/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/Rohit-Sharma-pants-Mumbai-Indians-Chennai-Super-Kings.jpg)
MI vs CSK: এভাবেই প্যান্ট খুলে গেল রোহিতের (ছবি সৌজন্যে: টুইটার)
BCCI IPL commentators pictures Videos rules stadium: ঘরের মাঠ ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের ক্যাচ ধরতে গিয়ে প্যান্টই খুলে গেল রোহিত শর্মার। মুম্বই ইন্ডিয়ান্সের (এমআই) প্রাক্তন অধিনায়ক রোহিত অবশ্য ক্যাচটা ধরতে পারেননি। তবে, গোটা স্টেডিয়ামের সামনে তাঁর সেই প্যান্ট খুলে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটা শর্ট বলকে গায়কোয়াড় মিড-উইকেট দিয়ে বাউন্ডারিতে পাঠানোর চেষ্টা করেছিলেন, তখনই ঘটেছে এই ঘটনাটি।
রোহিত অবশ্য চেষ্টার কসুর করেননি। বলটা ঠিকমতো ব্যাটের সঙ্গে সংযোগ না হওয়ায় ক্যাচ উঠে গিয়েছিল। সেই ক্যাচ ধরার জন্যই ছুটে এসেছিলেন রোহিত। ঝাঁপও দিয়েছিলেন। যদিও, প্যান্ট নিয়ে বিব্রত মুম্বইয়ের প্রাক্তন অধিনায়কের ঝাঁপ দেওয়াটা ঠিকমতো হয়নি। অবশ্য ঠিকমতো হলে চেন্নাইয়ের রান কিছুটা হলেও কমত। কারণ, সেই সময় ঋতুরাজের রান ছিল ৩৯। কিন্তু, রোহিতের হাত থেকে বেঁচে যাওয়া চেন্নাই ক্যাপ্টেন শেষ পর্যন্ত ৬৯ রান করেন। তা-ও আবার মাত্র ৪০ বলে।
Drop Catch
Khul gyi pant#RohitSharma#MSDhoni𓃵#CSKvsMI#CSK#HardikPandyapic.twitter.com/tICaj8bbMb— Raw (@RawalLodha) April 14, 2024
যদিও টি-২০ ক্রিকেটে কম বলে বেশি রানটা বড় কোনও ব্যাপার না। আকছারই ব্যাটারদের তাণ্ডব চলছে এই প্রতিযোগিতায়। এদিনের শুরুতে মুম্বই ক্যাপ্টেন হার্দিক, ঘরের মাঠে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। সিএসকের হয়ে ওপেন করতে নেমেছিলেন অজিঙ্কা রাহানে আর ঋতুরাজ। রাহানে কিছুই করতে পারেননি। জেরাল্ড কোয়েটজির বলে মাত্র ৫ রান করে ফিরে যান। কিন্তু, ঋতুরাজ পুরো দলের ইনিংসের দায়িত্ব নিয়ে নেন। তবে, ক্রিজের উলটোদিক থেকে প্রথমে তেমন একটা সাহায্য পাননি।
আরও পড়ুন- ইডেনে এসে নেচে-কুঁদে একশা শাহরুখের মেয়ে! মাঠে নারিনের কীর্তিতে পাগলের মত নাচ, দেখুন ভিডিও
রাহানে ফিরতেই নামেন রাচিন রবীন্দ্র। কিন্তু, শ্রেয়স গোপাল ২১ রানে রবীন্দ্রকে ফিরিয়ে দেন। এরপর শিবম দুবেকে নিয়ে পার্টনারশিপে ৯০ করেন সিএসকে অধিনায়ক। যার সুবাদে চেন্নাই ১৫০-এ পৌঁছয়। দুবে এদিন ফের হাফ সেঞ্চুরি করেছেন। তবে, ঋতুরাজ-দুবেদের এই দায়িত্ব নিয়ে ভালো খেলাকে ছাপিয়ে দর্শকদের চোখে বেশি করে ধরা পড়ল, রোহিতের ক্যাচ মিস আর ক্যাচ ধরতে গিয়ে প্যান্ট খুলে যাওয়া। যার প্রতিফলন ঘটল সোশ্যাল মিডিয়ায়।