Advertisment

MS Dhoni lookalike: ক্রিকেটার নয়, পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার! ওজন বাড়িয়ে এখন তিনিই মহেন্দ্র সিং ধোনি

MS Dhoni lookalike Rishabh Malakar: সোশ্যাল মিডিয়ায় নিজের যেসব ছবি পোস্ট করেছেন, তার মধ্যে কোনওটাতে দেখা যায়, ঋষভ ব্যাট হাতে ধোনির হেলিকপ্টার শট মারছেন। কোনওটাতে আবার বিনা উইকেটেই এমন পোজ দিয়েছেন, যেন বল হাতে স্ট্যাম্প উড়িয়ে দেবেন। আর, এসব ছবি ফ্যান-ফলোয়াররা হেব্বি পছন্দ করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
MS Dhoni, Rishabh Malakar

MS Dhoni-Rishabh Malakar: সিএসকের জার্সি পরে এমএস ধোনির মতো দেখতে ঋষভ মালাকার। (এক্সপ্রেস ছবি)

Rishabh Malakar MS Dhoni lookalike software engineer: তখনও চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে উদ্বোধনী ম্যাচ শুরু হয়নি। কিন্তু সাক্ষাৎকার দিতে গিয়ে চোয়াল রীতিমতো ব্যথা করে ফেলেছিলেন ইন্দোরের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি ঋষভ মালাকার। চেন্নাই সুপার কিংসের জ্বলজ্বলে হলুদ জার্সি পরা ঋষভ বললেন, 'এর মধ্যেই হাজারটা সেলফির জন্য পোজ দিতে হয়েছে।'

Advertisment

ঋষভের এত ক্রেজের কারণ, তাঁর সঙ্গে চেন্নাই সুপার কিংসের সদ্যবিদায়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চেহারা অদ্ভুত মিল। পাশে দাঁড়ালে মনে হলে, কুম্ভমেলায় হারিয়ে যাওয়া যমজ ভাই। তার ওপর পাড়ার লোকে, বন্ধু-বান্ধবদের উৎসাহে চুলের স্টাইলটাও করেছেন এক্কেবারে ধোনির মত। সেই ধোনি মার্কা লম্বা চুল। নিজে স্বীকার করে নিলেন, 'চুলের পিছনে অনেক যত্ন নিই।'

ঝাড়খণ্ডের এমএস ধোনির সঙ্গে কোনওদিন পরিচয় হয়নি, ছিলও না। বয়সের ব্যবধানটাও যথেষ্ট। ধোনি যখন ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা, সেই সময় ঋষভ ক্লাস নাইন। তখনই কোন একজন বন্ধু, 'অ্যাই! ধোনি' বলে ডেকে বসেছিল। তারপর থেকে এমন ডাকার সংখ্যাটা বেড়েছে। ধোনির পরিচিত ক্রিকেট দুনিয়ায় ছড়িয়ে গিয়েছে। আর, পাল্লা দিয়ে ঋষভও চেষ্টা চালিয়ে যাচ্ছেন চেহারায় অবিকল ধোনি হতে। ঋষভের কথায়, 'প্রথম ভেবেছিলাম যে লোকে বোধহয় আমার সঙ্গে মজা করছে। কিন্তু, তারপর বুঝতে পারলাম যে আমার সঙ্গে ধোনির চেহারার মিল আছে। সেই থেকে ধোনির ভক্ত হয়ে গেলাম।'

তারপর একে একে ধোনির মত হাঁটা, ধোনির মত চাউনি, ফিরে তাকানো, হাসা- সব এখন পুরোপুরি রপ্ত। সোশ্যাল মিডিয়াতেও আছেন। অবশ্য নিজের নামেই। কিন্তু, তাতেও ফ্যান-ফলোয়ার সাড়ে ১০ লক্ষ ছাড়িয়ে গেছে। অনেকে তো ভাবেন, ধোনিই অন্য নামে এখানে তাঁদের সঙ্গে আছেন। এর পিছনেও আছে আবার একটা কাহিনি। এক বন্ধু প্রায় জোরাজুরি করে তাঁর সঙ্গে সেলফি নিয়েছিল। সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতেই রমরম, কাটকাট ক্রেজ। তারপর নিজেই অ্যাকাউন্ট খুলে ঋষভ সোশ্যাল মিডিয়ায়। যেখানে ধোনি ভক্তরাও তাঁর মধ্যে একজন একস্ট্রা ধোনিকে পেয়ে গিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় নিজের যেসব ছবি পোস্ট করেছেন, তার মধ্যে কোনওটাতে দেখা যায়, ঋষভ ব্যাট হাতে ধোনির হেলিকপ্টার শট মারছেন। কোনওটাতে আবার বিনা উইকেটেই এমন পোজ দিয়েছেন, যেন বল হাতে স্ট্যাম্প উড়িয়ে দেবেন। আর, এসব ছবি ফ্যান-ফলোয়াররা হেব্বি পছন্দ করেন। যাঁরা চেনেন, তাঁরাও ভুলে যান যে ঋষভ আসলে ধোনি নন। ধোনির মত তাঁরও ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু, শিক্ষকরা বুঝিয়েছিলেন ভাত জোগাড় করতে হলে লেখাপড়াটা ভালো করে করা চাই। তাই, মাঠে নেমে ক্রিকেটের পাঠ ছোটবেলাতেই চুকিয়ে দিয়েছেন। কিন্তু, সেটা এখনও সোশ্যাল মিডিয়ায় বেঁচে আছে।

আরও পড়ুন- রানাকে কড়া শাস্তি, ছাড় কোহলিকে! একই দোষে পৃথক ফল কেন, জয় শাহের বোর্ডের KKR বিরোধী নিয়মে তোলপাড়

ঋষভের এখন টার্গেট ধোনির সঙ্গে ছবি তোলা। ইন্দোরের এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার বললেন, 'জানি সেটা সহজ ব্যাপার না। তবে, চেষ্টা চালাচ্ছি। এবার আমি ধোনির একটাও খেলা মিস করতে চাই না। কারণ, এবারই ধোনির শেষ আইপিএল হতে পারে।' তিনি যখন ইন্ডিয়ান এক্সপ্রেসকে এসব বলছেন, তখন কয়েকজন পুলিশকর্মী এগিয়ে এলেন। অন্য কিছু না। এই নকল ধোনির সঙ্গেই একবারের জন্য হলেও সেলফি তোলার জন্য।

Chennai Super Kings MS DHONI BCCI IPL
Advertisment