Jasprit Bumrah record against Virat Kohli: আইপিএলে জাতীয় দলের সতীর্থ জসপ্রিত বুমরাহর কাছে বিরাট কোহলির হারের ট্র্যাক রেকর্ডটা দীর্ঘ হল। বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের পেসার বুমরাহ মাত্র ৩ রানে ফিরিয়ে দেন কোহলিকে। বুমরার ইনসুইং কোহলির ব্যাট স্পর্শ করে চলে যায় উইকেটরক্ষক ঈশান কিষানের হাতে। এই নিয়ে পাঁচ বার কোহলিকে আইপিএলে পরাস্ত করলেন তাঁর জাতীয় দলের সতীর্থ।
বৃহস্পতিবার ছিল এবারের আইপিএলের ২৫তম ম্যাচ। তাঁর দল আরসিবি ভালো কিছু করতে না পারলেও এবারের আইপিএলে কোহলি যথারীতি নিজের রানটা করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে সেঞ্চুরিও করেছেন। এদিনও কোহলির কাছে বড় ইনিংসের প্রত্যাশা ছিল সমর্থকদের। সেই সুযোগও এসেছিল। আইপিএলের তৃতীয় হোম ম্যাচে টস জিতে আরসিবিকে ব্যাট করতে আমন্ত্রণ জানান মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
পাওয়ারপ্লেতে আরসিবিকে বড় আঘাত দিতে হার্দিক এগিয়ে দেন দলের স্ট্রাইক বোলার জসপ্রিত বুমরাহকে। আর, তাতেই মেলে সাফল্য। ইনিংসের দ্বিতীয় ওভারেই রান-মেশিন কোহলির উইকেট পেয়ে যায় মুম্বই। বুমরাহর ইনসুইং কোহলির ব্যাট ছুঁয়ে যেতেই বামদিকে ডাইভ করে ধরে নেন উইকেটের পিছনে থাকা ঈশান। আম্পায়ার নিতিন মেনন আঙুল তুলতে দেরি করেননি। প্রাক্তন আরসিবি অধিনায়ক ৯ বলে মাত্র ৩ রান করে বিদায় নেন। বুমরাহ এই উইকেট পাওয়ার পাশাপাশি তাঁর প্রথম ওভারে মাত্র ৪ রান দেন।
তবে, বুমরাহর কাছে বারবার আউট হওয়া মানেই কিন্তু, বুমরাহ মানে কোহলির বিদায়- এমনটা নয়। বুমরাহকে পিটিয়ে ৯২ বলে ১৪০ রানও তুলেছেন কোহলি। এমআই পেসারের বিরুদ্ধে তাঁর স্ট্রাইক রেট ১৫২.১৭। যা বুমরাহর বিরুদ্ধে যে কোনও ব্যাটসম্যানের সেরা পারফরম্যান্স। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন জাতীয় দলে বুমরাহর আরেক সতীর্থ, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার।
আরও পড়ুন- ভারত যেন কোহলিকে বিশ্বকাপে না নেয়! IPL সতীর্থের খারাপ কামনায় প্রকাশ্যে ঝড় তুললেন ম্যাক্সওয়েল
সেদিক থেকে বুমরাহর গর্বের বিষয় যে তিনি ১৬ ইনিংসে কোহলির মত বিশ্বসেরা ব্যাটারকে পাঁচবার আউট করলেন। আর, বৃহস্পতিবার পঞ্চমবার আউট হওয়ায় বুমরাহর বিরুদ্ধে কোহলির স্ট্রাইক রেটও কমে এল। তা হল- ১৪৭.৩৬। তবে, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কোহলি বৃহস্পতিবার ব্যর্থ হলেও অরেঞ্জ ক্যাপ পাওয়ার তালিকায় তিনি এখনও এগিয়ে আছেন। ইতিমধ্যে ছয় ম্যাচে আরসিবি ব্যাটার ৩১৯ রান করেছেন। যার মধ্যে আছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অপরাজিত ১১৩ রান। পাশাপাশি, অন্য এক ম্যাচে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে অপরাজিত থেকেছেন কোহলি। আবার, আরও একটি ম্যাচে তিনি অর্ধশতকের বেশি রান করেছেন এবারের আইপিএলেই।