/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/siraj-bumrah.jpg)
Siraj bows down to Bumrah: বুমরাকে সম্মান জানালেন সিরাজ (টুইটার)
MI vs RCB IPL 2024 Clash: ওয়াংখেড়ের পাটা পিচ যেন বোলারদের বধ্যভূমি। আরসিবির সমস্ত বোলারই ওভার পিছু ১০ রান খরচ করলেন। মুম্বইয়ের কোয়েটজে, আকাশ মাধওয়াল, হার্দিক পান্ডিয়া সকলেই ঢালাও রান খরচ করলেন।
তবে এই পিচেই আবার জসপ্রীত বুমরা স্কিলের চূড়ান্ত প্রদর্শন করে গেলেন। একটা নয়, পাঁচ-পাঁচটা উইকেট শিকার করে বুমরা আরসিবি ব্যাটিংয়ে ধস নামালেন। দু-দুবার হ্যাটট্রিকের সুযোগ তৈরি করলেন।
Siraj bows down to Bumrah
বুমরা আক্রমণে এসে প্রথম ওভারেই কোহলিকে নিখুঁত ইনসুইংগারে ফিরিয়ে দিয়েছিলেন। ১৭ ওভারের শেষ দুই বলে বুমরা শিকার করলেন দু প্লেসিস এবং মহিপাল লোমরোরকে। ১৯ তম ওভারের প্ৰথম বলেই হ্যাটট্রিকের মুখে ছিলেন তারকা। তবে হ্যাটট্রিক না হলেও পরপর দুই বলে বুমরা তুলে নেন সৌরভ চৌহান এবং বিজয়কুমার বৈশখকে।
A @Jaspritbumrah93 special with the ball backed 🆙 by a power packed batting performance help @mipaltan win ✌ in ✌ 💙
Scorecard ▶️ https://t.co/Xzvt86cbvi#TATAIPL | #MIvRCBpic.twitter.com/ro7TeupAQj— IndianPremierLeague (@IPL) April 11, 2024
দু-বার হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করলেও বুমরার জন্যই আরসিবি ১৯৬-এর বেশি এগোতে পারেনি। বুমরার অনবদ্য বোলিং গোটা বিশ্বেরই সম্ভ্রম আদায় করে নিয়েছে। শুধু ক্রিকেট বিশেষজ্ঞরাই নন, বুমরাতে উচ্ছ্বসিত ক্রিকেটাররাও। সৌজন্যমূলক করমর্দনের সময় সিরাজ যেমন ঝুঁকে অভিবাদন জানালেন বুমরাকে। যেন বলে দিতে চাইলেন, গুরু তুমিই সেরা…
That bow and hug 😍
Mutual respect between Siraj and Bumrah pic.twitter.com/Tx3OHs7NBY— Cricketopia (@CricketopiaCom) April 12, 2024
সৌহার্দ্যপূর্ণ অবস্থান দেখা গিয়েছে কোহলির তরফেও। ওয়াংখেড়ের দর্শকরা যখন হার্দিককে ব্যঙ্গ-বিদ্রূপে ভরিয়ে দিচ্ছেন, সেই সময়ে কোহলি দর্শকদের অনুরোধ করেন জাতীয় দলের তারকাকে যেন সমর্থনের হাত বাড়িয়ে দেন দর্শকরা।
আরসিবি বনাম মুম্বই ম্যাচ একাধিক কারণে স্মরণীয় হয়ে থাকবে।