
পাওয়ার প্লে-র ৬ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় কেকেআর। ১১তম ওভারে কুলদীপের বলে রবিচন্দ্রন অশ্বিনের হাতে ধরা পড়েন আঙ্কৃশ রঘুবংশী। ৫টি চার-সহযোগে ১৮ বলে ৩০ রান করেন রঘুবংশী। ১৩তম ওভারে যুজবেন্দ্র চাহালের বলে এলবিডব্লিউ হন শ্রেয়স আইয়ার। আইপিএলের ইতিহাসে যা চাহালের ১৯৯তম শিকার। ১১টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪৯ বলে শতরান করেন সুনীল নারিন।
এদিন সুনীল নারিনকে নিয়ে কেকেআরের হয়ে ওপেন করতে নামেন ফিল সল্ট। রাজস্থানের হয়ে বোলিং শুরু করেন ট্রেন্ট বোল্ট। প্রথম ওভারের দ্বিতীয় বলে ফিল সল্টের ক্যাচ মিস করেন রিয়ান পরাগ। তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টের বলে ফিল সল্টের ক্যাচ মিস করেন আবেশ খান। অবশ্য, চতুর্থ ওভারে বল করতে এসে নিজের বলেই ফিল্ট সল্টের দুর্দান্ত ক্যাচ ধরেন আবেশ।
রাজস্থান একাদশ- যশস্বী জসওয়াল, রোভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ), সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), রিয়ান পরাগ, শিমরন হেতমায়ের (ওয়েস্ট ইন্ডিজ), ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), আবেশ খান, কুলদীপ সেন ও যুজবেন্দ্র চাহাল। রাজস্থান রয়্যালসের ইমপ্যাক্ট পরিবর্ত- জোস বাটলার (ইংল্যান্ড), টম কোহলার ক্যাডমোর (ইংল্যান্ড), শুভম দুবে, নভদীপ সাইনি ও নান্দ্রে বার্গার (দক্ষিণ আফ্রিকা)।
কেকেআর একাদশ- ফিল সল্ট (ইংল্যান্ড, উইকেটকিপার), সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), অংকৃষ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), রমনদীপ সিং, মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা। কলকাতা নাইট রাইডার্সের ইমপ্যাক্ট পরিবর্ত- সুয়াশ শর্মা, অনুকূল রায়, মণীশ পান্ডে, রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান) ও বৈভব আরোরা।
আরও পড়ুন- চুমু খেয়েও লাভ হল না, ইডেনে ম্যাচের শুরুতেই ‘হার’ নাইট ক্যাপ্টেন শ্রেয়সের
ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর ৩১তম ম্যাচে মঙ্গলবার টস হারে কেকেআর। টস জিতে রাজস্থান দলনায়ক সঞ্জু স্যামসন শুরুতে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান হোম টিমকে। নাইট অধিনায়ক শ্রেয়স জানান, টস জিতলে তিনিও বোলিংয়েরই সিদ্ধান্ত নিতেন। গত ম্যাচে চোটের জন্য রাজস্থান রয়্যালস দলে পায়নি জোস বাটলার ও রবিচন্দ্রন অশ্বিনকে। এই ম্যাচে দুই সিনিয়র তারকাই থাকছেন বলে জানান স্যামসন। অন্যদিকে, কেকেআর উইনিং কম্বিনেশন ধরে রাখে।